আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আশা করি মহান আল্লাহ্ এর রহমতে সবাই ভাল আছেন। সবাইকে সুন্দর একটা সকালের শিশির জমা বকুলের সুভেচ্ছা আর হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ভালবাসা দিয়ে সুরু করছি আমার আজকের টিউন টি।
আমি আজকে নিয়ে এসেছি অনেক জনপ্রিয় হ্যাকিং এবং হ্যাকার দের বহুল বেবহ্রিত অপারেটিং সিস্টেম কালি লিনাক্স ভার্শন ২ এর সম্পূর্ণ ইন্সটল প্রক্রিয়া
উইন্ডোজ পিসি তে ভিএমওয়াড় ওয়ার্ক স্ট্যাশন এর মাধ্যমে। সম্পূর্ণ প্রক্রিয়া টি আমি ভিডিও টিউটোরিয়াল আকারে দেখাব। কারন ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাহায্য করবে ভাল করে বুঝতে একবার না হলে ২য় বার চেষ্টা করতে পারবেন। না হলে বার বার যদিও একবার দেখে না বুঝতে পারা মানে আমার টিউটোরিয়াল এর মান ই ভাল না। তবে আশা করি এক বারেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ্। তবে কাজ সুরু করবার আগে জেনে নিন কিছু কথা হয় ত যেনে রাখাটা ভাল।
প্রথমে লিনাক্স এর এই অপারেটিং সিস্টেম কবে থেকে যাত্রা সুরু করে লিনাক্স তাদের এই অপারেটিং এর যাত্রা সুরু করে ২০০৬ এর মে এর ২৬ তারিখে নাম দেয় ব্যাকট্রাক এর পর থেকে সিকুউরিটি বলেন আর হ্যাকিং এর জন্য বলেন তাদের একের পর এক নতুন ভার্সন দিতে থাকে ব্যবহার কারিদের জন্য সেই ২০০৬ থেকে আজ ২০১৫ পর্যন্ত তার প্রকাশ করেছে সর্ব মোট ৭ টি ভার্সন কি কি সেগুলা দেখুন
প্রথম ঃ- মে ২৬, ২০০৬ নাম ব্যাকট্রাক
২য় ঃ- মার্চ ৬, ২০০৭ নাম ব্যাকট্রাক-২
৩য় ঃ- জুন ১৯, ২০০৮ নাম ব্যাকট্রাক -৩
৪র্থ ঃ- জানুয়ারী ৯, ২০১০ নাম ব্যাকট্রাক -৪
৫ম ঃ- মে ১০, ২০১১ নাম ব্যাকট্রাক -৫
৬ষ্ঠ ঃ- মার্চ ১৩, ২০১৩ নাম কালি লিনাক্স ১.০.০
৭ম ঃ- আগস্ট ১১, ২০১৫ নাম কালি লিনাক্স ২.০
তবে হ্যাঁ আমি শুধু তাদের মুল ভার্সন গুলার নাম এবং প্রকাশ তারিখ আর সাল দিলাম এর মাঝে অনেক ভার্সন বের করেছে যেমন ব্যাকট্রাক ১.০.১ ব্যাকট্রাক ২.০.২ এমন তাই সেগুলা উল্লেখ করলাম না।
নতুন কি কি থাকছে ?
১। new 4.0 kernel
২। New UI (GNOME 3)
৩। Native ruby
৪। Metasploit pro removed
৫। NetHunter 2.0
৬। Improved wireless driver coverage
এবং আরও অনেক কিছু
এই অপারেটিং সিস্টেম কারা এবং কেন ব্যবহার করে সেটা সবাই জানেন তাই আর কথা বারালাম না। আর অনেক কিছু ছিল লিখার বা জানাবার কিন্তু আজকে যেহেতু ইন্সটল প্রক্রিয়া দেখাব তাই আর অন্য বিসয় টেনে আনলাম না।
এখন আমরা ধাপে ধাপে সুরু করতে পারি আমাদের সম্পূর্ণ প্রক্রিয়া টা
এর জন্য আমাদের যা যা লাগবে তা হোল ২ টা সফটওয়্যার
প্রথমে
VMware Workstation 10/11 / VMware Player
এবং
২য়
KaLi Linux 2.0 এর ISO file 32 bit
Kali Linux 2.0 ISO file 64 bit
আপনাদের সুবিদারথে আমি ৩২ ও ৬৪ বিট ২টা ফাইল এর ডাউনলোড লিংক দিলাম জার যেটা দরকার নামিয়ে নেবেন।
এই ২ টা ফাইল বা সফটওয়্যার অবশ্যই লাগবে না হলে কোন ভাবেই কাজ সুরু করা সম্ভব না আশা করি এই সফটওয়্যার ২ই টা ডাউনলোড করে নিবেন করা হইয়ে যাবার পর। প্রথমে ভিএমওয়ার টা ইন্সটল দেবেন এটা খুবি সহজ তাই আর ভিডিও তে অ্যাড করি নাই। এবার কর্ম প্রক্রিয়া দেখব আমার ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে। এ ছাড়া কারো ভিডিও টিউটোরিয়াল ভাল না লাগলে দয়া করে এখানে গিয়ে ইমেজ আকারে এবং লিখা আকারে ইন্সটল প্রক্রিয়া টা দেখতে পারেন। আশা করি যাদের অনেক দিনের ইচ্ছা কালি লিনাক্স নিয়ে কাজ করা সেটা আজকে পূর্ণ হবে। আপনাদের দোয়া এবং আপনাদের যদি ইচ্ছা থাকে এর পর আমি টিউন করব কি ভাবে কালি লিনাক্স ব্যবহার করবেন এর পর কয়েকটা হ্যাকিং ট্রিক্স। আবার বলি যদি আপনারা চান এর জন্য যেটা করতে হবে অবশ্যই টিউনমেন্ট জানাতে হবে। আমি চেষ্টা করি আমি যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। কিন্তু দুক্ষ জনক হলেও সত্য আমার আজকের টা দিয়ে ১৯ টা টিউন হবে কিন্তু এখন আমি জানি না আমার টিউন কি আসলেই ভাল নাকি এতটাই বাজে যে কেউ টিউনমেন্ট করতে পছন্দই করেন না।
যাই হোক আমি চেষ্টা করব টিউন করে জেতে ভাল খারাপ ত আপনাদের হাতে। সারা রাত জেগে জেগে আজকের টিউন টা করেছি ভাল লাগবে জানালে কেমন হল এবং ২য় পর্ব কি করা যাবে ?
আরা হ্যাঁ দয়া করে এবং একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলা ভাল লাগলে একটু লাইক দেবেন জাতে করে আমি আর ভাল কিছু দিতে পারি আপনাদের।
আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর দিনের আশায় আজকের মত টিউন এর ইতি টানছি। ভাল থাকবেন সবাই অনেক বেশি আল্লাহ্ সবার মঙ্গল করুক আল্লাহ্ হাফেয।
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...
আরে ভাই সব কিছু পাবেন এই ওয়েবসাইট এ নতুন মোবাইল এর দাম, বাংলা ভিডিও গান, বাংলা মুভি, এন্ড্রোয়েড এপ্স, বাংলা খবর এবং যে কোনো ধরনের টিউন।
শুধু মাত্র
http://www.alistorebd.com
এখুনি ভিজিট করুন।