সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন,ভালো আছেন।আজ এলাম নতুন এক টিউন নিয়ে,আশা করা যায় আগের টিউনগুলোর মত এই টিউনটি ও ভালো লাগবে সবার কাছে।
এন্ড্রয়েড এর জন্য তো অনেক সাউন্ড মোড ব্যবহার করলেন,অনেক তো গান শুনলেন এন্ড্রয়েড এবং তার সাথে বিভিন্ন সাউন্ড মোড নিয়ে।অনেকে বলে এন্ড্রয়েডে নাকি গান শুনে বেশি মজা পাওয়া যায়,গান বেশি উপভোগ করা যায় পিসির তুলনায়।
এন্ড্রয়েডের মধ্যে সাউন্ডকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে শোনা যায় বলে গান শুনে আনন্দ পাওয়া যায়।এই সব সাউন্ড মোডের মধ্যে রয়েছে Viper FX,Viper XHiFi,Dolby Digital,Trinity Engine,আরো কত কি।এই সকল মোডের মাধ্যমে এখন এন্ড্রয়েড ব্যবহার কারীরা সাজিয়ে নিচ্ছে তাদের ইচ্ছে মত সাউন্ড,যার মাধ্যমে তারা হারিয়ে যাচ্ছে গানের মাঝে,সুরের নতুন এক দুনিয়ায়।
এখন কথা হলো এন্ড্রয়েডের জন্য তো বিভিন্ন সাউন্ড মোড রয়েছে,তাহলে উইন্ডোস পিসির জন্য কি কিছু নেই?অনেক খোজাখোজির পর একটা চরম জিনিস পেলাম,নিজে টেস্ট করলাম এবং অবাক হলাম।নিজের কাছে অনেক ভালো লেগেছে বিধায় আজ তা আপনাদের সবার জন্য নিয়ে এলাম।
এটি হলো একটি Application/SoftWare যা আপনার মিউজিক শুনার আনন্দ কে নিয়ে যাবে অন্য এক লেভেলে কেননা এর মধ্যে রয়েছে 3D Sound System.তাছড়া এর মধ্যে রয়েছে বিভিন্ন সাউন্ড মোড,নিজের ইচ্ছে মত সাজিয়ে নিতে পারবেন সেটিংস,যা আপনার গান শুনার ধারণাকে পরিবর্তন করে দিবে। [আমি কথা দিলাম]
Application টির নাম হলো DFX Audio Enhancer.এটি একটি পেইড SoftWare.তবে আজ আপনাকে এটি দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে।
তো আর দেরী কেন? এখুনি নিচ থেকে নামিয়ে ফেলুন এপটি,আর সাউন্ড কে রূপান্তর করুন অন্য এক লেভেলে,ডুবে যান গানের দুনিয়ায়।
SoftWare টিকে জিপ [ZIP] করে দিয়েছি,কীভাবে ইন্সটল করতে হবে তা ভিতরে লিখে দিয়েছি [Instruction],সহজেই বুঝতে পারবেন।
ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১-লিঙ্কে ক্লিক করুন।
২-লিঙ্ক ওপেন হলে "Create Download Link" Option এ ক্লিক করুন।
৩-ইনশাল্লাহ ডাউনলোড শুরু হয়ে যাবে।
৪-মোবাইলের জন্য UC Browser কিংবা Default Browser ব্যবহার করুন।
তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ.
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
এই টিউন টা ট্যাগ করতে পারেন techtunes.io/?p=390625