এইবার পিসির সাউন্ড কে বানিয়ে ফেলুন এন্ড্রয়েড এর ভাইপার এর মত [3D Sound]

সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন,ভালো আছেন।আজ  এলাম নতুন এক টিউন নিয়ে,আশা করা যায় আগের টিউনগুলোর মত এই টিউনটি ও ভালো লাগবে সবার কাছে।

এন্ড্রয়েড এর জন্য তো অনেক সাউন্ড মোড ব্যবহার করলেন,অনেক তো গান শুনলেন এন্ড্রয়েড এবং তার সাথে বিভিন্ন সাউন্ড মোড নিয়ে।অনেকে বলে এন্ড্রয়েডে নাকি গান শুনে বেশি মজা পাওয়া যায়,গান বেশি উপভোগ করা যায় পিসির তুলনায়।

এন্ড্রয়েডের মধ্যে সাউন্ডকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে শোনা যায় বলে গান শুনে আনন্দ পাওয়া যায়।এই সব সাউন্ড মোডের মধ্যে রয়েছে Viper FX,Viper XHiFi,Dolby Digital,Trinity Engine,আরো কত কি।এই সকল মোডের মাধ্যমে এখন এন্ড্রয়েড ব্যবহার কারীরা সাজিয়ে নিচ্ছে তাদের ইচ্ছে মত সাউন্ড,যার মাধ্যমে তারা হারিয়ে যাচ্ছে গানের মাঝে,সুরের নতুন এক দুনিয়ায়।

এখন কথা হলো এন্ড্রয়েডের জন্য তো বিভিন্ন সাউন্ড মোড রয়েছে,তাহলে উইন্ডোস পিসির জন্য কি  কিছু নেই?অনেক খোজাখোজির পর একটা চরম জিনিস পেলাম,নিজে টেস্ট করলাম এবং অবাক হলাম।নিজের কাছে অনেক ভালো লেগেছে বিধায় আজ তা আপনাদের সবার জন্য নিয়ে এলাম।

এটি হলো একটি Application/SoftWare যা আপনার মিউজিক শুনার আনন্দ কে নিয়ে যাবে অন্য এক লেভেলে কেননা এর মধ্যে রয়েছে 3D Sound System.তাছড়া এর মধ্যে রয়েছে বিভিন্ন সাউন্ড মোড,নিজের ইচ্ছে মত সাজিয়ে নিতে পারবেন সেটিংস,যা আপনার গান শুনার ধারণাকে পরিবর্তন করে দিবে। [আমি কথা দিলাম]

 

Application টির নাম হলো DFX Audio Enhancer.এটি একটি পেইড SoftWare.তবে আজ আপনাকে এটি দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে।

তো আর দেরী কেন? এখুনি নিচ থেকে নামিয়ে ফেলুন এপটি,আর সাউন্ড কে রূপান্তর করুন অন্য এক লেভেলে,ডুবে যান গানের দুনিয়ায়।

 

Download

DFX Audio Enhancer

 

 

 

SoftWare টিকে জিপ [ZIP] করে দিয়েছি,কীভাবে ইন্সটল করতে হবে তা ভিতরে লিখে দিয়েছি [Instruction],সহজেই বুঝতে পারবেন।

 

ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

১-লিঙ্কে ক্লিক করুন।

২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।

৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।

৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।

 

 

 

 

আমার আগের টিউনসমূহঃ

PowerAMP চালাতে পারছেন না?লাইসেন্স চায়? এইদিকে আসুন [রুট লাগবে]

ফেসবুক চলে না? নাকি Clash Of Clans চলে না? নিয়ে নিন সঠিক সমাধান!

facebook-page

আর মাত্র ১ দিন [কালকের মধ্যেই সিম নিবন্ধন না করলে,সিম অফ] তাই এখুনি

 চলছে এন্ড্রয়েড এম এর মেলা [নিয়ে নিন এন্ড্রয়েড এম এর সব কিছু] [অফিসিয়াল]

এই প্যাটার্ন লক দেখেছেন তো? মিস করবেন না কিন্তু

৩০০ কেবি সাইজের হিডেন ভিডিও ক্যামেরা,গোয়েন্ডাগিরি শুরু করে দিন [রুট লাগবে না]

XMod এবং COC এর সম্পর্ক [আসুন জেনে নেই কি কি করা যায়]-কীভাবে আইডি ব্যান হবে না

এন্ড্রয়েড ফোনের RAM ফ্রী এবং ব্যাটারি সেভ করার একামাত্র কার্যকারী উপায় [রুটেড ফোন এর জন্য]

এবার আপনার এন্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন Windows 10

এবার আপনার ফেসবুক এপকে করে ফেলুন ট্রান্সপারেন্ট

এবার ১ ক্লিকে রিফ্রেশ করুন পুরো পিসি সাথে নিন Auto Refresh [মেগা টিউন]

পিসির জন্য নিন IDM আর এন্ড্রয়েড এর জন্য নিন ADM Pro 

নিয়ে নিন প্লে-স্টোর এর সব থেকে দামী ফটো এডিটর $4.99

নিয়ে নিন গুরুত্বপূর্ণ কিছু পেইড এপ্স ও গেইম [যা না থাকলেই নয়]

এবার এন্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন আইফোন

নিয়ে নিন PowerAmp এর বিকল্প [PowerAmp এর দিন শেষ]

এবার রুট/আনরুট করুন যেকোন এন্ড্রয়েড ডিভাইস

এবার Activate করুন Windows 10,MS Office 2016 সহ Microsoft এর যেকোন প্রোডাক্ট [মেগা টিউন]

নিয়ে নিন মোস্তফা গেইম [শুধুমাত্র এন্ড্রয়েড ইউজার দের জন্য]

এবার চাইনিজ ফোনকে বানিয়ে ফেলুন ব্রান্ডের ফোন

নিয়ে নিন MX Player এর সর্বশেষ ভার্সন MX Player Pro v1.8.0

এইবার আপনার এন্ড্রয়েড কে দিন আইফোনের রূপ।

নোকিয়ার পরবর্তী কনসেপ্ট নোকিয়া সোয়ান

নিয়ে নিন ৪০ এম্বি সাইজের একটি ভালো গ্রাফিক্সের ৩ডি রেসিং গেইম [এন্ড্রয়েড]

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ.

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই টিউন টা ট্যাগ করতে পারেন techtunes.io/?p=390625