এখন সাময়িকভাবে ফেসবুক, হোয়াসঅ্যাপ এবং আরও সোসিয়াল সাইট বন্ধ থাকলেও আপনি কেন বন্ধ থাকবেন, দেখে নিন কিভাবে আপনার স্মার্টফোনে বন্ধ করা সাইটগুলো চালাবেন !!!

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন, তবে আজকে হয়তবা অনেকেই ভাল নেই, কারণ সরকার যে একটা কি কাজ করল???

ম্যাক্সিমাম সোসিয়াল সাইট গুলো বন্ধ করে রেখেছে, আর আজকাল তো আমাদের ফেসবুক, হোয়াটঅ্যাপ ছাড়া চলেই না।

যাই হউক, যারা জানেন না আজকের টিউন টা শুধু তাদের জন্য, এবং সোসিয়াল সাইট প্রেমিকদের জন্য। 🙂

প্রথমে বলে নি এটা শুধু এন্ড্রুয়েড ফোন এর জন্য।

যা যা লাগবে :

১। একটি সফটওয়্যার, যার নাম হচ্ছে - Hotspot Shield VPN

VPN (Virtual Private Network) নিয়ে অনেকরেই ধারনা আছে, তাই আজ এটা নিয়ে তেমন আলোচনা করলাম না।

সফটওয়্যার টি আপনারা ফ্রী তে পাবেন, কিন্তু ফ্রী ভার্সনে অনেক কিছুই থাকে না, সঠিকভাবে কাজ করে না !!

চিন্তার কিছু নেই আমি আপনাদের ফাইনাল ভার্সন দিয়ে দিব।

প্রথমে নিচের যেকোনো একটি লিংক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিনঃ

সাইজ - ৭.১৮ এমবি

সরাসরি গুগল ড্রাইভ ডাউনলোড লিংক - https://drive.google.com/uc?export=download&id=0B6rJkCkCYSBJRmFLZXQ4amFvbTQ

ডাটা ফাইল হোস্ট ডাউনলোড লিংক - http://www.datafilehost.com/d/d243319f

 

কার্যপ্রণালীঃ

১. প্রথমে আপনার মোবাইল ফোনের ডাটা কানেকশন অফ করুন,

২. তারপর অ্যাপ টি ডাউনলোড করা শেষ হলে স্বাভাবিক নিয়মে অ্যাপটি ইন্সটল করে নিন,

৩. অ্যাপ টি ইন্সটল করা শেষ হলে, আপনার অ্যাপ ড্রয়ারে Hotspot Shield নামে একটি অ্যাপ চলে আসবে,অ্যাপটি ওপেন করুন।

 

 

৪. তারপর Next এ ক্লিক করুন,

৫. তারপর মোবাইল এর ডাটা কানেক্ট করুন এবং Vpn সফটওয়্যার এ এসে Connect এ ক্লিক করুন,

৬. তারপর নিচের মত একটি উইন্ডো আসবে, I trust এর ঘরে টিক চিহ্ন দিন, এবং OK তে ক্লিক করুন,

৭. তারপর কিছুক্ষন অপেক্ষা করুন, নিচের মত দেখবেন কানেক্ট হয়ে গেছে,

৮. ফাইনালি আপনি VPN এ কানেক্ট করতে পেরেছেন, এখন উপরের পিকচার টার মধ্যে লক্ষ করুন Add Apps লেখা রয়েছে, এটা হচ্ছে আপনি কোন কোন অ্যাপস গুলা এই VPN দিয়ে চালাতে চান তা সিলেক্ট করা, তাই আপনি যেই অ্যাপ গুলা ইউস করতে চান Add Apps এ ক্লিক করে, অ্যাপস গুলা সিলেক্ট করে ব্যাক দিয়ে দিলেই হয়ে যাবে। কথাটা বুজতে অসুবিধা হলে নিচের পিক গুলা দেখুন...

Add করার পর,

এখন আপনি নিশ্চিন্ত ভাবে সকল বন্ধ সাইট গুলো  ইউস করতে পারবেন।

VPN শুধু সোসিয়াল সাইট গুলার জন্য না ইন্টারনেট এ যত বন্ধ সাইট রয়েছে আপনারা তা, এই VPN অ্যাপ ইউস করে Access করতে পারবেন,

কম্পিউটার এর  জন্যেও Hotspot Shield VPN সফটওয়্যার রয়েছে, ইন্টারনেট এ সার্চ করলে পেয়ে যাবেন, কার্যপ্রণালী প্রায় একইরকম।

আরেকটি কথা অনেক সময় ভিপিএন অ্যাপ টি কানেক্ট নিতে চায় না, তাই ঘাবড়ানোর কোন দরকার নেই... শুধু কয়েকবার ট্রাই করবেন কানেক্ট করার ইনশাল্লাহ কানেক্ট হয়ে যাবে। আর মাথায় রাখবেন যখনি Hotspot Shield VPN অ্যাপটি ওপেন করবেন তখন যেন আপনার মোবাইল ফোন এর ডাটা কনেকশন অফ থাকে, অ্যাপ টি ওপেন হয়ে যাওয়ার পর তারপর ডাটা কানেকশন অন করবেন, তা না হলে এটা ফ্রী ভার্সনে চলে আসবে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন,

এছাড়াও কিছু প্রক্সি সাইট রয়েছে যার মাধ্যমে বন্ধ সাইটে ঢুকা যায়, যেমন - Zacebook.com, Hideme.be, Kproxy.com

এবং মোজিলা ও ক্রোম এর কিছু এক্সটেন্সান রয়েছে যেগুলার মাধ্যমেও বন্ধ সাইটে ঢুকা যায়,

তবে সবচেয়ে বেস্ট হচ্ছে আমি আপনাকে যেভাবে দেখালাম, আসলে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে ব্যবহার করার পর।

ওকে বন্ধুরা আশা করি আপনাদের আর কষ্ট করে ফেসবুক বা অন্যান্য সোসিয়াল অ্যাপ থেকে বিরত থাকতে হবে না এই টিউনটি পরার পর।

আমি চেষ্টা করেছি ভালভাবে বোঝানোর জন্য, আশা করি আপনারা বোঝতে পেরেছেন, আর যদি কারর সমস্যা হয় বোঝতে তাহলে টিউমেন্ট করে জানাবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপলে দেওয়ার ট্রাই করব।

ধন্যবাদ সবাইকে,

ফেসবুকে আমি

Level 0

আমি নাজমুল সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 516 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সরকারি সিদ্ধান্ত বিরোধী টিউন না করাই শ্রেয়।

    Level 1

    সরকার সিদ্ধান্ত নিয়েছে আমার matha falaya dibo tai protibad na korai valoi….
    joto sob chamchar dol

    bro eikhane sorkarer birodde kew jacche nah.. koyekta kichu manusher jonno sorkar sobai suffer korate pare na.

Biswajit Bro Spam korar ki dorkar.

    তানিম রহমান ভাইয়া আমার IOS Device নেই , তাই আমি আপনাকে সিউর দিয়ে কিছু বলতে পারব না, তবে আপনাকে এই সফটওয়্যার এর IOS ভার্সন এর অফিশিয়াল লিংক তা দিলাম আপনি ট্রাই করে দেইখেন, কার্যপ্রণালী প্রায় সেমই হবে –
    http://www.hotspotshield.com/vpn-for-iphone

IOS diye korar process ta jodi diten 🙂

vai ai Facebook party jodi khapa otha….tahole problem hoe jabi….tai boro boro vai ja tune dissen taa to volo…oder santona daoer jonno?. try kora daki ki hoi

vai awesome software ….kaja lagasa