কম্পিউটার থেকে অপ্র্যয়োজনীয় Registry ফাইল বাদ দিন

কখনো কখনো কম্পিউটার ইনস্টল করা কোনো সফটওয়্যার ডিলিট বা আন-ইনস্টল করার পরও তা Add/Remove থেকে তালিকায় থেকে যায়। কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার অথবা প্রোগ্রাম ব্যবহারকারী ভুলবশত আন-ইনস্টল না করে সরাসরি ডিলিট করলে সাধারণত এ সমস্যা দেখা দেয়। কম্পিউটার ব্যবহারকারীকেই মাঝেমধ্যে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে দেখা যায়।  এ সমস্যার একটি কার্যকর সমাধানের জন্য আপনাকে উইন্ডোজের রেজিস্ট্রি ফাইলটি সম্পাদনা করতে হবে।

  • আর এ জন্য যা করতে হবে তা হলো:- ক্লিক> স্টার্ট--->

    images16.jpg

  • রান এ যান >ডায়ালগ বক্সে regedit কথাটি লিখুন --->

    images1.jpg

  • এরপর HKEY-LOCAL-MACHINE > SOFTWARE--->

    hkeylocalmachine4.jpg

Microsoft >Windows >Current Version > Uninstall অংশে চলে যান। এখন এখান থেকে যে সফটওয়্যারগুলোকে আপনি ইতিমধ্যে আন-ইনস্টল বা ডিলিট করে ফেলেছেন, তা ওই তালিকা থেকে নির্বাচন করে মুছে ফেলুন। এখন রেজিস্ট্রি এডিটরটি বন্ধ করে বেরিয়ে আসুন।

Level 0

আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নতুন একটি বিষয় জানতে পারলাম ।
ধন্যবাদ আপনাকে

Level 0

vai amar akta pblm! pls akto help korben. ami amar pc te bluetooth use kortam. market thekhe ager bluetooth cheye upadate akta bluetooth device kine install korar pore atar pblm holo ata poti bar pc rst ar shate sahate ata notun kore install korte hoi. ata amar kache valo lage nai. tai akhon chitachi amar ager bluetooth device ta use korar jonno . kintu pblm ta holo ager bluetooth software ta install korle ota ar run hoi na! setup cmpld hoi but run hoina. amar onno pc tee run hoi. atar jonno ki kora jai akto kindly janale khub khushi hobo. ty