আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্। কেমন আছেন প্রিয় টেকটিউনস'বাসী? আশা করি সবাই ভালো আছেন।আমাদের দেশে গ্রাহক পর্যায়ে ইন্টারেটের উচ্চমূল্যের কারনে আমাদের অনেককেই হিসেব করে Websites visit করতে হয়।তার উপর কিছু ট্রিকস না জানার কারনে যদি আমাদের মূল্যবান মেগাবাইট খোয়া যায়, তাহলে কেমন লাগে?
কিন্তু
এমন অনেক সাইট আছে যেখানে
গেলে Autoplay (স্বয়ংক্রিয়ভাবে)
ভিডিও চালু হয়ে যায়।
আর আমরা তো মোটামুটি সবাই ফেসবুক ইউজ করি।ফেসবুকেের ভিডিও Auto play (সয়ংক্রিয়ভাবে) চালু হয়ে যাওয়া ভিডিও চালু হওয়া এমনই একটি সমস্যা।
আর এখন
ফেসবুকের News feed এ মাউস scroll
করলেই ফেসবুকে দেওয়া বন্ধুদের ভিডিওগুলোও
স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়।কখনো কখনো
এটি অনেকের জন্য বেশ বিরক্তির কারণও হয়ে
দাঁড়ায়। আপনি যদি এমন সমস্যা থেকে মুক্তি পেতে চান,তাহলে আপনার ওয়েব
ব্রাউজারের সেটিংসে কিছু
পরিবর্তন আনলে "স্বয়ংক্রিয়ভাবে চালু
হওয়া ভিডিও" থেকে মুক্তি পাবেন।
Facebook video : ফেসবুকের শেয়ার
হওয়া ভিডিওতে মাউস scroll করলেই
স্বয়ংক্রিয়ভাবে সেটি চালু হয়ে
যায়। কখনো এটি বেশ বিরক্তিকর
আবার তুলনামূলক বেশি ব্যান্ডউইথ খরচ হয়।আপনি
এই ফিচারকে বন্ধ করতে চান, তাহলে ফেসবুকে Log in করুন।তারপর ওপরের ডান পাশের তীর(→)
চিহ্নিত স্থানে ক্লিক করে Settings এ ক্লিক করুন।
Setting এর বামপাশের তালিকা
থেকে Videos নির্বাচন করে ক্লিক করুন। ভিডিও
সেটিংসের Auto-Play Videos এর ডানের
কম্বো বক্স (Default) থেকে Off নির্বাচন
করে দিন।তাহলে আশা করি ফেসবুকের ভিডিও আর
স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। এ তো গেল ফেসবুক সমস্যার কথা।এবার জেনে নিন অন্যান্য ওয়েবসাইটে চলা
স্বয়ংক্রিয় ভিডিও বন্ধ করতে হলে কি করবেন। আপনার
ব্রাউজারের সেটিংসে কিছু
পরিবর্তন আনলেই এ সমস্যা থেকে মুক্তি পাবেন।
★আপনি যদি
Mozilla Fairfox ব্যবহারকারী হন★
মজিলা ফায়ারফক্স
ব্রাউজার ওপেন করে "Ctrl+ L" বোতাম চেপে অ্যাড্রেস
বারে যান। এড্রেস বারে about: addons লিখে
এন্টার করুন। বাম পাশে একটি plugins তালিকা দেখতে পাবেন।এই Plugins তালিকার উপর ক্লিক করুন। plug ins তালিকা
থেকে "Shockwave Flash" add ons টি খুঁজে বের করুন। তারপর
ডানের কম্বো বক্স থেকে "Ask to Activate"
নির্বাচন করে দিন।
Opera ইউজাররা যা করবেন: স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া
ভিডিও বন্ধ করতে আপনার অপেরা
ব্রাউজারটা ওপেন করুন। অ্যাড্রেস বারে গিয়ে
about:config লিখে এন্টার চাপুন। এবার একটা পেজ আসবে।এখান থেকে
"Preference editor" নামের option টি খুঁজে বের করুন। preference editor এ গিয়ে Multimedia'য় ক্লিক
করুন। "Allow Auto play" এর পাশে যে টিক চিহ্নটি দেওয়া আছে, সেটি তুলে দিয়ে সেভ বাটন চেপে বের হয়ে আসুন।এবার নিশ্চিন্ত যেকেনো websites visit করুন।যেকেনো ভিডিও Auto play হওয়া থেকে বাঁচুন।
Crome Browser ব্যবহারকারীরা টেনশন নিয়েন না।আপনাদের জন্যও সমাধান আছে। গুগল ক্রোম ব্রাউজার চালু করে
অ্যাড্রেস বারে chrome:/settings/content (ঠিক যেভাবে লেখা আছে সেভাবে লিখুন)
লিখে এন্টার করুন। Plugins এর অাওতাধীন
"Let me choose when to run plugin content" option টি
নির্বাচন করে দিন। আবারও
অ্যাড্রেস বারে গিয়ে chrome://plugins
লিখে এন্টার চাপুন। Adobe Flash Player এর
নিচের ↓ "Always allowed to run" এর পাশে দেওয়া টিক
চিহ্নটি তুলে দিন।ব্যস এবার ভিডিও Auto play 'র ঝামেলাবিহীন ওয়েবসাইটে ব্রাউজে মেতে উঠুন। আজ এ পর্যন্তই। "সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশের সবাইকে"।
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।
আমি আদিল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।