আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন। আমিও বর্তমানে ভাল আছি। কিন্তু টিউনটা লেখার ২০ মিনিট পূর্বেও ভাল ছিলাম না। এর কারন কি জানেন ? জানবেন কি কি করে আমি তো এখনও বলিনিই।
আসুন কারণটা জানি। কেউ আবার ভাববেন না আমার পার্সোনাল বিষয় নিয়ে লিখছি। এমনটা মোটেও না। কারন এই গল্পের মাধ্যমেই আপনি অনেক বড় কিছু শিখতে যাচ্ছেন।
আমার গার্লফ্রেন্ডের টেলিভিশন লক হয়ে গেছে। এখন সে বার বার আমাকে ফোন দিয়ে কিভাবে আনলক করতে হয় সেটা জানতে চাচ্ছে। আমি বললাম দেখ আনলক বাটন আছে ঐটা চাপ। কিন্তু দুঃখের বিষয় কোণ রিমোটেই আনলক বাটন থাকে না। তাই সে পারল না। আমিও গুগল মামার কাছে সাহায্য চাইলাম।গুগল মামাও আমাকে সাহায্য করতে ব্যর্থ হল। আমি বললাম ইমোতে তোমার লক হওয়া স্ক্রিনের ছবি পাঠাও। সে পাঠাল। এদিকে তার জিবাংলা আর স্টার জলসার সিরিয়াল গুলো শুরু হয়ে গেছে।বার বার আমাকে কল দেই আর আমি কিছুই করতে পারি না।আমি তো ভাই পাগলের মত ছুটতে শুরু করলাম। হাজার হলেও গার্লফ্রেন্ড। তাই লক হওয়া ছবিটা আমার মেকার বন্ধু জনি ইসলাক দেখালাম। আপনারাও ছবিটা একটু দেখে নেন।
অবশেষে আমার বন্ধু আমাকে সাহায্য করল। সে বলল রিমোটের Display বাটনটা চেপে ধরে রাখতে যতক্ষন না আনলক হয়। অবশেষে কাজটা হয়ে গেল। আমিও স্বস্তি পেলাম এবং এমন সম্যায় পড়লে আপনারাও স্বস্তি পাবেন।
লক করার পদ্ধতিঃ আপনি যেভাবে আনলক করলেন ঠিক একই ভাবে রিমোটের Display বাটন ধরে রাখলে লক হয়ে যাবে।
আমি শাহরিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই আগে জানতামননা