এবার আপনার এন্ড্রইড মোবাইল এর মতো পিসিতে এক ক্লিক করে র‍্যাম প্রসেসর হিস্টরি সব এক সাথে ক্লিন করুন, এবং আগের মত ফাস্ট করে ফেলুন। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, জানি ভাল আছেন, আর ভাল থাকেন সেটা চাই, আমি ও আপনাদের দোয়াতে ভাল আছি। এবার চলুন আমরা মূল বিষয়ে যাই।

বিভিন্ন কারনে আমাদের পিসি স্লো হয়ে যাই, এবং এর জন্য আমরা কত না সফটওয়্যার ব্যবহার করে থাকি, হিস্টরি ক্লিন করার জন্য আলাদা সফটওয়্যার, র‍্যাম এর গতি বাড়ানোর জন্য আলাদা সফটওয়্যার, এরকম করে এক এক কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করে থাকি পিসি কে সচ্ছল রাখার জন্য।

ঠিক এরকমই একটি সফটওয়্যার নিয়ে আজ আপনাদের কাসে হাজির হলাম, যেটা আপনার এই পর্যন্ত পিসি জগতে সব সফটওয়্যার থেকে ভিন্ন, যা নাকি হুবাহু এন্ড্রইড ক্লিনার এর মতো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সেই সফটওয়্যার টি এবং এর কাজ গুলা একটু দেখি।

প্রথমে আপনি চাইলে এখান থেকে এপটি নামিয়ে নিতেন পারেনঃ GenieCleaner_Setup.exe

এবার সফটওয়্যারটি ইন্সটল করুন, তারপর দেখবেন আপনার ডেস্কটপের উপরে এন্দ্রইড মোবাইলের মতো এরকম চালু হয়ে থাকবে।

১. যার উপরে আপনি মাউস নিলে মোবাইল এর মতো রকেট উরে যাবে।

২. আর যদি ওই গোলটার উপরে ক্লিক করেন তাহলে আপনার র‍্যাম ক্লিন হবে, এবং কত % হয়েছে সেটা ও দেখাবে।

৩. আর যদি আপনি ওই গোলাটার উপ্রে রাইট মাউস ক্লিক করে ওপেন ক্লিনারে কিল্ক করেন তাহলে নিচের ফটোর মতো ওপেন হবে। এবং এখানে ২ টা অফশন পাবেন, ১.Clean ২.Turbo Bosst।

৪. প্রথম অফশন ক্লিন থাকে, এবার আপনি যদি "Quick Scan" এ ক্লিক করেন তাহলে এরকম দেখতে পারবেন।

৫. এবার আপনার স্ক্যান হয়ে গেলে এরকম দেখাবে।

৬. এবার আপনি যদি "Clean Now" তে ক্লিক করেন তাহলে এরকম দেখতে পারবেন।

৭. ক্লিন হয়ে গেলে তারপর এরকম দেখাবে, ব্যাস এবার ওকে তে ক্লিক করুন।

৮. তারপর আবার সেই আগের জাইগাই চলে আসবে।

৯. এবার আপনি যদি "Turbo Boost" এ ক্লিক করে তাহলে এরকম আসবে।

১০. এবার এখানে আপনি "Quick Scan" ক্লিক করলে এরকম দেখাবে।

১১. স্ক্যান হয়ে গেলে তখন দেখতে পারবেন যে, আপনার কোন এপ কত এম বি র‍্যাম এর থেকে খেয়ে বসে আছে।

১২. তখন আপনি যেটা থেকে ক্লিন করতে চান, সেই এপটি তে টিক দিন।

১৩. এবার আপনি "Turbo Boost"এ ক্লিক করলে দেখবেন ওই এপ থেকে র‍্যাম এর জাগা আবার র‍্যামে ফিরে গেছে।

১৪. আর যদি আপনার জাঙ্ক ফাইল বেশী হয়ে গেলে অটোম্যাটিক আপনাকে দেখাবে ডেক্সটপ এর ডান পাশে। 

ব্যাস কাজ শেষ, আসা করি সবাই কে ভাল করে বুঝাতে পেরেছি, তাহলে এবার আপ্নারাই বলুন এপটি ক্যামন ?

যাই হোক সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, আর একটা কথা এরকম আনকমন সফটওয়্যার পেতে আমার এই লিংকে একটিভ থাকুনঃ লাইফ ইজ টেকনোলজি

নিচে আমার কিছু টিউনের লিংক দিলাম, আপনাদের উপকারের জন্য।

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্রিকেট আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। (ভিডিও সহ)

আমরা টাইগার্সদের মন প্রান ভরে ভালোবাসি। তাদের হাসিতে আমরা হাসি, তাদের দুঃখে আমরা কাদি।

এশিয়া কাপের ফাইনালে মাতে ২ রানের জন্য আমরা হেরে যাই পাকিস্তানের কাছে। সেদিন কেঁদেছিল টাইগার্সরা, কেদেছিলাম আমরা ১৬ কোটি মানুষ।

এখনও সেদিনের ভিডিওটা দেখলে চোখ দিয়ে পানি এসে যায় অটোমেটিক।

বিস্তারিত:
http://www.alistorebd.com/2015/12/blog-post_93.html

না ভাই আপনি পোস্ট করতে চাইলে আমি আপনাকে এডমিন করে দেবো।

মজার বিশ্বয় হচ্ছে এন্ড্রোয়েড মোবাইল থাকলে ব্লগ এ পোস্ট করার জন্য এপ্স পাওয়া যায়। যার ফলে বার বার ব্রাউজার এ ডুকতে হয় না।।

আপনি যদি আমার ব্লগ এ পোস্ট করতে চান তাহলে এই লিংকে যান
http://www.alistorebd.com/p/blog-page_45.html

আর নিয়ম অনুযায়ী কাজ করুন এই লিংক এ গেলে আমার নাম্বার ও দেখতে পাবেন।

আমি টেকটিউনস খুব একটা ভালো বুঝি না তাই আপনার কমেন্ট দেখতে খুব কষ্ট হলো খুজে খুজে বেড় করলাম তো তাই।

তাহলে কি পোস্ট করার জন্য, আপনাকে কল দিতে হবে ?

আপনি যদি পোস্ট করতে চান তাহলে আমাকে কল করুন আমি আপনাকে এডমিন করে দেই।
তারপর থেকে তো আর কল করতে হবে না টিটির মত নিজে নিজে পোস্ট করতে পারবেন।