নিয়ে নিন বিভিন্ন মোবাইল অপারেটরের ইমারজেন্সি ব্যাল্যান্স নেওয়ার কোড

আমাদের নানান সময়ে মোবাইলে কারো সাথে প্রয়োজনীয় কথা বলার থাকলে দেখা যায় মোবাইলে ব্যালান্স নেই। আর যদি তা এমন জায়গায় হয় যেখান থেকে মোবাইল রিচারজ করা প্রায় অসম্ভব তাহলে ত কোন কথাই নেই। পরতে হয় বিশাল সমস্যায়। আর এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে মোবাইল অপারেটর গুলো আমাদের দিচ্ছে ইমারজেন্সি ব্যালান্স। দেখে নিন কোন অপারেটর কত টাকা ইমারজেন্সি দেয় আর তা কিভাবে নিতে হয়।

 


গ্রামীনফোনঃ

গ্রামীনফোনে আপনি ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যাল্যান্স নিতে পারবেন।

ইমারজেন্সি ব্যাল্যান্স নিতে ডায়াল করুন *১০১০*১# নাম্বারে

ইমারজেন্সি ব্যাল্যান্স দেখতে ডায়াল করুন *৫৬৬*২৮# নাম্বারে

এছাড়াও আপনি ১০ এমবি ইমারজেন্সি ইন্টারনেট ডাটা নিতে পারবেন।

ইমারজেন্সি ডাটা নিতে ডায়াল করুন *১০১০*২# নাম্বারে

ইমারজেন্সি ডাটা দেখতে ডায়াল করুন *৫৬৬*১০# নাম্বারে

 

বাংলালিংকঃ
বাংলালিংক গ্রাহকরা ১০ টাকা ইমারজেন্সি ব্যাল্যান্স নিতে পারবেন তবে বাংলালিংক প্রিয়জন প্লাটিনাম গ্রাহকরা ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যাল্যান্স নিতে পারবেন।
ইমারজেন্সি ব্যাল্যান্স নিতে ডায়াল করুন *৮৭৪# নাম্বারে
রবিঃ
আপনি যদি রবি গ্রাহক হয়ে থাকেন তবে আপনি সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যাল্যান্স নিতে পারবেন।
ইমারজেন্সি ব্যাল্যান্স নিতে প্রথমে *৮৮১১*১# নাম্বারে ডায়াল করে রেজিস্ট্রেশন করতে হবে।
আর *৮৮১১*২# নাম্বারে ডায়াল করে আপনি এই প্রোগ্রামটি বাতিল করতে পারবেন।

এয়ারটেলঃ

এয়ারটেল গ্রাহকরা ৫ থেকে ১০ টাকা ইমারজেন্সি ব্যাল্যান্স নিতে পারবেন। এছাড়াও তারা ইমারজেন্সি এসএমএস নিতে পারবেন এবং ৩০ এমবি অথবা ৫০ এমবি ইমারজেন্সি ইন্টারনেট ডাটাও ধার নিতে পারবেন।

এজন্য গ্রাহককে *১৪১*১০# নাম্বারে ডায়াল করতে হবে।

 

টিউনটি প্রথম প্রকাশিত এখানে

আমার ব্লগ সুলভবিডি তে ঘুরে আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।

Level 0

আমি শাহরিয়ার আহমেদ সুলভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশুনা আর নিজস্ব ব্লগ নিয়ে ব্যস্ত থাকি। ইচ্ছা আছে বড় কিছু করার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস