শুনলাম VPN নাকি সব এম্বি খেয়ে ফেলছে??নিয় নিন সমাধান।
সবাই কেমন আছেন?আমি জানি সবাই ভালো নেই।অনেকে বলছেন VPN নাকি বেশি বেশি এম্বি খাচ্ছে,তাই আপনাদের কথা চিন্তা করেই টিউন করে ফেললাম।এইবার বেশি এম্বি খরচ হবে না।
অনেকে বিভিন্ন VPN ব্যবহার করেন,কিন্তু সব VPN ই কম বেশি এম্বি খায়।তবে আজ আপনাদের জন্য একটা VPN নিয়ে হাজির হলার,যেটা কোন এম্বি খায় না,খেলেও খুব অল্প।
হয়তো প্লে-স্টোরে এই VPN এর ফ্রী ভার্সন পাবেন,কিন্তু আমি আপনাকে দিচ্ছি এর মোড ভার্সন,যার মধ্যে কোন Limitation কিংবা বিজ্ঞাপন নেই।
আর যাতে বেশি এম্বি খরচ না হয়,সেই ব্যবস্থাও নেয়া হয়েছে এই এপে।তাছাড়া এটি কিন্তু লেটেস্ট ভার্সন।
তো আর দেরী কেন?এখুনি নিচ থেকে নামিয়ে ফেলুন,আর ধুমিয়ে কম এম্বি দিয়েই FB,WhatsApp,Clash Of Clans চালান।
Link: এখানে ক্লিক করুন "Create Download Link" এ ক্লিক করুন।
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...