আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? পরম দয়ালুর ইচ্ছায় নিশ্চই ভালো? আমিও অনেক ভালো।
তবে এক্সামের কারনে এখন আর নিয়মিত হতে পারছি না।
তাও এলাম, তাহলে চলুন আমরা আমাদের মুল টপিকে চলে যাই।
কম্পিউটার ব্যবহারের জিবনে সবাই একবার হলেও সর্টকাট ভাইরাসের কবলে পরেছেন। ঠিক আমিও।
এটার অনেক সলিওশন আছে,তবে আজ আপনারা নিজেরাই নিজেদের সর্টকাট রিমুভ করার রিমুভার বানাবেন।
তাহলে চলুন শুরু করি।
প্রথমে আপনার নোডপ্যাড ওপেন করুনঃ
তারপর নিচের লেখা গুলো কপি করে পেষ্ট করুন
echo off
attrib -h -s -r -a /s /d C:\*.*
attrib -h -s -r -a /s /d D:\*.*
attrib -h -s -r -a /s /d E:\*.*
attrib -h -s -r -a /s /d F:\*.*
attrib -h -s -r -a /s /d G:\*.*
attrib -h -s -r -a /s /d H:\*.*
echo complete.
echo complete.
এখানে C:,D:, E:, F:, G:, H: হল Computer এর Drive তাই আপনার My Computer এ যান তারপর দেখেনিন আপনার Computer এ কী কী Drive আছে তারপর সেই Drive গুলি ঠিক এই ভাবে লিখে ফেলুন
attrib -h -s -r -a /s /d C:\*.*
লিখা শেষ হয়ে গেলে File টির নাম দিবেন
Remove shortcut virus.bat
মোট কথা আপনি File এর নাম যাই দেননা কেন File নামের শেষে .bat (File Extension) দিবেন।
File Name দেওয়া হয়ে গেলে এবার Desktop এ Save করুন।
ব্যাস হয়ে গেল।
তাহলে আজ এতো এতোটুকুই, আল্লাহ হাফেজ!
টিউনটি সর্বপ্রথম টিউন্স ফেয়ারে প্রকাশিত করা হয়।
আমি আল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।