সময়ের সাথে নিজেকে গড়ে তোলার ট্রিক্স  (প্রযুক্তির সাথে)

 

আমার প্রথম টিউনে আপনাকে স্বাগতম।

সময় সে তার নিজ গতিতে চলছে...এখানে  কেও সময়ের সাথে তাল মিলিয়ে নিজের লক্ষে্ অল্প সময়ের মাঝেই নিজেকে মেলে দরে।

আবার,কেও কেও সময়কে ফাকি দিতে গিয়ে নিজেই আত্নঘাতী হামলায় জর্জরীত হয়ে যায়।

এসবের পিছনে বেশ কিছু কারণ আছে,

  • সারাদিনে কি কি করবনে তার প্লেন না করা।
  • সময়ের কাজ সময়ে না করা।
  • কাজের উপর ভিত্তি না করে এলোমেলো ভাবে কাজ করা।
  • অলসতা করা।
  • কাছে সময় দেখার মতো ডিভাইজ থাকা স্বত্বেও আমলে না নেওয়া।

উপরিওক্ত বিষয়গুলা মেনে না চলার কারণে পরিক্ষার সামনেে / এস্যাইমেন্ট জমা দেওয়ার শেষ রাত্রে মাথা নষ্ট হয়ে যায়।কোনটা ছেড়ে কোনটা করব এটা নিয়েও গ্যান্জামে পড়তে হয়। এধরনের সমস্যার অভাব হবে না।কেননা, সময় নিয়ন্ত্রণ নিয়ে মোটামোটি সবাই কম-বেশী ভিকটিম! তাই উদাহরণ কমিয়ে দিলাম,নাহয় আমার আলগা লেকচার এ আপনার মুল্যবান সময় ভেস্তে যেতে পারে।

এবার আসি সমাধানেঃ

  • সারো দিনে কিকি কাজ করবেন তার সর্ট লিষ্ট তৈরি করুন।
  • কাজের উপর ভিত্তি করে কাজের প্রাইরটি দিন।
  • সময়ের কাজ সময়ে করুন।
  • কাজ শেষ হলে লিষ্টের ভিতরে থাকা কাজের নামটাকে কেটে দিন। এতে চাপ কমবে।
  • হয়তো কোন কাজ ৫০% হয়েছে,সেক্ষেত্রে ঐটাকে আলাদা ভাবে মার্ক করে রাখুন।

[ মনে হচ্ছে আপনার মনমেজাজ গরম হয়ে যাচ্ছে ,আসলেন প্রযুক্তি ছোয়া পেতে আ এখানে কি ওল্্টা পাল্টা থিওরি! 🙁

সমস্যা নাই। প্রযুক্তিও দিতেছি! ]

আপনি চাইলে আপনার হাতের র্স্মাটফোন অথবা পিসির সহযোগিতায় সহযেই সর্ট লিষ্ট,কাজের প্রাইরটি,টিউমেন্ট,কাজের ধরন অনুযায়ী ফোল্ডার সহ সময় সংক্রান্ত যাবতিয় কাজ করতে পারবেন। এই এপস এর বড় সুবিদা হলো,চাইলেই ফেসবুকের মতন একটা একাউন্ট কে বিভিন্ন ডিভাইজের মাধ্যমে নিয়ন্ত্রন করতে পারবেন।। এপস গুলো ব্যবহার করা একদম সহজ। আট-দশটা  এপস এ মতোই নরমালি ইনস্টল করবেন আর প্রথমবার ট্রাই করুন তারপর একটা ইমেইল দিয়ে রেজিস্ট্রেন কর নিন। পারবেন ইনশা আল্লাহ।

পিসির জন্য মিডিয়া ফায়ার লিংক: এখানে ক্লিক করুন

এন্ড্রোয়েড এর জন্য মিডিয়া ফায়ার লিংক: এখানে ক্লিক করুন

এপস সম্পর্কে কোনো সন্দেহ থাকলে সরাসরি তাদের লিংক থেকে আসুন।

 

আপনি চাইলে এইটাইপের এপস গুলো নিতে পারবেন.... যেমন গুগুলের #কিপ আছে ক্রোম ব্রাউজার পাশাপাশী ফোনেও ব্যবহার করতে পারবেন।সার্চ করুন পাবেন। আর কোনো প্রব হলে আমি আছি। 🙂

 

আজকে প্রথম টিউন তাই কম লিখতে হচ্ছে। ভুল কয় কোটি হয় আর সমাধান কেমন দিতে পারি তার উপর ভিত্তি করেই আবার দেখা হবে।

ধন্যবাদ।।এম.এস.কে

 

Level 0

আমি সবুজ সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাল একটা জিনিস শেয়ার করার জন্য