দেখে নিন কিভাবে অনাকাঙ্ক্ষিত Websites block করবেন!!

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্। কেমন আছেন প্রিয় টেকটিউনস'বাসী? আশা করি সবাই ভালো আছেন।আজকের টিউনটি একটু অন্যরকম।
নিজের স্মার্টফোনকে করে নিন আরও সিকিউর।
আপনার পছন্দের অ্যান্ডয়েড ফোন থেকে যেন অনাকাঙ্ক্ষিত কেউ যাতে যত্রতত্র যেকেনো ওয়েবসাইটে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা সহজেই করে নিতে পারেন। স্মার্টফোনে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট যাতে না খোলে (ব্লক করে রাখা), সে জন্য ঐ সাইট ব্লক করে রাখতে হয়।এ জন্য বেশ কাজের একটি এপস হলো "Host Editor"। এই এপসটি ব্যবহার করে নেটওয়ার্কের হোস্ট ফাইলকে সম্পাদন করার মাধ্যমে আপনার স্মার্টফোনে সাইটে ব্রাউজিংয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা আনতে পারবেন।মূলত Host Editor এপসটি প্রতি ওয়েবসাইটের জন্য একটি আইপি এড্রেস নির্ধারণ করে দেয় এবং অনুমতি ছাড়া কাউকে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে দেয় না। সাইট ব্লক করতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে।এ জন্য প্রথমেই আপনাকে "Host editor" নামের এপসটি আপনার এন্ড্রয়েড ফোনে ইন্সটল করে নিতে হবে। এপসটি গুগল প্লে স্টোর
থেকে নামিয়ে নিতে পারবেন। এপসটি নামানো হয়ে গেলে আপনার স্বাধের ফোনে ইন্সটল করে নিন।ইন্সটল শেষে সেটি চালু করে মেনু থেকে New Entry নির্বাচন করুন।এবার IP Address এর ঘরে 127.0.0.1 লিখে Host entries ঘরে যে সাইট ব্লক করতে চান,তার ঠিকানা (যেমন facebook.com,আমি উদাহরণ স্বরুপ ফেসবুকের নাম লিখলাম) লিখে Save New Host বাটন চেপে সেটি সংরক্ষণ করে দিন।এভাবে যতগুলো সাইট ব্লক করতে চান, New Entry চেপে করে নিতে পারবেন।খেয়াল রাখুন, প্রথম যেকেনো সাইট ব্লক করার জন্য IP Address এর ঘরে 127.0.0.1 লিখলে পরেরটির জন্য আপনাকে IP Address এর ঘরে 127.0.0.2 লিখতে হবে।এভাবে আপনার যত সাইট ব্লক করা দরকার, প্রতিবার IP Address ঘরের আইপি ঠিকানার শেষের সংখ্যা পর্যায়ক্রমে বাড়িয়ে নিতে থাকবেন।এভাবে কাজটি করতে পারলে নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক হবে এবং কেউ সেটিতে ঢুকতে পারবে না। এভাবে আপনার যত ইচ্ছা সাইট ব্লক করে নিতে পারবেন।তারপরও যদি কারও বুঝতে সমস্যা হয়, তবে আপনার জন্য তো টিউমেন্ট বক্স খালিই পড়ে আছে।আপনার সমস্যা জানাতে পারেন নির্দ্বিধায়।আজ এ পর্যন্তই। "ভালো থাকুন সবাই, ভালো রাখুন চারপাশের সবাইকে"।
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।

Level 0

আমি আদিল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই .রি ক্যাপচা কেমনে দেয়

কোথায় পেলেন?