PowerAMP চালাতে পারছেন না?লাইসেন্স চায়? এইদিকে আসুন [রুট লাগবে]

সবাই কেমন আছেন?আশা করি খুব একটা ভালো নেই কেননা সরকার আমাদের সকল রাজত্ব বন্ধ করে দিয়েছে।তবুও অনেকে অনেক ভাবে সেই বন্ধ করা সাইট গুলোকে ব্যবহার করছে।আজ নিয়ে এলমা নতুন এক টিউন নিয়ে,আশা করি ভালো লাগবে।

পাওয়ারএম্প নিয়ে অনেকে অনেক সমস্যার কথা জানিয়েছেন।কিছু দিন পর পর লাইসেনশ চায়,পাওয়ার এম্প লাকি পেচার দিয়েও কোন সমাধান মিলে নি।তাই আজ আপনাদের কথা মাথায় রেখে নিয়ে এলাম সমাধান,আশা করি সকলের ভালো লাগবে।

 

পাওয়ারএম্প আজীবনের জন্য চালাতে চাইলে নিচের স্টেপ গুলো অনুসরণ করুনঃ

যা যা লাগবেঃ

পাওয়ার এম্প [ট্রায়াল ভার্সন]

পাওয়ার এম্প আনলকার

লাকি পেচার

রুটেড ফোন

সাহস,সামান্য বুদ্ধি

আসুন আসক কাজে ঝাপিয়ে পরিঃ

১)আশা করি উপরের সব ফাইল গুলো ডাউনলোড করে ফেলছেন।

২)পাওয়ার এম্প ইন্সটল করুন [ট্রায়াল ভার্সন],দয়া করে Open বুতাম এ চাপ দিবেন না।Done বুতামে চাপ দিন।

৩)পাওয়ার এম্প আনলকার ইন্সটল করে Open করুন। Hide Icon Option এ টিক দিন।

৪)এইবার পাওয়ার এম্প Open করুন,কিন্তু দয়া কইরা কোন জায়গায় হাত দিবেন না,কোন অপশনে হাত দিবেন না।প্লিজ [১০ সেকেন্ড অপেক্ষা করুন]

৫)Home Button Press করুন।Setting>Apps>Running>PowerAmp>Force Close করুন।

৬)লাকি পেচার ইন্সটল করুন।হলুদ রঙ এর পাওয়ার এম্প [ট্রায়াল ভার্সন দেখতে পারবেন] এ প্রেস করুন।

৭) open menu of patches > custom patch > patch.by.sanx_com.maxmpz.audioplayer > apply করুন।

৮)প্রেস Launch,PowerAmp>menu>setting>send error to developer [টিক মুছে ফেলুন]

৯)এখন উপরে গিয়ে "Misc" press it > (টিক দিন "Disable anonymous stats")

১০)এইবার ধুমিয়ে গান শুনুন,মজা করুন।

 

 

আমার আগের টিউনসমূহঃ

ফেসবুক চলে না? নাকি Clash Of Clans চলে না? নিয়ে নিন সঠিক সমাধান!

facebook-page

 

আর মাত্র ১ দিন [কালকের মধ্যেই সিম নিবন্ধন না করলে,সিম অফ] তাই এখুনি

 চলছে এন্ড্রয়েড এম এর মেলা [নিয়ে নিন এন্ড্রয়েড এম এর সব কিছু] [অফিসিয়াল]

এই প্যাটার্ন লক দেখেছেন তো? মিস করবেন না কিন্তু

৩০০ কেবি সাইজের হিডেন ভিডিও ক্যামেরা,গোয়েন্ডাগিরি শুরু করে দিন [রুট লাগবে না]

XMod এবং COC এর সম্পর্ক [আসুন জেনে নেই কি কি করা যায়]-কীভাবে আইডি ব্যান হবে না

এন্ড্রয়েড ফোনের RAM ফ্রী এবং ব্যাটারি সেভ করার একামাত্র কার্যকারী উপায় [রুটেড ফোন এর জন্য]

এবার আপনার এন্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন Windows 10

এবার আপনার ফেসবুক এপকে করে ফেলুন ট্রান্সপারেন্ট

এবার ১ ক্লিকে রিফ্রেশ করুন পুরো পিসি সাথে নিন Auto Refresh [মেগা টিউন]

পিসির জন্য নিন IDM আর এন্ড্রয়েড এর জন্য নিন ADM Pro 

নিয়ে নিন প্লে-স্টোর এর সব থেকে দামী ফটো এডিটর $4.99

নিয়ে নিন গুরুত্বপূর্ণ কিছু পেইড এপ্স ও গেইম [যা না থাকলেই নয়]

এবার এন্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন আইফোন

নিয়ে নিন PowerAmp এর বিকল্প [PowerAmp এর দিন শেষ]

এবার রুট/আনরুট করুন যেকোন এন্ড্রয়েড ডিভাইস

এবার Activate করুন Windows 10,MS Office 2016 সহ Microsoft এর যেকোন প্রোডাক্ট [মেগা টিউন]

নিয়ে নিন মোস্তফা গেইম [শুধুমাত্র এন্ড্রয়েড ইউজার দের জন্য]

এবার চাইনিজ ফোনকে বানিয়ে ফেলুন ব্রান্ডের ফোন

নিয়ে নিন MX Player এর সর্বশেষ ভার্সন MX Player Pro v1.8.0

এইবার আপনার এন্ড্রয়েড কে দিন আইফোনের রূপ।

নোকিয়ার পরবর্তী কনসেপ্ট নোকিয়া সোয়ান

নিয়ে নিন ৪০ এম্বি সাইজের একটি ভালো গ্রাফিক্সের ৩ডি রেসিং গেইম [এন্ড্রয়েড]

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ.

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ছোট ভাইয়ের একটা নোটবুক আছে। Acer aspire one(ZG5). 1gb ram, 1.6ghrz atom processor. 120gb hard drive. আপনার এই উইন্ডোজ কি এই নোটবুকে সাপোর্ট করবে?

সরি ভাই। অন্য টিউনে কমেন্ট করতে গিয়ে ভুলবসত আপনার টিউনে কমেন্ট করে ফেলেছি।