আসসালামু আলাইকুম, আমার প্রিয় ভায়েরা এবং বোনেরা ক্যামন আছেন আপনারা ? মনে হয় ভাল আছেন, কারন ভাল না থাকলে সময় নষ্ট করে কি আর আমার টিউন পড়বেন। তবে যাই বলুন আমি ভাল না থাকলে ও বলি ভাল আছি।
যাই বেশী বগ বগ না করে আসল কথাই ৮০। আমাদের মধ্যে অনেকেই আছি যারা অনলাইনের বিভিন্ন আইডি পাসওয়ার্ড সব মনে রাখতে পারি না, (বিশেষ করে আমি) তাই মনে রাখার জন্য নোটপ্যাডে সেভ করে রাখি। কিন্তু এতে লাভ কি ? কারন কেউ যদি আমার পিসি ব্যবহার করে তাহলে তো সবকেল্লা ফতে। তাই আজ থেকে নোট প্যাডের দিন শেষ, এখন থেকে যেকোনো আইডি পাসওয়ার্ড সেভ করে রাখুন "KeePass" একটি ছোট্ট সফটওয়্যারে।
KeePass-2.30-setup.exe letestVersion
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
KeePass Password Safe
http://bdupload.net/m15uyzgrtf44