রেজিষ্ট্রি এডিট নিয়ে কিছু টিপস।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে কিছু রেজিষ্ট্রি এডিটের টিপস শেয়ার করব।আশা করি আপনাদের সবাইর ভালো লাগবে।

***********************প্রথমত***********************

আপনার কম্পিউটারের শাটডাউট টাইম কমিয়ে ফেলুন রেজিষ্ট্রি এডিটের মাধ্যমে

১. প্রথমে স্টার্ট গিয়ে রান এ ক্লিক করুন।

২. রান এ  regedit লিখে এন্টার দিন।

৩. এবার নিচের লোকেশনে যান:

Hkey_Current_User\Control Panel\Desktop

৪. ডেক্সটপে ক্লিক করার পর ডান পাশে দেখুন  WaitToKillAppTimeout নামে একটি ভ্যালু আছে। তাতে ডাবল ক্লিক করুন। এবার দেখুন এর ডিফল্ট ভ্যালূ দেওয়া আছে ২০০০০। এবার ভ্যালুর স্থানে ২০০০০ কেটে ৩৫০০ লিখে দিন।

৫. এবার আপনি রেজিষ্ট্রি এডিট হতে বেড়িয়ে আসুন। এবং আপনার কম্পিউটার একবার রিস্টার্ট দিন।

৬. এরপর আপনার কম্পিউটারটি এবার বন্ধ করুন। এবার দেখুন বন্ধ হতে আগের চেয়ে একটু  সময় কম লাগছে।

**********ধন্যবাদ।************

************************দ্বিতীয়ত************************

এক্সপি অপারেটিং সিস্টেমের কম্পিউটারের "Turn Off Computer" ডিসেবল করেদিন

১. প্রথমে স্টার্ট গিয়ে রান এ ক্লিক করুন।

২. রান এ  regedit লিখে এন্টার দিন।

৩. এবার নিচের লোকেশনে যান:

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

৪. এক্সপ্লোরারে ক্লিক করার পর ডান পাশে রাইন ক্লিক করে একটি নতুন DWORD value তৈরি করুন NoClose নামে।

৫. এরপর NoClose এ ডাবল ক্লিক করে value data এর ঘরে ১ লিখে দিয়ে ওকে করে আসুন।

৬. এবার আপনি আপনার রেজিস্ট্রি এডিটরটি বন্ধ করে আসুন। এবং তারপর আপনার কম্পিউটার টি রিস্টার্ট দিন। এবার বন্ধ করার সময় দেখুন যে আপনার  "Turn Off Computer" বাটনটি দেখা যাচ্ছে না।

বি: দ্র: উক্ত কাজ করার পর যদি আপনি আমার"Turn Off Computer" বাটনটি আবার ফিরে আনতে চান তাহলে ৩ নম্বরে দেয়া লোকেশনে গিয়ে আপনি NoClose DWORD ভ্যালুটি আপনি ডিলেট করে ফেলুন। এবং আপনার কম্পিউটারটি আবার রিস্টার্ট দিন। দেখুন সব ঠিক হয়ে গেছে।

**********ধন্যবাদ।************

আশা করি আজকের টিউনটি আপনাদের ভালো লাগলো। আপনাদের ভালো লাগা না লাগা আবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।

বি: দ্র: উক্ত রেজিষ্ট্রি এডিটের ট্রিকস গুলো খুবই সাবধানে প্রয়োগ করবেন। কারন একটু ভুলের জন্য আপনার সিস্টেমের সমস্যা হতে পারে।

ছবি না দেওয়ার জন্য অত্যন্ত দু:খিত। সময় সল্পতার কারনে ছবি দিতে পারি নি। এই টিউনটি বার্সোলোনার খেলা দেখার পাশাপশি করলাম তো তাই একটু সময় কম পেয়েছি।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান সাথে আছি, ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য।

Level 0

Md Rakibul Hassan ভাই, ধন্যবাদ টিউনের জন্য,,,,,,,,,,,,,,,,

Level 0

ধন্যবাদ টিউনের জন্য

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য 😛 😛 😛