XMod এবং COC এর সম্পর্ক [আসুন জেনে নেই কি কি করা যায়]-কীভাবে আইডি ব্যান হবে না

Clash of Clans প্লেয়ার দের নতুন করে x-mod এর ব্যাপারে নতুন কিছু করে বলা লাগবে না।আসুন জেনে নেই কীভাবে কি করতে পারবেন Xmod এর মাধ্যমে।

কীভাবে Xmod Install করবোঃ

1-xmod use করতে হলে সেট রুটেড হতে হবে

২. XMoD এই লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলুন Xmod
৩. এখন .apk ফাইলটি ইন্সটল করুন।

৪. SuperSU/Super User বা রুট পারমিশন গ্রান্টেড করুন।

৫. MoD Tab এ প্রেস করুন,তারপর COC তে প্রেস করুন,Install Option এ প্রেস করুন।

৬এইবার ইন্সটল হয়ে গেলে Open করুন।

জেনে নেই কোন অপশনের কাজ কি?

১. Realtime Traps/Teslas :- এই অপশনটি অন করা থাকলে আপনি অন্য ভিলেজের Hidden Traps, Bombs, Air Bombs, Giant Bombs, Seeking Air Mine, Skeleton Traps, Tesla দেখতে পাবেন যা সাধারণত লুকিয়ে থাকে।তাই এটি অন করে গেইমটি আবার রিবুট করুন,তখন থেকেই এর কজ শুরু হয়ে যাবে।

২. Copy Player Layout :- যেকোন বেস এর লে-আউট সহজেই কপি করতে পারবেন যদি এই অপশন অন করে রাখেন।যেই বেস পছন্দ হয় সেই বেসে ঢুকে ২-৩ সেকেন্ড অপেক্ষা করুন,তারপর আপনার খালি একটা war base এ ঢুকলেই automatic layouত paste হয়ে যাবে।সেই বেস আবার নরমাল বেসে কপি করতে পারবেন।

৩. Sandbox Attack Settings :- এটির মাধ্যমে আপনি সহযেই অন্যের বেজ এ ভিজিট/Scout এর মাধ্যমে এট্যাক করতে পারবেন শুধু প্রাকটিস এর জন্য। এ এট্যাক কাউন্ট হবে না। এখানে একটি Sandbox Attack Setting দেয়া হল :-

  • Sandbox Attack :- এটি অন করার পর আপনি যাদের যাদের বেজ ভিজিট করবেন, তাদের কে একটা ফেইক এটাক দিতে পারবেন,তবে এই এটাক কিন্তু COC Game এ কাউন্ট করা হবে না।আপনি যাই লুট করেন,কিছুই যোগ হবে না আপনার লুট বক্সে।মূলত চর্চা করার জন্য এটি ব্যবহার করা হয়।
  • Sandbox From Reply :-যদি আপনি কোন রিপ্লাই থেকে Sandbox Attack করতে চান তাহলে এটি অন করুন। এ অপশনটি war reply থেকে Sandbox Attack দেবার সময় অনেক কাজে লাগে।
  • Target's Castle Troops :- আপনি যে বেজ এ এট্যাক দিবেন, সে বেজ এর Clan Castle এ কি ধরণের Troop থাকবে তা নির্বাচন করতে পারবেন। তবে Sandbox From Reply করার সময় এটা করার দরকার পরবে না।
  • My Castle Troops :- এটির সাহায্যে আপনার নিজের Clan Castle কি থাকবে, তা ঠিক করতে পারবেন।
  • My Troops :- এটির সাহায্যে আপনি নিজের Troops সেট করতে পারবেন। প্রতিটি Troops সর্বোচ্চ ৯৯৯ পর্যন্ত দেয়া যাবে।
  • Target's Heroes :- এটির সাহায্যে আপনি যে বেজ এ এট্যাক দিবেন, সে বেজ এর কিং, কুইন কত লেভেলের হবে, তা নির্ধারণ করতে পারবেন।
  • My Heroes :- এটির সাহায্যে আপনি নিজের কিং/কুইন যে কোন লেভেলে সেট করতে পারবেন।
  • Spells :- এটির সাহায্যে আপনি নিজের Spell সেট করতে পারবেন। প্রতিটি Spell সর্বোচ্চ ৯৯৯ পর্যন্ত সেট করা যাবে।
  • Sandbox From Reply করতে চাইলে আপনাকে অবশ্যই Sandbox Attack - On রাখতে হবে। শুধু Sandbox Attack করতে চাইলে, Sandbox From Reply অফ রাখুন। Sandbox From Reply এ আপনার Target's Castle Troops, Target's Heroes সেট না করলেও চলবে।

 

৪. Search Condition Settings :- এটি আপনাকে Multiplayer এ আপনার মনের মত লুট পেতে সাহায্য করবে। এবং এটির সাহায্যে আপনি বাইরে টাউন হল পেতে সাহায্য করবে। পাশাপাশি আপনি এটির সাহায্যে ডেড বেজ বা ইনএক্টিভ বেজ পেয়ে থাকবেন। এখানে একটি সেটিং দেয়া হল :-

  • Gold, Elixir, Dark Elixir :- এখান থেকে আপনি সহজেই নিজের ইচ্ছা মত Gold, Elixir, Dark Elixir সেট করতে পারবেন। সেট করার পর সার্চ করলে ওই পরিমান গোল্ড, ডার্ক সহ বেজ আসবে আপনার কাছে।
  • Gold Mine Production, Elixir Collector Production, Dark Elixir Drill Production :- এটি সেট করার মাধ্যমে আপনি সহজেই ডেড বেজ পাবেন, যেখানে বেশি লুট পাবার চান্স থাকে। এই অপশন এর অনুরুপ ভাবে আপনি উপরের প্রক্রিয়া টি ও করতে পারেন।
  • Trophy :- এটি সেট করে Multiplayer এ আপনি আপনার মনের মত ট্রফি পেতে পারেন।
  • Townhall Near Edge :- এটি সেট করার মাধ্যমে আপনি সার্চে টাউন হল বাইরে পাবেন।
  • Meet All Conditions, Auto Search :- এসব এক্সমোড এর সার্চ অপশন।
  • Play Sound :- এটি অন থাকলে সার্চ রেজাল্ট আসার পর একটি শব্দ করবে।

লুটের জন্য Best Tricks:

নিচের মত করে সেট করে নিনঃ

 

  • Gold - 200000
  • Elixir -০
  • Dark - ০
  • Meet All Conditions - On
  • Auto Search - On
  • Search Sound - On
  • এসব ছাড়া বাকি সব Off থাকবে।
  • League - Gold 3 / Silver 1-2-3

 

ডাউনলোড

 

এটা বেশি গোল্ড লুট করার ক্ষেত্রে প্রযোজ্য।একই ভাবে এলিক্সার লুট করার জন্য এলিক্সার এর ঘরে ২ লাখ বসিয়ে দিন,গোল্ড এর ঘরে টাকা কম বসান অথবা জিরো বসান।

টিউনটি ভালো লেগে থাকলে জানাবেন।মানুষ মাত্রেই ভুল,ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকবেন,জুম্মা মোবারক।

 

Level 0

আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা ব্যবহারে আইডি ব্যান হওয়ার নজির আছে নাকি?

হেডিং এ লিখেছেন কীভাবে আইডি ব্যান হবে না সেই নিয়ে আলোচনা তা দেখে পড়তে এলাম; এখানে তো দেখি কিছুই নাই। আমার আইডি ১ মাসের জন্যে ব্যান খেয়েছি এই xmod এর জন্য। এই মাসের ২১ তারিখ পাবো, আমি কাউকে রিকমেন্ড করব না এটা ইউজের। বিশ্বাস না হলে চেক করে দেখেন, clan name- STC Clashers BD
username- AARON
xp- 87

আমি চরম মজা পাইছি

আমিও চরম মজা পাইছিলাম। আপনিও মজাটা বুঝবেন।