আসলে কম্পিউটারের অন্যান্য হার্ডওয়্যার অংশের মতই হার্ডডিস্কও হার্ডওয়্যারের অন্তভূক্ত। যথন কোন হার্ডওয়্যার তথারুপ নতুন হার্ডডিস্ক ক্রয় করা হয় তখন নিদিষ্ট ওয়ারেন্টি থাকে। এই ওয়ারেন্টির মধ্যে আমরা যদি যত্নশীল হই বা নিম্নরুপ টিপস গুলো অনুসরন করি তাহলে হার্ডডিস্ক স্বাভাবিকভাবে অনেকদিনই ব্যবহার করা যায়। এমনিতেই যে কোন বিষয়ের ক্ষয় আছে। তেমনি হার্ডডিস্কও একদিন নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু সেটি যদি নিদিষ্ট ব্যবহারের আগেই কিংবা অসতর্কতার কারেন নষ্ট হয় তাহলে কেমন লাগে?
► প্রতি পার্টিশনে অন্তত ২০% ফাকা জায়গা রাখুন।
► নিয়মিত ডিফ্র্যাগ করুন।
► সপ্তাহে একবার বুট টাইম ডিফ্র্যাগ করুন। অর্থাৎ পেজফাইল, হিবারফিল ইত্যাদি সহ সিস্টেম ফাইল ডিফ্র্যাগ করুন।
► হার্ডডিস্ক এর তাপমাত্রা মনিটর করুন। দরকার হলে ক্রিটিকাল তাপমাত্রা সেট করে দিন যেন বেশি গরম হয়ে গেলে আপনি নোটিফিকেশান পান।
► হার্ডডিস্ককে ধুলাবালি থেকে দূরে রাখুন। মনে রাখবেন ছোট্ট একটা কণা যা আপনার মাথার চুলের দশভাগের একভাগ সেটা আপনার ডিস্ক হেডকে নষ্ট করে দিতে পারে।
► ইউপিএস ব্যবহার করুন।
► ব্যাকআপের জন্য রেইড বানিয়ে ফেলুন।
► ছয়মাস বা একবছর পর পর সুযোগ পেলে হার্ডডিস্ক এর সকল ডাটা ব্যাকআপ নিয়ে ডিস্ক লো লেভেল ফরম্যাট করে নিন। এতে ব্যাড সেক্টর সহ কোন সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে।
► উইন্ডোজ এর ইনডেক্সিং বন্ধ করে দিন। ইনডেক্সিং এর মাধ্যমে উইন্ডোজ হার্ডডিস্ক এর সকল ফাইল এর লিস্ট তৈরি করে এবং সার্চ করলে দ্রুত ফলাফল দেখায়। কিন্তু ইনডেক্স এর কারণে অযথাই ডিস্ক ঘুরতে থাকে এবং শক্তি বা ব্যাটারি ক্ষয় হয়।
► হার্ডডিস্ক এর এটিএ কেবল ও পাওয়া যায়।
আমি নীল আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sorry
বাংলাদেশ ও বিদেশ এর যে কোন প্রান্ত থেকে ফ্রেক্সিলোড ও বিকাশ এর ব্যবসা করতে পারবেন । বাংলাদেশে সিম ও ফেসবুক /ইয়াহু এর মাধ্যমে এবং বিদেশে ফেসবুক ও ইয়াহু মেসেন্জারের মা্ধ্যমে ব্যবসা করতে পারবেন । রেজিস্টেন করতে যোগাযোগ করুন 01840789780————————-100% উদাহরণ: ফ্রেক্সিলোড : code=gp/gpp/bl/blp/rb/rbp/at/atp/tt/ttp—– code*number*tk*pin ex: gp*01751…..*100*4567 bkash : bki*01751—-*2000tk*4567…………..5-15 সেকেণ্ডে এর মধ্যে টাকা চলে যাবে যে কোন নাম্বারে—-বিদেশ থেকে ফেসবুক ও ইয়াহু মেসেন্জারের মা্ধ্যমে উদাহরণ: চেটিং এর মা্ধ্যমে-আপনাদের আইডি থেকে যে কোন code আমাদের আইডিতে আসা মাএয় অটোমেটিক কাজ হবে 5-15 সেকেণ্ডে এর মধ্যে। ডলার ক্রয় করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন-খরচ বিহিন ভাবে।