যারা WINDOWS 10 ডিস্ক্ থেকে ইন্টল দিতে গিয়ে দিতে পারেননি।This pc হারিয়ে ফেলেছেন।তাদের জন্য।
টিকসটি যারা জানেন না শুধু তাদের জন্য।
যারা Windows 10 ইন্টল, ডিস্ক্ হতে দিতে গিয়ে সমস্যায় পড়েছেন।অথ্যাৎ This pc অপশন খুজে পাননি।তাহলে জেনে নিন কি ভাবে ইন্টল দিবেন।প্রথমত যে ভাবে ইন্টল দেন। ঠিক সেই ভাবেই। windows key চাইলে দিবেন না। skip লেখাতে ক্লিক করে windows key by pass করে যান। দ্বিতীয় বার key চাইলে তারপরও দিবেন না । বাম পাশে দেখবেন ছোট অক্ষরে Don,t .. লেখা আছে সেখানে ক্লিক করে জান।বাস ইন্টল হয়ে যাবে।তারপর Desktop এ মাউজ এর রাইট বাটনে ক্লিক করে personalize options সিলেক্ট করে Theme এ গিয়ে দেখুন আপনার This pc এবং অন্যান্য অপশন আছে যেটা দরকার টিক দিয়ে দেন কেমন।Desktop এ এসে যাবে। key দেওয়ার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে নামিয়ে নেন।আর একটা কথা না বললেই নয়। বিজয় দিতে গেলে সমস্যা হবে তার সমাধান আমার আগের টিউনস এ দিয়ে ছিলাম।সব চেয়ে সহজ সমাধান।windows 10 যারা ইউজ করেন নাই। তারা ইউজ করতে পারেন।খারাপ নয় আশা করি ভাল লাগবে। windows 10 চালান।সমস্যা হলে।টিউমেন্ট করতে ভুলবেন না।আমার আগের টিকস্ টা ফলো করুন। আশা করি বিজয় ও অফিস ইন্টল দিতে সমস্যা হবে না।
আমি মোঃ জুলহাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
win 10 setup daya hoicy laptop ei bt shutdown korly charge thaky na…