বন্ধুরা,
আজকে আর বেশি কথা নয়। নিয়ে নিন চরম গরম সুপার টুপার Web Browser: Baidu Spark Brower। কথা দিলাম আপনার আ্ইডিএম কেও হার মানাবে। আরো জেনে নেই কি আছে এতে :
IDM Downloader [No Crack Needed] :
এতে আছে IDM Downloader. আপনি কোনে ডাউনলোডে ক্লিক করলেই IDM মত সুপার গতিতে ডাউনলোড হবে। বিশ্বাস হচ্ছে না ট্রাই করে দেখুন।
Video Downloader :
যখনি আপনি এই ওয়েব ব্রাউজার দিয়ে কোনো ভিডিও বা অডিও গান দেখবেন/শুনবেন তখনই ডাউনলোড ক্যাচ করে নিবে অটোমেটিক্যালি। তারপর আপনার ইচ্ছা হলে YES বাটনে ক্লিক করবেন। আর ডাউনলোড হয়ে যাবে।
Video Pop-up Player
Baidu ব্রাউজার দিয়ে, আপনি নিজস্ব পপ আপ উইন্ডোতে যে কোন ভিডিও উপভোগ করতে পারবেন। অনলাইন ভিডিও দেখার সহজ হয়েছে এবার।
Mouse Gestures
মাউসের স্ক্রল বাটন দিয়ে আপনি অনায়সে এক স্থান থেকে অন্য স্থানে Smothly যেতে পারবেন।
Account Syncing
Baidu ব্রাউজার এর মূল বৈশিষ্ট্য হঠাৎ করে আপনি বাড়ির বািইরে চলে গেলেন। এখন ইন্টারনেট বাউজ করার প্রয়োজনীয়তায় আপনি কোনে সাইবার ক্যাফে ঢুকলেন। শুধু মাত্র আপনার Google অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন এবং আপনার বুকমার্ক, ইতিহাস, প্লাগ-ইন, স্কিনস এবং সেটিংস সব অঙ্গীভূতভাবে স্থানান্তরিত হয়ে যাবে ব্রাউজারে। সমাপ্ত হয়ে গেলে, কেবল লগ আউট দিবেন
Screen Capture :
এই ব্রাউজার দিয়ে সহজেই আপনি স্ক্রিন ক্যাপচার এবং এডিট করতে পারবেন সাথে সাথে। আর স্ক্রিন ক্যাপচারটি ডাউনলোড হবে আপনার পছন্দের রেজুলেশনে।
আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Some persons have some own dreams like me. My dreams to be a good freelancer who earn money from internet throw his activities. I want to show my creativity with this site. That's why I want permission from admin.