আসুন পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে ইংরেজি গ্রামার শিখি, আজকের বিষয় Tag Question যা ষষ্ঠ শ্রেণি হতে ডিগ্রী পর্যন্ত কাজে লাগবে।

আসসালামু আলাইকুম ! সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহত অশেষ রহমতে ভালই আছেন। আজকে আমি আপনাদের শিখাব কী ভাবে অতি সহজে ইংরেজি গ্রামার আয়ত্ত করা যায়। আমার আজকের বিষয়বস্তু Tag Question . এটা আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে শেখাব। আমাদের সবার মাঝেই কেন জানি ইংরেজি ভীতি কাজ করে। কিন্তু এটা নিয়ে সামান্য সাধনা করলে এটাই আপনার কাছে সবচেয়ে সোজা হয়ে যাবে।

আমি এখন আপনাদের আমার লেখা যে বইটি দিব সেই বইটি পড়লে আপনি অনায়াসে Tag Question আয়ত্ত করতে পারবেন।

নিম্নে আপনাদের জন্য নিয়ম গুলো তুলে ধরা হলঃ

Rule 1: Let’s  বা  Let us থাকলে Tag –এ shall we বসাতে হয় । যেমনঃ Let’s play football, shall we ?

Rule 2 : Imperative Sentence হলে Tag- এ Will you বসে । যেমনঃ Open the door, will you ?

Rule 3 : নিম্নের Be Verb, Have Verb ও Modal Verb গুলো থাকলে সেগুলোর Negative Form বসাতে হয় , আবার Negative form থাকলে Affirmative Form বসাতে হয় ।

AffirmativeNegativeAffirmativeNegative
AmAren’tMayMayn’t
IsIsn’tMightMightn’t
AreAren’tMustMustn’t
WasWasn’tHaveHaven’t
WereWeren’tHasHasn’t
ShallShan’tHadHadn’t
ShouldShouldn’tDareDaren’t
WillWon’tNeedNeedn’t
CanCan’tOughtOughtn’t
CouldCouldn’tDoes notDoes
Did notDid
Do notDo

যেমনঃ I am a sudent, aren’t I ?

I am not a sudent, am I ?

Fatema does not go there, does she ?

বিঃদ্রঃ Tag Question –এ একজন মেয়ে কে বোঝালে  she এবং একজন ছেলেকে বোঝালে he বসে ।

 একের অধিক ছেলে/মেয়ে কে বোঝালে they বসে । এছাড়া মানুষ বাদে অন্য একটি কোন প্রাণী বা বস্তুকে বোঝালে it বসে ।

 আবার একের অধিক প্রাণি বা বস্তুকে বোঝালে they বসে । এক কথায় Tag Question –এ Pronoun Form বসাতে হয় ।

যেমনঃ Bird flies in the sky, doesn’t it ?

Birds fly in the sky, don’t they ?

Rule 4 : Present indefinite Tense হলে Tag Question-এ don’t / doesn’t বসে । যদি Verb এর শেষে s/es থাকে তাহলে doesn’t বসে ।

যেমনঃ They play football, don’t they ?

Borna reads the book carefully, doesn’t she ?

Rule 5 : : Past indefinite Tense হলে Tag Question-এ didn’t বসে ।

যেমনঃ Sojib worked hard, didn’t he ?

Rule 6: Nobody, None ইত্যাদি Subject হিসেবে ব্যবহৃত Tag-এ they এবং nothing Subject হিসেবে ব্যবহৃত হলে it বসে এবং Tag Question –এ সেই বাক্যের Negative করতে হয় না ।

যেমনঃ Nobody called me, did they?

Rule 7 : বাক্যের মধ্যে Hardly, Scarely, Seldom, little থাকলে সেই বাক্যের Tag Question –এ Negative করতে হয় না । যেমনঃ He hardly comes here, does he ?

Rule 8 : যত প্রকার body এবং one আছে তাদের জন্য Tag Question – এ they বসে । যেমনঃ Someone helps me, don’t they ?

বইটি PDF আকারে পেতে এখানে ক্লিক করুন।

 

কারো কোন সমস্যা থাকলে আমার ফেসবুক আইডি শাহরিয়ার কবীর তে যোগাযোগ করতে পারেন।

সময় পেলে আমার ছোট্ট ব্লক ম্যাজিক কোচিং সেন্টার থেকে ঘুরে আসতে পারেন।

সর্বোপরি টিউনটা কেমন হয়েছে তার সমালোচনা করার জন্য সবাইকে আমন্ত্রন করা হল। আজ এখানেই শেষ করছি। অন্য কোন দিন লেখাপড়া বিষয়ক অন্য কোন বিষয় নিয়ে হাজির হব।

Level 1

আমি শাহরিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

very tnx