সরাসরি কন্টোল প্যানেল সহ ডোমেইন কিনুন নিজে নিজেই। কারও কাছে জিম্মি হতে হবে না এবং আয় ও করুন

আসসালামো আলাইকুম। এটা আমার প্রথম টিউন তাই সবাই  ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমারা যারা ইন্টারনেট এর সাথে জড়িত তারা সবাই ডোমেইন সম্পর্কে কমবেশি জানি। নিজের বা কম্পানির জন্য ওয়েবসাইট করার সময় ডোমেইন কিনতে হয় জন্য। আর এই ডোমেইন কিনতে গেলে অনেকে বিপাকে পড়ে।

কারও মাধ্যমে ডোমেইন কিনলে তার কাছে জিম্মি হয়ে থাকতে হয়। কন্টোল প্যানেল দিতে চায় না। আবার নিজে নিজে কিনতে গেলে পেমন্টে মেথড পেপ্যাল এর কারনে অনেকে কিনতে পারে না।

আজ আমি এমন একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো যেটার পেমেন্ট মেথড পেজ্যা সহ 15 টির অধিক পেমেন্ট মেথড সাপোর্ট

করে এবং সাথে সাথে ডোমেইন অ্যাক্টিভ হয়।

ডোমেইন কিনার লিংক

এরা আপনাকে কন্টোল প্যানেল সহ সকল সুযোগ সুবিধা দিবে। আপনি ডোমেইন রেজিস্টেশন করে নেম সার্ভার পাল্টাতে পারবেন সাথে সাথে।

প্রতি বছর আপনি নিজে নিজে রেনুউ করতে পারবেন। কারও কাছে থেকে ডোমেইন নিয়ে রিস্ক থাকার চাইতে নিজে নিজে কিনুন।

আর একটা সুবিধা পাবেন এখানে।

 

আপনি এর মাধ্যমে অ্যাফিলিয়েট করতে পারবেন। অ্যাফিলিয়েট এ ক্লিক করার পর 10ডলার বোনাস পাবেন যা দিয়ে ডোমেইন কিনাসহ টাকা তুলতে পারবেন যেকোন পেমেন্ট মেথড থেকে। এবং আপনাকে একটা রেফারেল আইডি দিবে যা থেকে কেউ সাইনআপ করে ডোমেইন কিনলে আপনি ও বোনাস পাবেন।

ডোমেইন কিনার লিংক  

এক  ডিলে ৩ পাখি মারার মত। আপনার অজান্তে ইনকাম ও হবে। ডোমেইন ও কিনতে পারবেন কন্টোল প্যানেল সহ।

কোন সমস্যা হলে জানাবেন : https://www.facebook.com/anowarzol

My Personal Site :  anowar-hossain.com

 

ভালো থাকবেন আর আত্নবিশ্বাস নিয়ে অনলাইনে কাজ করুন।

আল্লাহ হাফেজ

Level 1

আমি মো আনোয়ার হোসেন। , Promotion BD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

very very nice, educative and earning tune, thanks bro — I want work.