প্রথমে আমার সালাম নিবেন,আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন,আমিও ভালো আছি।আজ একটি নতুন টিউন নিয়ে হাজির হলাম,আশা করি সকলের ভালো লাগবে।
আমরা সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি।তবে সামার্থ্য না থাকায় ব্রান্ডের ফোন চালাতে পারি না,এজন্য চাইনিজ ফোন গুলোই আমাদের একমাত্র ভরসা।তবে চাইনিজ সেটগুলোতে ব্রান্ডের সেটের মত অনেক ফিচার ই মিসিং থাকে,যেমন Samsung ফোনে কিছু বিশেষ ফিচার রয়েছে যেমনঃSmart Pause,Special Gesture,etc.এরকম ই একটি ফিচার হলো ঃMulti Window
Multi Window আবার কি জিনিস?
এটি এমন এক ফিচার এর মাধ্যমে এক সাথে একাধিক কাজ করা যায়,যেমন ধরেন আপনি মুভি দেখার পাশাপাশি Web-Browsing করতে পারবেন,কিংবা ছবি তুলার পাশাপাশি,ছবি EDIT করতে পারবেন।
তবে আমরা যারা কম মূল্যের চাইনিজ ফোন কিংবা দেশীয় ফোন গুলো ব্যবহার করি,এই সব ফোনগুলোতে এই ফিচার নেই,থাকলেও অনেক কম।তাই বলে কি আমরা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেও এই ফিচার থেকে দূরে থাকবো?
চিন্তার কোন কারণ নেই,আজ এমন একটি পেইড এপ নিয়ে আসলাম এর মাধ্যমে আপনারা খুব সহজেই এক সাথে একাধিক কাজ করতে পারবেন।এপটির নাম হলো- Multi Window Pro v 1.1 তাছাড়া এটি একটি পেইড এপ,সেহেতু এর মধ্যে রয়েছে অনেক অনেক স্পেশাল ফিচার।আর এই এপটি রুট/আনরুট উভয় ডিভাইসে কাজ করবে।
তো আর দেরী কিসের??এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুন,আর Multi-Window এর সাহয্যে একাধিক কাজ করুন একই সাথে।
App Name:Multi Window Pro
Size:4.8MB
Type:Paid
Link: এখানে ক্লিক করুন,ধন্যবাদ
***Download করতে কোন সমস্যা হলে Create Download Link-এ ক্লিক দিবেন,তারপরের পেইজে একটা ডাউনলোড লিঙ্ক পাবেন,সেখানে ক্লিক দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।***
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...