মজিলা ফায়াফক্স এড-অন: ফায়ারশট যা দিয়ে পেজ কে সেভ করতে পারবেন যে কোন ফরমেট এ।

স্ক্রিন শট নিতে গিয়ে আমরা কত ঝামেলা যে করি তার কোন ইয়ত্তা নেই। একটা স্ক্রিনশট নিতে গিয়েই কিবোর্ড এর প্রিন্ট স্ক্রিন বাটন প্রেস করে  আবার উইন্ডোজ এর ডিফল্ট টুল “পেইন্ট” এর পেষ্ট করে তারপর ঝামেলাপূর্ণ ইডিট এর কাজ সম্পন্ন করতে করতে আমাদের প্রায় ২০-৩০ মিনিট এর মত লেগে যায়। এত ঝামেলায় যাবার দরকার কি যেখান ফায়ারশট এর মত একটি অসাধারণ এড-অন রয়েছে। এই এড-অনটির ব্যবহারও খুব সহজ। ডাউনলোড করে নিন এড-অনটি নিম্নের লিংক থেকে-

এড-অনটি ফায়ারফক্সে ইন্সটল হবার পর যেখানে দেখা যাবে-

ফায়ারশট দিয়ে আপনি একটা চিত্র ক্যাপচার করার পর যে যে সুবিধা পাবেন-

  • যে কোন পাবলিক হোষ্টিং এ আপলোড
  • পুরো পৃষ্ঠার স্ক্রিনশট
  • নিজের কম্পিউটারে সেভ করা (PNG, GIF, JPEG, BMP)
  • সরাসরি ফায়ারশট থেকে প্রিন্ট করা
  • ক্লিপবোর্ডে কপি করা
  • যে কোন ই-মেইল এড্রেসে মেইল করা
  • ফায়ারশট থেকে যেকোন এডিটরে (যেমন: ফটোশপ) এক্সপোর্ট করে হাই কনফিগারেবল এডিট করা সহ

আরো অনেক কিছু আছে মাত্র ১.৯ মেগাবাইট এর এই এড-অনটিতে। তো আর দেরী কেন? আজই শুরু করুন শুটিং।

 

যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে এখানে ক্লিক করুন

বই ডাউনলোড করতে সমস্যা হলে এই ভিডিও টিউটোরিয়েল টি দেখতে পারেন।

ইবুক সম্পর্কে নতুন আপডেট পেতে বাংলা ইবুক ফ্যান পেজে যোগ দিতে পারেন। নতুন বই পাওয়া মাত্র এখানে আপডেট দেয়া হয়।

আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।

ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।

Level New

আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস