ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অনেক পদ্ধতি আছে। তবে সহজ পদ্ধতি হচ্ছে, আমরা ইউটিউব থেকে যে ভিডিও ডাউনলোড দিব সেই ইউটিউব লিঙ্ক এর আগে " http://www." এইটা মুছে দিয়ে, তার পরিবর্তে "ss" লাগিয়ে দিব।
ধরুন, আপনি ইউটিউব এ খুব প্রয়োজনীয় একটি ভিডিও ডাউনলোড দিতে পারছেন না। সফটওয়্যার এর মাধ্যমে ডাউনলোড দিলে অনেকক্ষণ লাগছে। তাই খুব সহজে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন।
যেমনঃ আমি https://www.youtube.com/watch?v=Us1glPvlQAg এই ভিডিও টা ডাউনলোড টা দিতে চাই তাহলে আমকে "https://www." এইটা মুছে তার পরিবর্তে "ss" লাগিয়ে দিব।
তাহলে "ssyoutube.com/watch?v=Us1glPvlQAg" ঠিক এভাবে।নিচের ধাপ অনুসরণ করলে ডাউনলোড করতে সুবিধা হবেঃ
পরবর্তী টিউনস এ, কি ভাবে সফটওয়্যার এর মাধ্যমে হাইস্পিডে HD ভিডিও ইউটিউব থাকে দ্রুত ডাউনলোড দেবেন তার টিপস দিব।এছাড়া " আপনি কিভাবে লগ ইন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন"। আজ এই পর্যন্তই।এই বিষয়ে আগে কেউ টিউন করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা অবশ্যই টিউমেন্ট করবেন।সুস্ত থাকবেন। Techtunes এর সাথেই থাকবেন।
টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি আহসান হাবীব তানভীর। , Graphics Designer বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
নতুন কিছু দেন ভাই