MX Player এর {This audio format(AC3 বা DTS)is not supproted} অডিও সমস্যার চিরস্থায়ী সমাধান, কোন এপ বা সফটওয়ার লাগবে না।

MX Player তো আমরা সবাই ব্যবহার করি। খুব ভালো বললে ভুল হবে কারণ এটি অ্যান্ড্রয়েড ফোনের সেরা প্লেয়ার। যা নিয়ে মনে হয়না কারো মতভেদ থাকতে পারে।

কিন্তু আমার মনে হয় বেশ কিছুদিন ধরে আমার মত অনেকেই একটা সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু কোন সমাধান না পেয়ে আপডেট ভার্সন ব্যবহার না করে ব্যাকডেট ভার্সন ব্যবহার করেন।

MX Player-এ সব ভিডিও সাপোর্ট করে মানে সব ঘোলা এবং ফুল এইচডি। কিন্তু সব ভিডিও চললেও অডিও চলেনা কিছু ফুল এইচডি ভিডিওর। ওপেন করলে লিখা আসে {This audio format(AC3)is not supproted}

১/ এই  লিংক থেকে ডাউনলোড   করুন এবং তা আপনার SD/Memory কার্ডে একটি ফোল্ডারে রাখুন।

এমনটি হয় শুধু মাত্র MX Player আপডেট ভার্সন ব্যবহার করলে। অনেকে এর সমাধান না পেয়ে MX Player ব্যাকডেট ভার্সন ব্যবহার করেন। এটা কোন সমাধান না।

এই সমস্যা দেখা দিয়েছে MX Player ১.৭.৩০ এর পরের সব ভার্সনে। বর্তমানে MX Player ১.৭.৩৮ চলছে। অনেকে ভাবেন এটি MX Player Codec এর সমস্যা। কিন্তু আসলে না।
কথা না বাড়িয়ে চলুন দেখি এর চিরস্থায়ী সমাধানঃ

২/ Screenshot গুলো দেখে MX Player এর Setting এ যান।

৩/ তারপর Decoder এ ঢুকে একদম নিচে আসুন।

৪/ এখন Custom Codec গিয়ে আমার দেয়া জিপ ফাইলটি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারে যান এবং জিপ ফাইলটি সিলেক্ট করে Use default codec এ প্রেস করুন।

৫/ এখন আপনার সামনে আরো একটি মেসেজ দেখাবে এরকম (Restarting application on reload codec) এবং এতে Ok চাপুন৷

কাজ শেষ এবং এখন আপনি যে কোন ভিডিও দেখুন ও কোন সমস্যা ছাড়াই স্পষ্ট শুনুন।

 

তাহলে যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে এখানে ক্লিক করুন

বই ডাউনলোড করতে সমস্যা হলে এই ভিডিও টিউটোরিয়েল টি দেখতে পারেন।

ইবুক সম্পর্কে নতুন আপডেট পেতে বাংলা ইবুক ফ্যান পেজে যোগ দিতে পারেন। নতুন বই পাওয়া মাত্র এখানে আপডেট দেয়া হয়।

 

 

আমার আরো কিছু প্রয়োজনীয় টিউনঃ

 

ব্যাংকের প্রস্তুতির জন্য ১৫০০ টি এমসিকিউ 1500 MCQ Questions of Computer Knowledge for Bank Exams

 

কম্পিউটারের মৌলিক বা বেসিক ধারনা (কম্পিউটার বিষয়ে প্রাথমিক ধারনার জন্য পরিপূর্ণ বাংলা বই)

 

 

১২০০ ইংলিশ গ্রামার টেস্ট ইবুক ব্যাখ্যাসহ 1200 English Grammar Tests With Explain (মোট পিডিএফ ২ টি)

 

Adobe photoshop cs5 শেখার জন্য বইয়ের কালেকশন রিজিউমেবল ডাউনলোড লিঙ্কস

 

বিসিএস, ব্যাংক এর জন্য বাংলা সাহিত্যের প্রয়োজনীয় তথ্য, টিপস, প্রশ্ন ও উত্তর Bangla Literature for BCS & Bank

 

তামিম শাহরিয়ার সুবিন এর লেখা কম্পিউটার প্রোগ্রামিং বই টি সংগ্রহ করুন বিনামূল্যে। আর কম্পিউটার প্রোগ্রামিং শিখুন সবচেয়ে সহজে।

 

বিগত বিসিএস প্রশ্ন সমাধান ও স্পেশাল টিপস

 

এবার ফটোশপ শিখুন খুব সহজেই। ফটোশপ শিখার অসাধারণ এক বই।

 

বাংলা সাহিত্যের প্রায় সব উপন্যাসের সংগ্রহশালা থেকে আপনার উপন্যাসটি পড়ে নিতে চাইলে এই টিউনটি মিস করা যাবে না।

 

বিখ্যাত ও প্রয়োজনীয় সব বইগুলো ডাউনলোড করে নিন পিডিএফ আকারে

 

বিখ্যাত ও প্রয়োজনীয় সব বইগুলো ডাউনলোড করে নিন পিডিএফ আকারে (পর্ব ২)

 

বিখ্যাত ও প্রয়োজনীয় সব বইগুলো ডাউনলোড করে নিন পিডিএফ আকারে (পর্ব 3)

 

বিখ্যাত ও প্রয়োজনীয় সব বইগুলো ডাউনলোড করে নিন পিডিএফ আকারে (পর্ব 4)

 

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি” বিষয়ের প্রয়োজনীয় সব বাংলা বই বা ই-বুক (মোটঃ ১০টি) বিসিএস, ব্যাংক,এইচএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য

 

বিসিএস, ব্যাংক এর বাংলা MCQ প্রশ্ন ও উত্তর BCS & Bank Bangla Question Bank

 

 

Level 0

আমি টেকি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস