সবাই কেমন আছেন?আশা করি খুব একটা ভালো নেই কেননা সরকার আমাদের সকল রাজত্ব বন্ধ করে দিয়েছে।তবুও অনেকে অনেক ভাবে সেই বন্ধ করা সাইট গুলোকে ব্যবহার করছে।আজ নিয়ে এলমা নতুন এক টিউন নিয়ে,আশা করি ভালো লাগবে।
পাওয়ারএম্প নিয়ে অনেকে অনেক সমস্যার কথা জানিয়েছেন।কিছু দিন পর পর লাইসেনশ চায়,পাওয়ার এম্প লাকি পেচার দিয়েও কোন সমাধান মিলে নি।তাই আজ আপনাদের কথা মাথায় রেখে নিয়ে এলাম সমাধান,আশা করি সকলের ভালো লাগবে।
পাওয়ারএম্প আজীবনের জন্য চালাতে চাইলে নিচের স্টেপ গুলো অনুসরণ করুনঃ
যা যা লাগবেঃ
সাহস,সামান্য বুদ্ধি
তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ.
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
আমার ছোট ভাইয়ের একটা নোটবুক আছে। Acer aspire one(ZG5). 1gb ram, 1.6ghrz atom processor. 120gb hard drive. আপনার এই উইন্ডোজ কি এই নোটবুকে সাপোর্ট করবে?