Clash of Clans এর ক্ল্যান হ্যাক হয়েছে।কি করব?

সবাই আমার সালাম নিবেন।
কেমন আছেন?
সবার সাহায্য দরকার।
যারা Clash Of Clans খেলেন তারা আরো ভাল
বুঝবেন।
আমি গত ১.৫ বছর ধরে একটা ক্ল্যানে আছি,
যা লেভেল ৮ এর ক্ল্যান,
আর ক্ল্যানটা আমার বন্ধুর,
আর ক্লানে সবাই পরিচিত,
নাম- BD warriors Mym
বেশ কিছু দিন আগে Hacker নামে একটা ক্ল্যানে
জয়েন রিকুয়েষ্ট আছে,
আর চোখের পলকে লিডার চেঞ্জ হয়ে
Hacker নামের প্রোফাইলে চলে যায়।
কিন্তু কাউকে কিক কিংবা ডিমোট দেয়নি।
এর মাঝে একবার ঐ হ্যাকার বলছে সে
ইন্দোনিশিয়া থাকে,
তার কাজ ই হ্যাক করে ক্ল্যান বিক্রি করা।
সে নাকি ক্লান বিক্রি করার লোক পেয়ে গেছে
আর যার থাকার থাকতে পারি আর যাদের ইচ্ছা চলে যাওয়ার
ক্ল্যান থেকে বের হয়ে যেতে পারি।
আর আমরা সব কিছু আগের মত করতাছি
কিন্তু লিডার আরেকজন,
তাছাড়া হ্যাকার এর পর আর অনলাইনেও আসে নাহ।
যার জন্য আমরা কথাও বলতে পারতাছি না।
আর আমরা সুপারসেলকে এই বিষয়
জানিয়ে ম্যাসেজ দিছি কিন্তু কোন লাভ হয়নি।
এটা নাকি কখনও সম্ভব নাহ।
এটা হতে পারে নাহ।

আমাদের ময়মনসিংহে
লেভেল ৮ আর মাত্র দুইটা ক্ল্যান।
তার মাঝে আমাদের একটা।
এখন কি করব?
সবাই যদি বলতেন।
আশা করি নিরাশ হব না,
কারণ এর আগে টেকটিউনস এ টিউন করে নিরাশ হয় নাই।

ফেইসবুকে আমি- http://www.facebook.com/sadikM255

সবার সহযোগিতা কামনা করছি।
অবশেষে আবার আমার সালাম নিবেন।

Level 0

আমি সাদিক মাহমুদ সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খূব সাধারণ একজন মানুষ, বলার মত তেমন কোন যোগ্যতা এখনও আমার হয়নি, তবে হাসতে খুব ভালবাসি আর দুষ্টামি পছন্দ করি......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে ভাই সব কিছু পাবেন এই ওয়েবসাইট এ নতুন মোবাইল এর দাম, বাংলা ভিডিও গান, বাংলা মুভি, এন্ড্রোয়েড এপ্স, বাংলা খবর এবং যে কোনো ধরনের টিউন।
শুধু মাত্র
http://www.alistorebd.com
এখুনি ভিজিট করুন।

বাংলাদেশ ডিজিটাল আইটি সলিশন টিম প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। তিন মাস মেয়াদী কোর্সটিতে ওয়েব ডিজাইন, এসইও, ব্লগিং, অ্যাফিলিয়েটেড মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্সের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। বিড করার কৌশল, কাজ পাওয়ার পদ্ধতি, কাজ বায়ারদের অ্যাকাউন্টে আপলোড করা, অর্জিত টাকা দেশে নিয়ে আসা প্রভৃতি বিষয় হাতে-কলমে শেখানো হবে। কোর্স শেষে আউটসোর্সিং কাজের জন্য সহায়তা করা হবে। ফোন :01858-312544.

সত্যি বলতে এখানে কিছুই করার নেই… bd wc ক্ল্যান চুরির পর আমরাও চেষ্টা করেছিলাম…কিন্তু কিছুই হয়নি।

যেহেতু, সুপার সেল টিম কিছু করতে পারবে না বলেছে, সেহতু ফিরে পাওয়ার সম্ভাবনা কম। তবে অনেক সময় পার্সোনাল লস্ট একাউন্ট গুগল গেম আপডেট দিলে ফিরে পেতে শুনেছি।

যেহেতু ক্ল্যানও হ্যাক হতে পারে থিমটি নতুন, সেহেতু আপনারাও গুগল গেম একাউন্টটা রিনেস্টল বা আপডেট করে রাখবেন; নেক্সট সুপারসেল এমন আপডেট অবশ্যই নিয়ে আসবে আশা করা যায়।