ইংরেজিতে পাস ঠেকাই কে ? আসুন শুধুমাত্র একটি লেকচার শীট পড়েই ইংরেজিতে ১০০% পাসের নিশ্চয়তা অর্জন করি (৬ষ্ঠ থেকে – ডিগ্রী পর্যন্ত কাজে লাগবে)

আপনা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। কেনইবা থাকবেন না। এখন আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি লেকচার শীট যার মাধ্যমে আপনি যে কোনো ইংরেজি পরীক্ষায় Written Part এ শত ভাগ উত্তর দিয়ে পারবেন। এই শীটটা ভাল করে আয়ত্ত করলে আপনাকে শত শত Paragraph, Application, Letter, Email, Composition, CV ইত্যাদি মুখস্ত করা লাগবে না। শুধু মাত্র একটি Paragraph, Application, Letter, Email, Composition, CV মুখস্ত করার মাধ্যমেই আপনি শত শত Paragraph, Application, Letter, Email, Composition, CV লেখার দক্ষতা অর্জন করতে পারেন।

আসুন কথা না বেচে কাজে প্রমাণ দিই।

ধরুন আপনি একটি CV with Cover Letter মুখস্ত করবেন। আপনাকে ১৫/২০ মুখস্ত না করে শুধু মাত্র একটি CV with cover letter মুখস্ত করলেই সব গুলোর উত্তর দিতে পারবেন।

Method 1: যে কোনো ধরনের CV with cover Letter লেখার নিয়মঃ

 

( যে তারিখে লিখছ)

( যার কাছে লিখছ )

( যে প্রতিষ্ঠানের কাছে লিখছ)

( ঠিকানা )

Subject: Application for the post of (পদের নাম)

Sir,

Your advertisement published in The Daily Star on 5 January , 2015 has drawn my attention. I am writing to offer myself as a candidate for the post. My CV, detailing education and other particulars, is personated herewith for your kind consideration.

Curriculum Vitae Of Md. (যে লিখছে তার নাম)

32/4 Tajmohol Road,

Muhammadpur,Dhaka

Father’s Name            :

Mother’s Name          :

Permanent Address   : 32/4 Tajmohol Road,

Muhammadpur,Dhaka

 

Present Address        :32/4 Tajmohol Road,

Muhammadpur,Dhaka

 

Nationality               : Bangladeshi

Date Of Birth           :

Religion                   :

Gender                     :

Marital Status          : Unmarried

Mobile Number       : 01796408687

Experience              : I have been working it for two years.

Educational Qualification:

Name of the ExamDivision/ClassBoard/UniversityPassing Year
S.S.C1st DivisionJessore Board1995
H.S.C1st DivisionJessore Board1997
B.A ( Hons)2nd ClassNational University2001
M.A ( English )2nd ClassNational University2002

 

Skills                      : Good at spoken and written English.

Computer skill       : Skilled in MS office And Graphic Designing.

Reference               :(i) Md. Robiul Islam      (ii) Md. Shahin Islam.

 

Sincerely Yours

তোমার নাম

Attachment:

(i)  Attached photocopies of all academic certificates

(ii) Attached passport size photographs.

উপরের শুন্যস্থানে উপযুক্ত শব্দ বসালেই যে কোন ধরনের CV with Cover letter লেখা যাবে।

তাহলে আর দেরি কিসের ? এখনই ডাউনলোড করুন যে কোনো Paragraph, Application, Letter, Email, Composition, CV লেখার নিয়ম।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আজ আর নয়। আবার হাজির হব লেখাপড়া বিষয়ক নতুন কোন পদ্ধতি নিয়ে।

আমার ফেসবুক প্রোফাইলঃ Shahriar Kabir

সময় পেলে আমার ছোট ব্লগে ঘুরে আসতে পারেন। ব্লক লিংক এখানে ক্লিক করুন।

Level 1

আমি শাহরিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস