ভিপিন ইউজ করে ফেইসবুক,স্কাইপ,গুগল,হ্যাঙ্গাউট সহ সকল প্রকার সফটওয়ার আপনার পিসিতে ব্যবহার করুন খুব সহজেই


আসসালামু আলাইকুম।

আমরা যারা ফ্রিলান্সিং করি আমাদের খুব প্রয়োজন হয় ক্লায়েন্টদের সাথে কন্টাক করা।তো যারা গুগলের সার্ভিস গুলো আবার যারা ফেইসবুক চালাতে পারতেছেন নাহ তাদের জন্য স্পেশাল টিউন।

আমি অনেকগুলো সফট ওয়ার সার্চ করেছি ফ্রি ভিপিএন নিয়ে। ইন্টারনেটে তেমন ফ্রি ভিপিএন পাই নাই।আবার ফ্রিগুলোর কাজ ও করা যায় নাহ সুবিধা মত।
সব গুলোর মধ্যে Avast Secureline VPN টা ভাল লাগছে।আপনি এইটা খুব সহজেই নামিয়ে নিতে পারেন। ডাউনলোড করার জন্য ক্লিক করুন।এখান থেকে নামিয়ে ইন্সটল করুন।সাত দিনের জন্য ফ্রি দিচ্ছে।ইন্সটল এ সমস্যা হলে ইউটিউবের একটি ভিডিও দেখতে পারেন।ভিডিও টি দেখতে ক্লিক করুন
আর সাতদিনের চেয়ে বেশিদিন যদি চালাতে চান বা আমাদের সরকার যদি ফেইসবুক বা গুগলের সার্ভিস নাহ খুলে দেয় তাহলে ভিডিওর নিচে লিঙ্ক এ ক্লিক করে লাইসেন্স ফাইল বা ভিপিএন সফটোয়ারটা ডাউনলোড করতে পারেন।আমি এখান থেকে ডাউনলোড করে ইউজ করতেছি।

বা আপনি এখানেও দেখতে পারেন।এখানে আপনাদের সুবিধার জন্য আমি ইউটিউব ভিডিও টা দিয়ে দিচ্ছি ইম্ভেড করে। 🙂

আমি আপনাদের কে আমার পিসির স্ক্রিনশট দিচ্ছি।আমি চালাচ্ছি তার

Download Avast Secureline Vpn
Download Avast Secureline Vpn

ফ্রি এডন্স দিয়েও আপনি খুব সহজেই ফেইসবুক চালাতে পারেন

আপনারা যদি ভিপিএন চালাতে না চান তাহলে খুব সহজেই ক্রোম ব্রাইজারে অথবা মজিলা ফায়ারফক্সে একটা এডন্স ব্যবহার করেও ইউজ করতে পারেন।এডন্স টা ইউজ করার জন্য আপনাকে কোন টাকা ব্যয় করতে হবে ফ্রি।প্রিমিয়াম ভার্সন টা ইউজ না করেও খুব ভাল্ভাবে ইউজ করতে পারেন।এডন্স টা ইন্সটল করার জন্য ক্লিক করুন

তারপর ইন্সটল করার জন্য

google chrome Free vpn addons
google chrome Free vpn addons
এখানে ক্লিক করুন

তারপর আপনার ইমেইল এড্রেস আর পাসোয়ার্ড দিয়ে একটা একাউন্ট করুন।তারপর আপনার ইমেইল একটা মেইল যাবে।ওখানে ক্লিক করে ভেরিফাই করুন।ভেরিফাই হয়ে গেল লগিন করুন।

এবার আপনার এডন্স টি সেটিংস করার জন্য

google chrome Free vpn addons
google chrome Free vpn addons
এখানে ক্লিক করুন।তারপর অন করুন এটা টেন নিয়ে
google chrome Free vpn addons
google chrome Free vpn addons
এটা অন হয়ে গেলেই কাজ শেষ এখান আপনি কোন জামেলা ছাড়াই ফেইসবুক অথবা অন্য ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন আমেরিকার মানুষ হয়ে।আর যখন অন করবেন তখন এটা এমন দেখাবে
google chrome Free vpn addons
google chrome Free vpn addons
।এভাবে আপনি ফায়ারফক্সেও একই এডন এড করে নিতে পারেন।

কোন জামেলা হলে টিউমেন্ট করবেন এখানে চেষ্টা করব উত্তর দেয়ার 🙂

Level 0

আমি xossarif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার সমন্ধিত কথাবার্তা আমার ফেবু ওয়ালে পাবেন https://www.facebook.com/xoss.arif


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ব্যাক্তিগতভাবে সাইনআপ সাইটগুলোতে আমি ভিপিএন ব্যাবহারের পক্ষপাতি না।

Level 0

তবে আপনার টিউনটি ভাল হয়েছে।

    Level 0

    অনেক ধন্যবাদ ভাই 🙂

ZenMate আসলেই অনেক ভালো একটা জিনিস। বাড়তি ভিপিএন ইউজ না করেই ব্রাউজার থেকে কাজ সেরে নেওয়া যায়।