কোয়ালিটি ঠিক রেখে বড় সাইজের ছবিকে সফটওয়্যার ছাড়া সহজেই ছোট করে নিন।

সবাইকে আসসালামুয়ালাইকুম। যেহেতু টেকটিউনসে এইটাই আমার প্রথম টিউন তাই  নতুন হিসেবে টিউনে কোন ভুল থাকলে তা ক্ষমাসূলভ দৃষ্টিতে দেখবেন।স্বাভাবিকতো আমরা ডিজিটাল ক্যামেরা কিংবা DSLR এ ছবি  তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতেই দেখি আপলোড হতে অনেক সময় লাগে। মাঝে মধ্যে অনেকবার চেষ্টা করার পরেও আপলোড করা যায় না। এতে চরম ধহ্যের পরীক্ষা দিতে হয়। তাই সহজে পিক আপলোড দেওয়ার জন্যই বড় সাইজের ছবিকে ছোট করিয়ে নিলে সহজেই আপলোড দেওয়া যায়।

আর কথা বাড়াবো না, চলুন তাহলে দেখে নেই কিভাবে বড় সাইজের ছবিকে ফটোশপ ছাড়া সহজেই ছোট করে নিবেন।

নিম্নের ধাপ গুলো অনুসরন করুন

১ম ধাপ

যে ছবিটাকে ছোট করবেন সেই ছবিটাকে সিলেক্ট করুন। তারপর  right click করে  open with এ ক্লিক করে Microsoft picture manager কে সিলেক্ট করুন।

২য় ধাপ

এখন একটি উইন্ডো ওপেন হবে। নিচের ছবির মতো ওখানে EDIT PICTURE এ ক্লিক করুন। 

৩য় ধাপ 

এখন compress picture এ ক্লিক করুন। নিচে স্ক্রীনশট দেওয়া হলো।

৪র্থ ধাপ 

compress এ ক্লিক করার পর একটি সাইডবার ওপেন হবে। প্রথমে ওখানে নিচের ছবির মতো Documents এ ক্লিক করবেন। এর পরে OK ক্লিক করে save করে নিবেন। 

কমপ্রেস করার পরও দেখবেন ছবির কোয়ালিটি একটুও কমেনি। শুধু সাইজটাই কমেছে।

আর এতেও যদি বুঝতে কষ্ট হয় বা না বুঝে থাকেন তাহলে কষ্ট করে এই ভিডিওটি দেখে আসতে পারেন। ধন্যবাদ। 🙂

Level New

আমি ডিজিটাল পরিব্রাজক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৪র্থ ধাপে কেন document কিল্ক করতে বললেন সেটা বোঝালেন না আর কেন Web pages বা E-mail messages এ সিলেক্ট করবো না সেটাও বোঝালেন না।

ছবির আয়তনও ছোট করে দিচ্ছে আর সেই কারনে ফাইল সাইজ ছোট হচ্ছে। ছবির আয়তন ঠিক রেখে ফাইল সাইজ ছোট করেতে পারলে সেটা কাজের হত।

ধন্যবাদ, খুব প্রয়োজনীয়, ভালো লাগলো I

ভালো লাগলো