নষ্ট হয়ে যাওয়া CD, DVD থেকে ফাইল পুনরুদ্ধার করুন।

আজ আমি যে সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব তার নাম CD Recovery । এ সফটওয়্যার দিয়ে

ক্ষতিগ্রস্থ CD, DVD, HD DVD, Blu-Ray ইত্যাদি থেকে ফাইল পুনরুদ্ধার করা যায় ।

মাত্র  647 kb এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি নষ্ট হয়ে যাওয়া ,আচর পড়া,দাগ পড়া  CD, DVD,

HD DVD, Blu-Ray ইত্যাদি থেকে ফাইল পুনরুদ্ধার করা যায় ।

এই সফটওয়্যারটি CD এবং DVD পরীক্ষা  করে ফাইল খুজে বের করে  এবং ফোল্ডারের অবস্থান নির্দেশ করে

। এই সফটওয়্যাটি সব ধরনের ফাইল পুনরুদ্ধার করতে পারে না কারন ক্ষতির পরিমানের উপর নির্ভর করে

ফাইলটি পুনরুদ্ধার করা হয়ে থাকে ।

এই সফটওয়্যারটি CD এবং DVD পরীক্ষা করে সর্বাপেক্ষা অধিক সংখ্যা বা পরিমান তথ্য সংগ্রহ করে থাকে ।

আপনাকে সকল ফাইলের তালিকা দেখাবে যে সকল ফাইল পুনরুদ্ধার করা যাবে । ফাইলের তালিকা থেকে

আপনার ইচ্ছামত ফাইল নির্বাচন  করে ফাইল পুনরুদ্ধার করুন ।

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে

http://www.ziddu.com/download/11868071/CDRecoveryToolboxFreeSetup.exe.html

Level 0

আমি Jalal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি একটি dvd তে কিছু picture nero দিয়ে ডাটা হিসেবে রাইট করেছিলাম।কিন্তু কিছু ছবি ওপেন করতে গেলে pc হ্যঙ্ক করে(ওপেন হয় না)।এই soft দিয়ে কি সেগুলো রিকভার করতে পারব?

Level 0

onek valo tune.arokom chai