এবার থেকে নোটপ্যাডের দিন শেষ, যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে রাখতে পারেন না, নোটপ্যাডে সেভ করে রাখেন, তাঁরা আইডি পাসওয়ার্ড (KeePass)এ সংরক্ষন করে রাখুন আরও ভাল ভাবে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, আমার প্রিয় ভায়েরা এবং বোনেরা ক্যামন আছেন আপনারা ? মনে হয় ভাল আছেন, কারন ভাল না থাকলে সময় নষ্ট করে কি আর আমার টিউন পড়বেন। তবে যাই বলুন আমি ভাল না থাকলে ও বলি ভাল আছি।

যাই বেশী বগ বগ না করে আসল কথাই ৮০। আমাদের মধ্যে অনেকেই আছি যারা অনলাইনের বিভিন্ন আইডি পাসওয়ার্ড সব মনে রাখতে পারি না, (বিশেষ করে আমি) তাই মনে রাখার জন্য নোটপ্যাডে সেভ করে রাখি। কিন্তু এতে লাভ কি ? কারন কেউ যদি আমার পিসি ব্যবহার করে তাহলে তো সবকেল্লা ফতে। তাই আজ থেকে নোট প্যাডের দিন শেষ, এখন থেকে যেকোনো আইডি পাসওয়ার্ড সেভ করে রাখুন "KeePass" একটি ছোট্ট সফটওয়্যারে।

 

তাহলে চলুন আগে দেখে নেই এই সফটওয়্যার এর সুবিধা গুলিঃ

অ্যাড

  • এই সফটওয়্যারটিতে আপনি গ্রুপ করে রাখতে পারবেন।
  • টাইটেল দিয়ে রাখতে পারবেন।
  • এবার আলাদা করে ইউজার আইডি দিতে পারবেন।
  • তারপর পাসওয়ার্ড লিখে রাখতে পারবেন।
  • এবার আপনি যে লিংকের পাসওয়ার্ড দিবেন সেই লিংক ও সেভ করে রাখতে পারবেন।
  • মনে রখার জন্য আলাদা করে নোট ও করে রাখতে পারবেন।
  • সম্পূর্ণ ডাটাভেজ এর মতো। 
  • শুধু এই সফটওয়্যাের পাসওয়ার্ড টা একটু কষ্ট করে মনে রাখতে হবে, যেটা আপনি দিবেন।

তাহলে আর দেরি কেন ? নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিনঃ 

KeePass-2.30-setup.exe letestVersion

এরকম আরও নতুন নতুন সফটওয়্যার পেতে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ 

লাইফ ইজ টেকনোলজি

লাইফ

নিচে আমার কিছু পূর্বের টিউনের লিংক দিয়ে দিলাম, দেখে নিবেন যদি কাজে লেগে যাইঃ

 

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস