একজন সাধারন কম্পিউটার ইউজার মানেই মাঝেমাঝে কোন কারন ছাড়াই সাধারন কিংবা অসাধারন কিছু সমস্যার ভুক্তভুগী। কোন কারনে কম্পিউটার বাবুর মন খারাপ হয়ে গেলে একমাত্র সমাধান হিসাবে কম্পিউটার সার্ভিসিং সেন্টারে দৌড়াতে হয়। সার্ভিসিং সেন্টার মানে বুঝেন তো। ওখানে কিন্তু আপনার প্রিয় কম্পিউটারের চাইতে আপনাকেই বেশি সার্ভিসিং করা হয়। বেশ কিছু জটিল এবং দাতঁভাঙ্গা শব্দ দিয়ে ঘায়েল করা হয় কম্পিউটারের প্রিয় মালিক মহোদয়কে। মন যখন ভেঙ্গে যায় মানিব্যাগ ভাঙ্গতে আর কে ঠেকায়। মনভাঙ্গা সেইসব প্রযুক্তি পাগল মানুষদের জন্য আমার আজকের এই আয়োজন। চলুন জেনে নেওয়া যাক সেই সকল জটিল শব্দের আদি এবং আসল কাহিনী।
ড্রাইভার আপডেট: ড্রাইভার আপডেট ! বাপরে কি কঠিন জিনিস। শব্দের সাথে সাথে আমাদের চোখে ভাসে স্ক্র-ড্রাইভারের চিত্র। তুলনা করতে শুরু করি সম্বভত কোন স্ক্র-ড্রাইভার জাতিয় কোন জিনিস আপডেট বা বদলানোর প্রয়োজন। এবার প্রশ্নের পালা। কত টাকা লাগবে ভাই? ৫০০ এর কম এক টাকা হলেও হবেনা। তো কি আর করা।
গোপন রহস্য: ভাই সাহেব স্ক্র-ড্রাইভারের চিত্র মাথা থেকে তাড়ান। গাড়ির ড্রাইভারের কথা ভাবতে দোষ কোথায়। বিশ্বাস করুন এই ড্রাইভার এবং গাড়ির ড্রাইভারের কাজ প্রায় একই। কি কাজ? সঠিক রাস্তা দিয়ে সঠিকভাবে কাউকে নিয়ে যাওয়া। পার্থক্য শুধু একটাই কম্পিউটারের ড্রাইভারের বাস্তবের কোন আকার বা আকৃতি নাই। এটা একটা ছোট প্রোগ্রাম বা সফটওয়্যার মাত্র যেমন মজিলা ফায়ারফক্স একটা সফটওয়্যার। তো মজিলা ফায়ারফক্স ইনষ্টল এর জন্য আপনি কি ৫০০টাকা খরচ করতে রাজি?
পার্টিশন ভাঙ্গা: “আপনার কম্পিউটার তো শ্যাষ। ভাইরাস, ব্যাড সেক্টর পুরোই ১২টা বাজিয়ে দিয়েছেন। এখন একমাত্র সমধান পার্টিশন ভাঙ্গা। যদি অনুমতি দেন তবে কাজ শুরু করতে পারি। খরচ কিন্তু ১০০০ এর নিচে হবেনা।” সাভিসিং সেন্টার থেকে এই কথাগুলো শুনে আপনার কম্পিউটারের মতো আপনিও শ্যাষ। নিজের ১২টা নিজেই বাজিয়ে বলে দিলেন কবুল। হ্যাঁ কবুল।
গোপন রহস্য: প্রথমেই জেনে নেই পার্ট থেকে পার্টিশন কথার জন্ম। কিসের পার্ট? হার্ডডিস্কের পার্ট। এটা আবার কি জিনিস? সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ এদেরকে চিনেন তো। ব্যাস কেল্লা ফতে। এবার এদের একটু পার্ট হিসাবে চিন্তা করুন। এই যেমন সি পার্ট, ডি পার্ট। তো পার্টিশন ভাঙ্গা মানে কি? সি পার্ট বা সি ড্রাইভ, ডি পার্ট বা ডি ড্রাইভ আরো যেসব ড্রাইভ আছে আপনার কম্পিউটারে সবগুলোকে ফরমেট মেরে এক করে ফেলা। ভাই সাহেব আজকাল ফরমেট মারা কিন্তু ছোট শিশুরাও পারে।
বায়োস আপডেট: একটা জিনিস লক্ষ্য করবেন ‘ব’ দিয়ে শুরু হওয়া বাসোয়ের নাম শুনলেই সাধারন কম্পিউটার ব্যবহারকারীর মাঝে এই ’ব’ টা ’ভ’ য়ে রুপান্তরিত যায় কেমন করে জানি। বায়োস মানেই অনেক কিছু। একটু এদিক সেদিক হলেই পুরো কম্পিউটার শ্যাষ। যদি আপনিও এই দলের ভাবুক হোন তবে গোপন রহস্যটা জেনে নিন।
গোপন রহস্য: যদি আপনি ড্রাইভার আপডেটের গোপন রহস্যটা ভাল করে বুঝে থাকেন তবে বায়োস আপডেটের কাহিনীটা আর বলার প্রয়োজন বোধ করি পড়েনা। দুটাই একই জিনিস। একটা সফটওয়্যার ইনষ্টল করা ছাড়া আর কিছু নয়। তবে এইসব কাজে একটু গুগলের সাহয্য নিয়ে করা ভাল। একটা কথা মাথায় রাখবেন গুগলের কাছে আপনার কম্পিউটার সার্ভিসিং সেন্টারের ওই এক্সপার্ট ব্যক্তিটি কিছু না। তো ভাই বসকে বসিয়ে রেখে দালাল ধরতে যাচ্ছেন কেন?
আমি Abdullah Al Amran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দর টিউন ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য।