১. CTRL+SHIFT+T চেপে আপনি ওপেন করতে পারেন আপনার শেষ ক্লোজ করা ট্যাব।
২. যখন কোন লিঙ্ক নতুন ট্যাব এ অপেন করতে চান- তখন CTRL চেপে ধরুন।
৩. ব্রাউজার কে নোটপ্যাড এ পরিণত করুন-ঃ
>> আমরা উইন্ডোজে স্বয়ংক্রিয়ভাবে নোটপ্যাড সফটয়ার ব্যবহার করি। এ নোটপ্যাড ব্যবহার করে আমরা অনেক কাজ করতে পারি। তবে উইন্ডোজের নোটপ্যাড থেকে "notepad++" নামে আর একটা আছে সেটা অনেক ভাল। তবে কি জন্যে ভাল সেটা নাই বা বললাম! কিন্তু যেকোন ব্রাউজার কে আমরা আজ নোটপ্যাড বানিয়েই ছাড়ব।
এই কোড টি address bar এ পেস্ট করুন- আর দেখুন মজা আর উপভোগ করুন আনলিমিটেড আনন্দ।
data:text/html,%20<html%20contenteditable><Title>Notepad</Title>
৪. google এর আগের ভার্সন দেখুন।
google এর আগের ভার্সনের দেখতে এভাবে লিখুন আর এন্টার দিন।
অসংখ্য ধন্যবাদ । অনেক মজা পাইলাম, ভাই ।