সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ নিয়ে আসলাম এক গুরুত্বপূর্ণ টিউন নিয়ে আশা করি সকলের ভালো লাগবে।
এন্ড্রয়েড ফোনের প্রধান সমস্যা হলো Ram ফ্রী থাকে না এবং তার পাশাপাশি ব্যাটারি চার্জ অনেক দ্রুত চলে যায়।আজ নিয়ে আসলাম এক কার্যকরী টিউন নিয়ে আশা করি নিশ্চিত সমাধান পাবেন।
Ram ফ্রী রাখার জন্য অনেকে অনেক এপ্স ব্যবহার করেছেন,কেউ ব্যবহার করেছেন কোন বুস্টার কিংবা কেউ ব্যবহার করেছেন কোন Ram Cleaner.কিন্তু দিন শেষে ফলাফল পেয়েছেন শুন্য।এর পিছনে কারণ রয়েছে।মূল কারণ হলো Ram Free রাখার জন্য আপনারা যেই এপ্স গুলো ব্যবহার করেছেন তা Background এ চলতে থাকে।প্রমান পেতে চাইলে Apps>All Apps>Running কিংবা Apps>All Apps>Running>Show Cached এ গেলেই দেখতে পারবেন আপনার সেই বিখ্যাত বুস্টার কিংবা ক্লিনার অনেক গুলা Ram খেয়ে বসে আছে।আর বেশি র্যাম খেয়ে বসে থাকলে আপনি মাল্টিটাস্কিং [এক সাথে অনেক কাজ] করে মজা পাবেন না,ফোন হ্যাং হয়ে যেতেও পারে,আপনার ফোনের চার্জ ও যেতে থাকবে,কেননা এপ্স চললে তো চার্জ যবেই-এটা স্বাভাবিক।
যেমন আপনি FM Radio চালালেন,FM শুনা শেষে,বন্ধ করে দিলেন,কিন্তু মজার ব্যাপার হলো অই FM Radio.apk টি Background এ চলতে থাকে,এবং RAM খেতে থাকে,যার ফলে ব্যাটারির চার্জ ও খরচ হতে থাকে। একই কথা Clash Of Clans কিংবা অন্য যেকোন এপ্সের ক্ষেত্রে প্রযোজ্য।এপ্স শুধু Exit করলেই হয় না,Background এ ক্লিন্ত চলতেই থাকে,Background এ যদি না চলতো তাহলে আপনাকে আপনার এন্ড্রয়েড কিভাবে জানায় যে "Your Village is Attacked by X".এর কোন উত্তর কি জানা আছে???
তাই এখন দরকার একটি সমাধান।আমি অনেক খোজাখোজির পর একটি সমাধান পেয়েছি এবং নিজেও টেস্ট করে দেখেছি,এটা আসলেই সমস্যার সমাধান করে।আসুন কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই।
Rooted Device
Iroot.apk [যদি সেট রুট করা না থাকে,তাহলে এটি ডাউনলোড করুন,এবং রুট করুন]
একটি এন্ড্রয়েড ফোন
সামান্য বুদ্ধি, এবং ধৈয্য
১)আশা করি উপরের দেয়া সকল ফাইল ডাউনলোড করে ফেলেছেন।সবার আগে Xposed Installer App টি ইন্সটল করে ফেলুন।ইন্সটল হয়ে গেলে Open করুন।এখন Xposed>Framework>Install/Update এ প্রেস করুন,ফোন রিবুট [Restart ] করার জন্য কোন মেসেজ/ডায়ালগ বক্স আসলে ফোনটি Reboot/Restart দিন।
২)ফোন অন হলে Greenify Pro Install করুন,আগে থেকে Greenify ইন্সটল করা থাকলে তা Uninstall করে নিন।Greenify এখন Open করবেন না।
৩)এবার Xposed Installer আবার Open করুন।Open হলে Modules এ প্রেস করুন,ওখানে Greenify দেখতে পাবেন,Greenify তে টিক দিন।
৪)এবার Greenfy Open করে মেনু বাটন প্রেস করে Experimental Feature এ গিয়ে Working Mode > Boost করে নিন।নিচে Scroll করুন।
৫)Deep Hibernation এবং Greenify System Apps এ টিক দিন।এবার Back Button প্রেস করে মূল মেনুতে চলে আসুন। উপরের + অপশনে ক্লিক করে সিস্টেম এপ্স এবং ইউজার এপ্স হাইবারনেট করে নিন,মনে রাখবেন আপনি যেগুলো হাইবারনেট করবেন,সেগুলো আর Background এ চলবে না।তবে System Apps হাইবারনেট করার ক্ষেত্রে বার বার Insist চাপুন,তবে Google এর যেই এপ্স গুলো দরকারী সেগুলো হাইবারনেট না করাই ভালো-যেমন - Play Store,Google Play Services,etc
৬)আর হাইবারনেট Widget Homescreen এ নিয়ে আসার জন্য Greenify>Menu>Create Hibernation Shortcut>Hibernation প্রেস করুন।যখন তখন ফোন ব্যবহার এর ফাকে ফাকে Homescreen এর widget e প্রেস করবেন।
৭)এভাবে আপনি আপনার ফোনের সকল এপ্স Background চলাচলের হাত থেকে মুক্তি করে দিতে পারবেন।যার ফলে আপনার ফোনের Ram বেচে যাবে,আর Ram বেচে গেলে চার্জ ও তারাতারি ফুরাবে না।
আমার কথা আপনাদের বিশ্বাস নাও হতে পারে,শুধু একটা কথা বলবো একবার হলেও চেষ্টা করে দেখবেন।এর থেকে কার্যকর উপায় আমার জানা মতে এখন পর্যন্ত কোথাও নেই,আর আগে কোথাও কখনো টিউন ও করা হয় নি।
কেমন লাগলো টিউনটি?জানাতে ভুলবেন না।কোন জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন,কষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।ভুল-ভ্রান্তি হওয়াটা কি স্বাভাবিক নয়?আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।শুভ রাত্রি। 🙂
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারও সাথে সেধে সেধে ঝগড়া করি না কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আসে তাকে কমে ছাড়ি না । রাগ হয়ে গেলে নিজেকে সামলাতে পারিনা , রাগের বশে অনেক কিছুই করে ফেলি পরে অবশ্য অনুতপ্ত হয় । কেউ আমার পা এ পাড়া দিলে উল্টা আমি তাকে তাৎক্ষণিক সরি বলি...
ধন্যবাদ,কিন্তু এটা বেশি কার্যকর,একবার ব্যবহার করেই দেখুন 🙂