প্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে মহান বিজয় দিবস শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই টিউন।
আমরা দৈনন্দিন বিভিন্ন ভিডিও দেখে থাকি তার মধ্যে কিছু ভিডিও ড্যামেজ এবং কোরাপ্ট পাওয়া যায়। আমাদের পছন্দের ভিডিও বা মুভি যদি এরকম ড্যামেজ বা কোরাপ্ট ফাইল দেখায় তাহলে মাথাতো পুরাই হ্যাং করে দেয়।
এই ড্যামেজ বা কোরাপ্ট ফাইল কে সচল করা যায় কিভাবে তা জানব। এই কোরাপ্ট বা ড্যামেজ ফাইল গুলো সচল করার জন্য দুইটি টুলস ব্যবহার করে দেখিয়েছি।
আপনি আরো টুলস গুগোলিং করে ব্যবহার করতে পারেন।
DivFix++ এই টুলসটি দিয়ে করতে গেলে একটু বেসি সময় নিবে। কিন্তু টুলসি অনেক ভাল কাজ করতে পারে।
প্রথমে সফটওয়্যারটি ওপেন করে Add Files এ ক্লিক করে ফাইলটি এটাস করে করে Check Errors এ ক্লিক করে স্ক্যান করুন।
স্ক্যান শেষে Fix বাটনে ক্লিক করুন। এখন দেখুন আপনার রিপেয়ার ফাইলটি সচল হয়েছে।
VLC Media Player কমবেমি সবারই কম্পিউটারে ইনষ্টল করা থাকে। যদি কার কম্পিউটারে VLC Media Player না থাকে তাহলে গুগোল সার্চ করে প্লেয়ারটি ডাউনলোড করে নিন এবং ইনষ্টল করে ফেলুন।
Tools থেকে Preferences থেকে Inputs and Codecs Damaged or incomplete AVI file. Always Fix থেকে Damaged or incomplete AVI file.
রিপেয়ার হয়ে গেলে টেম্পোয়ারি ফাইলটি ওপেন হবে।
এখন আপনি আপনার ইচ্ছে মত কোরাপ্ট বা ড্যামেজ AVI ফাইল গুলোকে রিপেয়ার করতে পারবেন।
আমি সাজাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।