গুগল সার্চের ‘I am feeling lucky’ এর মজার কিছু গোপন ট্রিক্স (ভিডিও সহ)

গুগল একটি আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠান যারা ইন্টারনেট সম্পর্কিত বিভিন্ন প্রকার সেবা দিয়ে থাকে। গুগলের বিভিন্ন উল্লেখযোগ্য সেবাসমুহ হলঃ Gmail, Google Search, BlogSpot, Google Trends, Google Adsense, Android, Google Play Store, Google Calendar, Picasa ইত্যাদি। তবে গুগলের মুল সেবা হলঃ Search Engine. আমরা গুগলকে সাধারনত ইন্টারনেটে কোন তথ্য খোজার কাজে ব্যবহার করি।

কিন্তু আমরা বেশিরভাগ লোকই জানিনা যে গুগলের কিছু মজার ট্রিক্স আজে। আজকে আমরা সে রকমই কিছু মজার ট্রিক্স দেখব যা মুলত গুগল সার্চের ‘I am feeling lucky’ এর সাথে সম্পর্কিত। আপনি যদি গুগল এর ‘I am feeling lucky’ অপশন খুজে না পান। তবে গুগল সার্চ বক্সে গিয়ে কোন কিছু লিখুন। দেখবেন নিচে সার্চ সম্পর্কিত অনেক সাজেশন দেখাচ্ছে। আর এই সাজেশন এর ডান পাশেই ‘I am feeling lucky’ অপশন দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাকঃ

ভিডিও দেখুন এখানে

 

Google in 1980:

এটা গুগলের “I’m feeling lucky” এর একটি ট্রিক যা গুগলের বিবর্তনের সাথে সম্পর্কিত। ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন Google in 1980 এবং দেখবেন নিচে সার্চ সম্পর্কিত অনেক সাজেশন দেখাচ্ছে। আর এই সাজেশন এর ডান পাশেই ‘I am feeling lucky’ অপশন দেখতে পাবেন। এবার ‘I am feeling lucky’ এ ক্লিক করুন। গুগল আপনাকে দেখাবে সে ১৯৮০ সালে কেমন ছিল।

  1. Google Gravity:

এটা গুগলের “I’m feeling lucky” এর একটি মজার ট্রিক। ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন google gravity এবং দেখবেন নিচে সার্চ সম্পর্কিত অনেক সাজেশন দেখাচ্ছে। আর এই সাজেশন এর ডান পাশেই ‘I am feeling lucky’ অপশন দেখতে পাবেন। এবার ‘I am feeling lucky’ এ ক্লিক করুন।

  1. Google Guitar:

এটা গুগলের “I’m feeling lucky” এর আরেকটি মজার ট্রিক। ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন google guitar এবং দেখবেন নিচে সার্চ সম্পর্কিত অনেক সাজেশন দেখাচ্ছে। আর এই সাজেশন এর ডান পাশেই ‘I am feeling lucky’ অপশন দেখতে পাবেন। এবার ‘I am feeling lucky’ এ ক্লিক করুন।

  1. Google Sphere:

এটা গুগলের “I’m feeling lucky” এর আরেকটি মজার ট্রিক। ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন google sphere এবং দেখবেন নিচে সার্চ সম্পর্কিত অনেক সাজেশন দেখাচ্ছে। আর এই সাজেশন এর ডান পাশেই ‘I am feeling lucky’ অপশন দেখতে পাবেন। এবার ‘I am feeling lucky’ এ ক্লিক করুন।

  1. Google Space:

এটা গুগলের “I’m feeling lucky” এর আরেকটি মজার ট্রিক। ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন google space এবং দেখবেন নিচে সার্চ সম্পর্কিত অনেক সাজেশন দেখাচ্ছে। আর এই সাজেশন এর ডান পাশেই ‘I am feeling lucky’ অপশন দেখতে পাবেন। এবার ‘I am feeling lucky’ এ ক্লিক করুন।

  1. Google Klingon:

এটা গুগলের “I’m feeling lucky” এর একটি মজার ট্রিক। ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন google klingon এবং দেখবেন নিচে সার্চ সম্পর্কিত অনেক সাজেশন দেখাচ্ছে। আর এই সাজেশন এর ডান পাশেই ‘I am feeling lucky’ অপশন দেখতে পাবেন। এবার ‘I am feeling lucky’ এ ক্লিক করুন।

  1. Atari Breakout:

এটা গুগলের “I’m feeling lucky” এর একটি মজার ট্রিক যা মুলত একটি গেম। ট্রিক্সটি দেখতে সার্চ বক্সে টাইপ করুন atari breakout এবং দেখবেন নিচে সার্চ সম্পর্কিত অনেক সাজেশন দেখাচ্ছে। আর এই সাজেশন এর ডান পাশেই ‘I am feeling lucky’ অপশন দেখতে পাবেন। এবার ‘I am feeling lucky’ এ ক্লিক করুন।

Video Link: ভিডিও দেখুন এখানে

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি riponku। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I have completed my graduation from ku. I love technology very very much.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস