আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করই ভালই আছেন। আমিও মোটা মুটি ভাল আছি। আপনি যদি আমার মত internet এ অনেকটা সময় খরচ করেন তাহলে আপনাদের অনেকে একটা সমস্যা লক্ষ্য করবেন যে browser এর বয়স হলে টা slow হয়ে যায়। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে বারবার ব্রাউজার change করে। আমার এই tune টি যদি মনোযোগ দিয়ে পরেন তাহলে আর আপনাকে ব্রাউজার change করতে হবে না। আপনার ব্রাউজার আর খুড়িয়ে খুড়িয়ে ব্রাউজ করবে না। tuneটি পরার পর আপনার browsing experience অনেক ভালো হবে।
প্রথমে বলে রাখি আপনি যদি আপনার ব্রাউজার এর zero to hero বদল চান তবে এই article টি আপনার জন্য নয়। এর জন্য আপনাকে আপনার কম্পিউটার এর হার্ডওয়্যার, উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট প্যাক ব্যবহার করতে হবে। এই article টি পরে আপনি আপনার ব্রাউজার টি প্রথম দিনে যে performance দিয়ে ছিল টা ১০০ দিন পরেও পাবেন।
সর্বদা অল্প tab খোলা রাখবেনঃ
শুনতে বোকা বোকা লাগলেও এটা শত্তি যে একাধিক tab খুলতে পারে এমন ব্রাউজার থেকে একাধিক tab খুলতে পারেনা এমন ব্রাউজার বেশি দ্রুত। তার মানে এই নয় যে আপনাকে পুরাতন আমলের ব্রাউজার ব্যবহার করতে হবে! আপনার ব্রাউজার এ কম ট্যাব খোলা রাখবেন তাই যথেষ্ট।প্রতিটি নতুন ট্যাব আপনার কম্পিউটার এর ram আলাদা ভাবে ব্যবহার করে। তাই যত ট্যাব খুলবেন তত ram খরচ হবে।
অল্প Extension ও addon ব্যবহার করাঃ
plugin এর তারতম্মের কারনেই বেশির ভাগ মানুষ একটি ব্রাউজার পছন্দ করে। firefox এগুলোকে বলে addon আর google chrome এগুলো কে বলে Extension. এই সব plugin আপনার চাহিদা অনুযায়ী আপনার জন্য বিভিন্ন কাজ করে দেয়। অনেকে তো দশ বিশ এরও বেশি plugin রাখে। মনে রাখবেন plugin অনেক টা ট্যাব এর মতই আলাদা আলাদা ভাবে ram ব্যবহার করে। তাই বেশি plugin ব্যবহার আপনার ব্রাউজার কে slow করে দেয়। তাই অল্প plugin ব্যবহার করবেন। এটি আপনার ব্রাউজার এর performance এ বিশাল পার্থক্য তৈরি করবে। তাই আপনার ব্রাউজার এ অপ্রয়োজনীয় যে সব plugin addon বা extension আছে টা এখনি uninstall করুন।
ইন্টারনেট cache ও browsing history পরিস্কার করুনঃ
কিছু কিছু দিক থেকে আপনার ব্রাউজার টি একটা গাড়ি এর মত। এর নিয়মিত যত্ন প্রয়োজন। আপনি যদি দীর্ঘ দিন এর যত্ন না নেন তাহলে এটি slow হয়ে যাবে। তাই নিয়মিত আপনার ব্রাউজার এর cache এবং history পরিস্কার করতে হবে।
আপনার DNS server পরিবর্তন করুনঃ
আপনার DNS server ঠিক করে কন পথে আপনার কম্পিউটার ইন্টারনেট এর সাথে যুক্ত হবে। তাই অনেক সময় আপনার ইন্টারনেট connection slooooow হয়ে যেতে পারে।
ভাগ্য ভালো আমার কাছে এমন একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে আপনি সহজে DNS পরিবর্তন করতে পারবেন।
DNS সম্পরকে কোনও ধারনা না থাকলে আপনি "Fastest DNS" অপশন select করুন। আশা করি আপনার ইন্টারনেট এর স্পীড আগের থেকে বেড়ে যাবে।
essential কিছু plugin বাবহারঃ
1. disconnect
2. ad block plus
3. popup blocker
ব্রাউজার কে যদিও খুবই simple দেখায়, তবুও এটি একটি complex machine. আর আপনি যদি এর নিয়মিত যত্ন না নেন তাহলে এটা hang হওয়া ছাড়াও আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই উপরের tips গুলো মনে রাখবেন তাহলে আপনার browsing experience ভালো হবে।
tune এর বিষয় সম্পর্কে কোনও প্রশ্ন থাকলে comment করুন।
পরবর্তীতে আরও ভালো কিছু tune আপনাদের উপহার দিতে পারব এই আশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি।
আমি মুহাম্মদ ফাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।