আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি।
আমি সব সময় চেস্টা করি সবাইকে ভাল কিছু দেবার।তেমনি আজকেও নিয়ে আসলাম বিখ্যাত কুখ্যাত শর্টকাট ভাইরাস থেকে মুক্তির উপায়।
★ বিখ্যাত-কুখ্যাত শর্টকাট ভাইরাস ★ এমন কোন এন্টিভাইরাস আমার দেখা মতে পাইনাই,
যে এটা পেনড্রাইভের শর্টকাট হওয়া ফাইল রিকভার করে দিতে পারে!
সেটা যত টাকা দিয়ে কেনা ক্যাস্পারস্কি বা হোক না কেন!
তবে আমাকে ফাকি দিবার পারে নাই, সো কাজ হবে ১০০% গ্যারান্টি!
আর এখন পর্যন্ত এরচে সহজভাবে পারবেন না কোনভাবেই! যাদের লেখাটা পুরোটা পড়ার সময় নাই তারা শুধু সফটওয়্যার ডাউনলোড করলেই কাজ হবে না! আর যারা এই সমস্যায় কখনো পড়েননি তারা অযথা কথা বলবেন না প্লীজ! শুরু করার আগে ভাইরাস এবং এন্টিভাইরাস সম্পর্কে কিছু ধারনা দিতে চেস্টা করি! ভাইরাসটা আসে কিভাবে? যদি কেউ পিসিতে নেট ইউজ করে এবং তার এন্টিভাইরাস আপডেট না থাকে বা এন্টিভাইরাসটি যদি ইন্ সিকুরিটি না হয়, কারন ফ্রি এন্টিভাইরাসগুলো ইন্টারনেট প্রোটেকশন দেয় না! ভাইরাসটা ছড়ায় কিভাবে? ধরেন তার কম্পিউটারে ডুকল, এখন আপনি নেট চালান না তাও আপনার পিসিতে আসতে পারে পেনড্রাইভ দিয়ে, যদি আপনারও কোন আপডেট এন্টিভাইরাস না থাকে! আসলে অনেকের ধারনা টাকা দিয়ে এন্টিভাইরাস কিনলেই আমি ফুল সিকিউরড! এটা একদমই ভুল! আপনাকে এন্টিভাইরাস কিনে আপডেট করতে হবে অবশ্যই। আর আপডেট কতদিন পরপর করবেন? আসলে এটা প্রতিদিন করতে হয়! কারন ধরেন আপনি গতকাল আপডেট করেছেন সো আজকে যদি কোন ভাইরাস আবিস্কৃত হয় এবং সেটা অন্য কারো পিসি থেকে পেনড্রাইভ থেকে আপনার পিসিতে আসে আপনার এন্টিভাইরাস সেটা ধরতে পারবে না! সো এরপর আর কেউ অভিযোগ করবেন না যে আমি এন্টিভাইরাস কিনে ইউজ করি কিন্তু সেটা ভাইরাস ধরতে পারে না! মনে হয় এন্টিভাইরাস এবং এর আপডেটের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আমি! এখন আসি শর্টকাট ভাইরাস সম্পর্কে! এটা এমন একটা ভাইরাস যেটা আসলে আপনার পেনড্রাইভের ফাইলগুলো সিস্টেম হাইড করে দেয়, সো আপনি নরমাল হাইডেও পাবেন না! এবং এটাকে কোন এন্টিভাইরাস আপনার পিসি থেকে পুরোপুরি রিমুভ করতে পারে না! সেটা টাকা দিয়ে কেনা ক্যাস্পারস্ হোক আর এভাস্টই! এটার দুটো রুপ আছে। >>প্রথমটা হল শুধু পেনড্রাইভের ফাইলগুলো শর্টকাট হয়ে যায়, এন্টিভাইরাসগুলো শর্টকাট ডিলিট করতে পারে কিন্তু ফাইলগুলো পাবেন না! উইন্ডোজ সেটাপ দিয়ে এটা অনেকেই ঠিক করতে পারেন কিন্তু >>দ্বিতীয়টা হল আপনার পেনড্রাইভ তো বটেই আপনার হার্ডডিস্কের প্রতি ড্রাইভে ড্রাইভে ফোল্ডারগুল হয়ে যায়, ডিলিট করা যায় কিন্তু রিস্টার্ট দিলে আবার চলে আসে, কোন এন্টিভাইরাস দিয়েই ঠিক হয়না, এমনকি নতুন উইন্ডোজ সেটাপ দিয়েও ঠিক হয়না! আমার কাছে দুটোরই সমাধান আছে, আমি Avast_Internet_Security চালাই সাথে Smad_USB_Security এখানে এভাস্ট হচ্ছে আমার ফুল পিসি ইন্টারনেট সিকিউরিটি আর স্ম্যাড হল শুধু ইউএসবির জন্য, এটা দিয়েই আমি শর্টকাট ডিটেক্ট, ডিলিট এবং ফাইলগুলো ফিরে পাই। অনেকেই বলে কাজ করেনা, ডিলিট করে ফিক্স করলেও আবার চলে আসে; করবেও না যদি আপনার পিসিতে আগে থেকেই শর্টকাট ভাইরাস থাকে, আর যদি আপডেট না করেন ভাইরাস ডুকবেই এটা আমার বা এন্টিভাইরাস এর ফল্ট না! তাহলে বলে দেই
কিভাবে পিসি থেকে ভাইরাসটা র করবেন এবং স্ম্যাড দিয়ে যে কারো পেনড্রাইভের শর্টকাট ফিক্স করবেন! >>>প্রথম সমস্যার সমাধান যাদের শুধু পেনড্রাইভের ফাইলগুলো শর্টকাট হয়ে যায়ঃ আমার দেওয়া Unlocker সফটওয়্যারটি ইন্সটল দিন, এবার C Drive এ ডুকে Windows ফোল্ডারে যান তারপর System32 তে ডুকে wscript ফাইলটি খুজে বের করুন। এবার ফাইলটি সিলেক্ট করে রাইট ক্লিক তারপর Unlocker এ ক্লিক করুন, এখন No action এর জায়গায় Delete দিয়ে Ok দিন! >>>দ্বিতীয় সমস্যার সমাধান যাদের পেনড্রাইভের সাথে পিসির সব ফোল্ডারেও শর্টকাট আছেঃ উপরের কাজটা করে তারপর Ctrl+Shift+Esc চেপে Task Manager আনুন এবং Process ট্যাব থেকে AutoIt3 খুজে বের করে End Task দিয়ে বের হোন। এখন Control Panel এ গিয়ে Folder Options এ ক্লিক করুন, এবার View ট্যাব থেকে Show Hidden Files এ টিক ও Hide Protected Operating System Files এর টিক উঠিয়ে দিয়ে Ok দিয়ে বের হন। এবার C Drive এ যান এবং Google ও Skypee নামের হাইড করা ফোন্ডারগুলো ডিলিট করুন আর আপনার হার্ডডিস্কের বাকি Drive গুলো থেকেও Skypee নামের হাইড করা ফোল্ডারগুলো খুজে বের করে ডিলিট করুন। এখন আপনার পিসি ভাইরাস মুক্ত হল। এবার ফোল্ডারের ভিতরে ভিতরে যে শর্টকাট গুলো ছিল তা একবারে ডিলিট করার জন্য C Drive বাদে বাকি Drive গুলোতে ডুকে উপরে Search দিবেন Lnk দিয়ে আর রেজাল্টে যা আসবে সব সিলেক্ট করে একবারে ডিলিট করে দিন! আরেকটা ছোট্ট কাজ করতে হবে, Start Menu তে গিয়ে All Programs থেকে Startup খুজে বের করুন এবং GoogleUpdate, WindowsUpdate, AntiWormUpdate, AntiUsbWorm এইগুলা ডিলিট করুন, না পেলে সবচে ভালো হয় CCleaner দিয়ে ডিলিট করলে, ইন্সটল করে Tools এ গিয়ে Startup থেকে উপরের ফাইলগুলো যতবার আছে ডিলিট করেন সব। আসলে এইটা যে বানাইসে সে যে কত চালাক বলে বুঝানো যাবে না! তবে আমি এক ডিগ্রী বেশী! ব্যাস কাজ শেষ, এবার Avast এন্টিভাইরাস বা আপনাদের পছন্দমত যে কোন এন্টিভাইরাস ইউজ করতে পারেন তবে সাথে Smad ইউএসবি এন্টিভাইরাসটি ইন্সটল দিবেন যাতে অন্য পিসি থেকে পেনড্রাইভে আসা শর্টক ভাইরাস মনের আনন্দে ফিক্স করে ফাইলগুলো ফিরিয়ে দিতে পার
কারন আমার দেখা মতে স্ম্যাডই একমাত্র ইউএসবি এন্টিভাইরাস যা শর্টকাট হওয়া ফাইলগুলো পুনরায় ফিরিয়ে দিতে পারে! সবগুলো লেখা ভালো করে পরবেন, আর ছবির মতো কাজ করবেন। তাও না বুঝতে পারলে টিউমেন্ট করুন।
Unlocker 1.9.2 Download
Smadav 10.4 pro + Serial Download
CCleaner 5.12.5 All Edition Download
আমি লিটন খান। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।