লেখকঃ আব্দুলাহ আল ফারুক ও অন্যান্য
ফাইল সাইজঃ ৪.৪১ এমবি
ফরম্যাটঃ পিডিএফ
পৃষ্ঠা সংখ্যাঃ ১২৮/১৭/৩৬
টেক্স ফরম্যাটঃ ইউনিকোড
বইয়ের সংখ্যাঃ ৩ টিDownload link
এইচটিএমল ডকুমেন্টের যেকোন এলিমেন্টকে স্টাইলিং বা একটা রুপ দিতে সিএসএস ব্যবহার হয়। একটা প্যারাগ্রাফ (<p></p>) বা হেডিং (<h1></h1>) বা যেকোন এলিমেন্ট কে ধরুন রং করতে চান, ফন্ট বড় ছোট করতে হবে, অবস্থান এক দিক থেকে অন্যদিকে নিতে হবে, ব্যাকগ্রাউন্ড রং বদলাতে হবে এরুপ শত ধরনের স্টাইল পরিবর্তন সিএসএস দিয়ে করা হয়। বিশেষ করে লেআউট তৈরীর জন্য সিএসএস সবচেয়ে বেশি জরুরি।
বর্তমানে সিএসএস ৩ চলে এসেছে (এখনও কাজ চলছে)। এর আগের ভার্সন হল সিএসএস ২.১। তবে সিএসএস ৩ এখন অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে এবং CSS 3 ব্যবহার দিন দিন বেড়েই চলছে।
CSS - Cascading Style Sheets
এইচটিএমএল এলিমেন্টের বিপরীতে সিএসএস রুল লেখা হয়। ওয়েবকোচবিডিতে সিএসএস এর মৌলিক বিষয়াদি থেকে শুরু করে সিএসএস ৩ এরও প্রয়োজনীয়গুলি নিয়ে 3 টি বই দেয়া হবে।
যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে এখানে ক্লিক করুন।
বই ডাউনলোড করতে সমস্যা হলে এই ভিডিও টিউটোরিয়েল টি দেখতে পারেন।
ইবুক সম্পর্কে নতুন আপডেট পেতেবাংলা ইবুক ফ্যান পেজে যোগ দিতে পারেন। নতুন বই পাওয়া মাত্র এখানে আপডেট দেয়া হয়।
গুগল প্লাসে ও আমাকে ফলো করকে পারেন এখান থেকে।
ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন। বেশি করে বই পড়ুন আর জ্ঞানের পরিধিকে প্রসারিত করুন।
আমি আবু সুফিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।