হ্যালো টেকটিউনস, আপনারা সবাই ভালো আছেন তো ?
আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি।
আজ অনেকদিন পর টিউন করছি আমার এক্সাম আর ব্রডব্যান্ড এর কিছু সমস্যারজন্য টিউন করতে পারিনি সেই জন্য দুঃখিত!
চলুন তাহলে আজকের টিউন শুরু করা যাক, আজকে আমি দেখাবো কীভাবে উইন্ডোজ ১০ এর লগইন স্ক্রিন এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়?
নীচে আমার লগইন স্ক্রিন এর স্ক্রিনশর্ট দিলাম দেখুন।
আশা করি লগইন স্ক্রিন কোনটা বুঝতে পারছেন, না পারলে আমি বলছি উইন্ডোজ স্টার্ট করার পর যেখানে আমরা পাসওয়ার্ড দেই সেটা লগইন স্ক্রিন বা লগন স্ক্রিন, সেটার ব্যাকগ্রাউন্ড আমরা আজকে পরিবর্তন করবো।
এটা করার জন্য একটি সফটওয়্যার এর দরকার হবে নীচে ডাউনলোড লিঙ্ক দিলাম, অবশ্যই ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক।
ডাউনলোড করার পর রার ফাইল টি এক্সট্রাকট করেন নিন।
এবার W10 Logon BG Changer ফাইলটিতে ডাবল ক্লিক করুন, Administrator পারমিশন চাবে Yes করে দিন।
সফটওয়্যার টি খুলে গেলে নীচের স্ক্রীনশর্ট টি তে দেখানো লোগো তে ক্লিক করে যেকোনো ছবি সিলেক্ট করে দিন।
কয়েক সেকেন্ড অপেক্ষা করুন প্রিভিউ দেখতে পাবেন, এবার Apply Changes এ ক্লিক করুন, Successful নোটিফিকেশান পাবেন ব্যাস কাজ শেষ আপনার লগইন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে।
এবার লগ আউট করে আবার লগইন করে দেখে নিন।
আমি Chirantan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good tune