কেমন আছেন আপনারা সবাই?
অনেক দিন পর টিটি তে টিউন করতে বসলাম।এক প্রকার চাপা কষ্ট নিয়ে টিটি থেকে সরে পড়েছিলাম।আমার ঘন ঘন টিউন এর কারনে নাকি আপনাদের অনেক টিউন ২য় পেজে চলে যায়।তাই আর টিউন করি নাই। আজ অনেক দিন পর যখন দেখলাম টিটি তে অনেক নতুন সদস্য এসেছেন তাই তাদের কে আর আমি আমার কাছ থেকে দূরে রাখতে পারলাম না।এখন আসি কাজের কথায়।
আজ আমি আপনাদের control panel এর নাম ও আইকন পরিবর্তন করা শিখাব কোন সফটওয়্যার ছাড়াই।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম এ কিছু ফোল্ডার এর নাম ও আইকন সাধারন অবস্থায় নির্দিষ্ট থাকে।
যেমন --control panel ,recyle bin ইত্যাদি । তবে এসব ও পরিবর্তন করা যায় । আমি আপনাদের আজ শিখাব control panel এর নাম ও আইকন পরিবর্তন করতে হয় কিভাবে।
প্রথমে স্টার্ট থেকে run এ যান এবং লিখুন regedit
এরপর পর্যায়ক্রমে ক্লিক করুন
HKEY_CLASSES_ ROOT
CLSID এরপরে পাশ থেকে নিচের code টা তে ক্লিক করুন ।
{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
এরপর ডান দিকে default এ ক্লিক করলে আপনার কাছে নাম চাইবে ।আপনি এখানে আপনার নাম লিখুন । ok করুন
আবার {21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} তে ফিরে গিয়ে ডাবল ক্লিক করুন ।দেখতে পাবেন default icon ( ডান দিকে)
default icon এ ডাবল ক্লিক করুন ।এবার আপনার কাঙ্ক্ষিত icon path দিন
ok করুন ।হয়ে গেল আপনার control panel এর আইকন ও নাম পরিবর্তন
এবার আপনার কম্পিউটার এর ডেক্সটপ এ থাকা My Computer, My document,Recyle bin ইত্যাদি rename করতে চাইলে এই সফটওয়্যার টি ডাউনলোড করে অপেন করুন
কেমন লাগলো জানাবেন।
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
জটিল জিনিস শেয়ার করলেন রুমেল ভাই
অসংখ ধন্যবাদ