আমরা অনেকেই ব্লগার এর ব্লগস্পট ব্যবহার করি কিন্তু অনেক খুটি নাটি জানি না এসব খুটি নাটি জানা থাকলে ব্লগটাকে অনেক সুন্দর ভাবে সাজানো যেত । আজকে এমন একটি টিউন করছি যা ব্লগারদের আনেক কাজে আসবে আজকের টিউনটি হচ্ছে কিভাবে হোম পেজ ব্যতিত পোস্ট পেজে গেজেট প্রদর্শন করা । এতে আপনার সাইটেন লোডিং সময় কম লাগবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে তা হলে চলুন দেখি কিভাবে তা করা যায়
প্রখমে আপনাকে blogger.com লগইন করতে হবে লগইন করে ডিজাইন এ গিয়ে edit html যেতে হবে
এবার Expand Widget Templates ক্লিক করতে হবে
এবার আপনাকে খুজে বের করতে এই কোড টুকু <b:widget id='HTML3' locked='false' title='Your Title name you gave to your widget' type='HTML'>
এবার ছবির মত কপি পেস্ট করি
এটি করার আগে আমার করা একটা সাইটের ডেমো দেখে নিন
এবার সেভ করি
আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোডটির ইমেজ না দিয়ে লিখে দিলে কপিপেষ্ট করতে খুবই সুবিধা হত। ধন্যবাদ।