জি ঠিক ই শুনেছেন। ডাটা ক্যাবল ছাড়াই এখন পিসি থেকে মোবাইল এ এবং মোবাইল থেকে পিসি তে ফাইল ট্র্যান্সফার করা সম্ভব।
ফাইল বলতে যেকোন ফাইল মুভি,গান,,সফটওয়্যার কিংবা বড় বড় জিপ ফাইল। দ্রুত গতিতে একদম লেন টু লেন ট্র্যান্সফার।
পদ্দতি বিস্তারিতঃ
- ১ম এ এখান থেকে "Shareit" সফটওয়্যার টি আপনার পিসি তে ডাউনলোড করে ইন্সটল করুন লিঙ্কঃ ক্লিক করুন
- এখন এখান থেকে ৫০০ টাকা দিয়ে এই ডিভাইস টি কিনে নিন অথবা সংগ্রহ করে নিন। লিঙ্কঃ ক্লিক করুন
- এখন ডিভাইস টি আপনার পিসি তে লাগান ইউএসবি পোর্ট এ এবং ডিভাইসের সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করুন। ইন্সটল করার পর নিচের ছবির মত দেখতে পাবেন।
- এখন নিচের ছবির মত সফটওয়্যার এর সেটিংস্ থেকে "Main Menu" থেকে "IDS_SWITCH_MODE_STATION" এ ক্লিক করুন তারপর নিচের ছবিতে দেখানো "IDS SWITCH" Button এ ক্লিক করুন।
- এখন পিসি তে SHAREIT সফটওয়্যার টি ওপেন করুন, Send Button এ ক্লিক করুন। তারপর যে ফাইল ট্র্যান্সফার করবেন সেটা সিলেক্ট করুন। NEXT এ ক্লিক করুন
- এখন আপনার মোবাইল এ SHAREIT ওপেন করে RECEIVE এ ক্লিক করুন এবং নরমাল নিয়মেই ফাইল আদান প্রদান করুন। এভাবে পিসি টু মোবাইল এবং মোবাইল টু পিসি ফাইল শেয়ার করতে পারবেন।
- আরও বিস্তারিত জানতে এই লিঙ্ক এ ক্লিক করুনঃ এখানে ক্লিক করুন
এছাড়া আর যা যা করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে দেখে নিনঃ
কিভাবে WIFI ইউজ করবেন:
- WIFI ইউজ করতে আপনার পিসি/ল্যাপটপ এ ইন্টারনেট থাকতে হবে। Modem, Broadband যেকোন ইন্টারনেট থাকলেই হবে।
- তারপর এই ডিভাইস Pendrive এর মত USB Port এ লাগাবেন, ১টা সফটওয়্যার ইন্সটল করবেন আর সাথে সাথে আপনার পিসির ইন্টারনেট WIFI HotSpot হয়ে যাবে।
- আপনি সরাসরি এই WIFI Router এ "সিম / Broadband" লাইন ইউজ করতে পারবেন না।
- এটা USB Portable WiFi Router। এর কাজ আপনার পিসি / ল্যাপটপের ইন্টারনেট কে WIFI করা।
এই ডিভাইসের সাহায্যে যা করতে পারবেনঃ
- পিসি/ল্যাপটপের ইন্টারনেট মোবাইল/ট্যাব/অন্য ল্যাপটপ/অন্য পিসিতে ইউজ করতে পারবেন।
- আবার মোবাইলের ইন্টারনেট বা অন্য যেকোন WIFI ইন্টারনেট পিসিতে ইউজ করতে পারবেন, এটা তখন WLAN card এর কাজ করবে।
- ১টা পিসির ইন্টারনেট আরেকটা পিসিতে শেয়ার করতে পারবেন ২টা ডিভাইস লাগিয়ে।
- মোবাইল থেকে বা পিসি থেকে ফাইল ট্র্যান্সফার করতে পারবেন data ক্যাবল ছাড়া WIFI receiver এর সাহায্যে।
- ওয়াই ফাই অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফোনের মাধ্যমেই কম্পিউটার শাট ডাউন করতে পারবেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড কন্ট্রোল করতে পারবেন।
- ক্লাউড স্টোরেজ সুবিধা রয়েছে।
- রেঞ্জঃ ১০০০+ স্কয়ার ফিট।
- ৩০ টা ডিভাইস কানেক্ট করতে পারবেন একসাথে।
- Password দিয়ে Protect করে রাখতে পারবেন।
- Speed Upto 150Mbps (আপনার নেট স্পিড যা সেটাই পাবেন)
- এই ডিভাইসটি অর্ডার করতে কল করুন, সারাদেশে ডেলিভারি দেয়া হয় কুরিয়ার এ
01913-010115
01672-556825
অফিশিয়াল ফেসবুক গ্রুপ; ক্লিক করুন
সরাসরি ফেসবুক এ ম্যাসেজ দিন: এখানে ক্লিক করুন
Device টির windows 10 driver লাগবে।