সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আজ আপনাদের জন্য নিয়ে এলাম পুরাতন এক টিউন নতুন করে।আশা করি সকলের ভালো লাগবে।
কেমন হয় যদি কম্পিউটারে পেন্ড্রাইব লাগানোর সাথে সাথেই বলে USB পাইছি বস।কেমন হবে Pendrive খুললেই বলবে Pendrive খুলে ফেললেন বস,কোন কিছু ডিলিট করলেই বলবে;আমাকে ডিলিট করলেন বস।
কি এগুলো স্বপ্ন মনে হচ্ছে,তবে আজ আপনার স্বপ্ন করে দিবো সত্যি।এবার PenDrive লাগানোর সাথে সাথেই আপনাকে বস বলবে আপনার কম্পিউটার।
তবে আগেই বলেছি এটি অনেক আগের টিউন আমি নতুন করে নিয়ে এসেছি,এই টিউনের নতুনত্ব হলো এবার কোন এপের ব্যবহার ছাড়াই আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন।
অনেকের কাছে এপ অনেক ঝামেলার হতে পারে,তাই এপের ঝামেলায় না গিয়ে আমার এই টিউন অনুসরণ করুন।
এখন কথা হলো কীভাবে এই সুবিধা এপ ছাড়াই ভোগ করবোঃ
প্রথমে নিচ থেকে নিচের লিঙ্কে দেয়া থিম প্যাক টি ডাউনলোড করেন,তারপর থিম প্যাক টিতে ডাবল ক্লিক করুন,আপনার সকল কাজ শেষ,এবার টেস্ট করার পালা,পেন্ড্রাইব ঢুকিয়ে কিংবা কোন ফাইল ডিলিট করেই দেখুন,কি চমকে গেলেন??
দেখলেন তো কত সহজেই এপ ছাড়া এই ফিচার ভোগ করা যায়,এখন থেকে আপনার পিসি আপনাকে বস বলে সম্ভোধন করবে।
ডাউনলোড লিঙ্কঃ
Link - এ ক্লিক করে "Download Now" এর নিচের টিক মার্ক টি উঠিয়ে "Download Now" এ ক্লিক করুন,ডাউনলোড শুরু হয়ে যাবে।ধন্যবাদ।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...