MicroSoft Office Excel শিক্ষার সেরা বই ২০১৬ (কাজের বই)

বন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভাল। ভাল থাকার প্রত্যয় নিয়েই শুরু করছি।

MicroSoft Office Excel শিক্ষার বই (কাজের বই)

কম্পিউটার চালাতে, কোম্পানীতে চাকুরী করতে এবং বিভিন্ন রকম হিসাব নিকাশ রাখতে মাইক্রোসফট এক্সেল সমন্ধে জানা অতি প্রয়োজন। তাই বাংলা শিখুন।
Ms Excel Microsoft Office গ্রুপের একটি প্যাকেজ প্রোগ্রামঃ- গানিতিক, আর্থিক, বিজ্ঞানিক
যাবতীয় ক্যালকুলেশনের সেরা প্রোগ্রাম
হলো মাইক্রোসফট এক্সেল। গং ঊীপবষ
দিয়ে চার্ট তৈরী করা, ডেটা সর্ট করা,
ডেটা ফিল্টারিং করা, ফরম পূরন করে ডেটা এন্ট্রি করা, সাবটোটাল নির্ণয় করা, ভ্যালিডেশনের সাহায্যে ডেটা এন্ট্রি নিয়ন্ত্রন করা, টেবিলের সাহায্যে এক বা দুই চলক
ডেটা টেবিল হিসাব করা, ডেটা কনসলিডেট
করা, গোল সিকের সাহায্যে বিনিয়োগের
লক্ষ্য মাত্রা নির্ধারন করা, ফাংশন ব্যবহার
করে জটিল জটিল ক্যালকুলেশন করা, সিনারিও
তৈরী করা,বেতন বিবরণী হিসাব করা,
রেজাল্ট শীট তৈরী করা, কমিশন হিসাব করা,
মজুরী নির্ণয় করা, পারসেনটিজ হিসাব করা,আয়
কর হিসাব করা, ইত্যাদি গানিতিক কাজ এই
এক্সেল দিয়ে দ্রুত করা যায়।
তাই আর দেরি কেন MS Word এ তৈরি করা ১৯
পেইজের ৫ মেগাবাইটের বইটি ডাউনলোড
করতে।
MicroSoft Office Excel এর প্রয়োজনীয় কিছু টিউনঃ

Level 0

আমি টেকি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস