প্রথমেই মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি।
আজকে যারা ফেসবুক চালাতে পারছেন না শুধু মাত্র তাদের জন্য... আমি সবসময় টিউন করিনা, শুধু আপনাদের প্রয়োজনীয় বিষয় গুলো নিয়েই টিউন করি, প্রতিবারের মত আশাকরি এইবার ও আপনারা ভালো কিছু পাবেন... এবং আমি ভালো কিছু দেয়ার চেষ্টা সবসময় করি এবং আজও করব।
আসুন সময় নস্ট না করে দেখে নিই...
ক্রোম এর জন্য
প্রথমে আমাদের কে https://chrome.google.com/webstore/category/apps?hl=en লিঙ্ক থেকে zenmate addon টা add to chrome করে নিতে হবে, তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে, তারপর আপনি ইমেইলে গিয়ে জাস্ট ভেরিফিকেশন করে নিন... দেখবেন আপনার টুল বারে জেনমেট এড হয়ে গেছে, এনাবল না থাকলে এনাবল করে নিন,
যারা firefox বা অন্য ব্রাউজার ইউজ করে থাকেন তারা গুগলে সার্চ দিয়ে ঠিক সেই ব্রাউজারের জন্য জেনমেট নামিয়ে নিন... এবং ক্রোমের মত উপরোক্ত কাজগুলো সম্পন্ন করুন।
firefox এর addon add জন্য এই লিঙ্ক ইউজ করতে পারেন- https://zenmate.com/zenmate-for-firefox/
এটা জেনমেটের অফিসিয়াল সাইট ঐ খানে সব গুলোই পাবেন আশাকরি।
যেকোনো কিছু জানতে চাইলে টিউমেন্ট করুন...
ভালো ভাবে বুঝার জন্য -- ভিডিওটি দেখুন এইখানে
ফেসবুকে আমি এইখানে
সাথে থাকার জন্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ...
আশা করি পরবর্তীতে আপনাদের আরও মান সম্মত টিউটোরিয়াল উপহার দিতে পারব।
কষ্ট করে দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এইখানেই বিদায় নিচ্ছি। শুভ রাত্রি
আমি অভি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইটা কাজে লাগতে পারে মোবাইল থেকে বেস্ট আমিও করতে পেরেছি 🙂
https://www.youtube.com/watch?v=QFH0KFg3Z4Y