সুপ্রিয় টেকটিউনস বন্ধুরা সবাই কেমন আছেন ? আমি আল্লাহ্ রহমাতে ভালো আছি। আমি একজন নতুন টিউটার কিন্তু আমি টেকটিউনস এর সাথে অনেক অাগে থেকে পরিচিত। তো যাই হোক আমরা মূল কাজে দিকে যাই। আজ আমি যে বিষয় কথা বলবো সেইটা হচ্ছে কিভাবে খুব সহজে Windows কে Activate করা যায়। এইটা মূলতো একটা Software এর মাধ্যমে করা হবে। এইটা সেটআপ করা খুব সহ। তো আমরা দেখে নেই কিভাবে এই Software টা সেটআপ করা যায়।
প্রথমে আপনি Software টি Download করুন। Download link এর উপরে ক্লিক করুন। সফটওয়্যার দেওয়া আছে।
Software টির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে Extract করুন। তারপরে তিনটা ফাইল দেখতে পারবেন ওর থেকে আপনি প্রথম টার উপরে মানে যেটার ACTIVATOR.EXE লেখা আছে ঐটার উপরে ডাবোল ক্লিক করে ওপেন করুন। তারপরে Launch Windows Activator এর উপরে ক্লিক করুন দেখবেন আপনি ইনস্টল করতে বলছে আপনি ইনস্টল এর উপরে ক্লিক করুন ওকে ক্লিক করুন। কমপিউটার অটোমেটিক রিস্টাট নিবে।
আপনার ডেস্কটপ থেকে কমপিউটার আইকন এর উপরে মাউসের রাইট বাটন এ ক্লিক করুন। Properties এর উপরে ক্লিক করুন। দেখুন আপনার Windows Activate হয়েগেছে। আর কি এখন অরামে Windows ব্যবহার করুন।
আশা করি আমার টিউনটা আপনাদের ভালো লাগবে। কষ্ট করে পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
আপনাদের জন্য আরও কিছু টিউন
ব্লক করুন unwanted কল,Sms,সহজে Calls Blacklist Pro দিয়ে। Best Call Block App [LATEST]
টরেন্ট ফাইল ডাউনলোড করুন আপনার ANDROID দিয়ে সহজে। বেস্ট টরেন্ট DOWNLOADER BitTorrent® Pro [Latest]
ডিএসএলআর ক্যামেরার স্বাদ নিন গুগলের নতুন “ Android M ” ক্যামেরা অ্যাপ ব্যবহার করে। [DsLR+Candy]
এবারে নিয়ে নিন Mustofa Game Full VerSion…. কম্পিউটারের জন্য মাত্র ১২ এম্বি
আমি আসিফ রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 133 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo download link den