গুগল.কম । মূলত সার্চ ইন্জিন হিসাবে যাত্রা শুরু করলেও বর্তমানে তার সাম্রাজ্য বিশাল, অনেক প্রোডাক্ট। ভার্চুয়াল দুনিয়াটা দাপিয়ে বেড়াচ্ছে গুগল। গুগলের সার্চ রেংকিং এর প্রথম পেজে আসতে বিশ্ব-ব্যপি ওয়েবমাষ্টারদের চলে দিন-রাত গবেষণা।
সার্চ জায়ান্ট গুগলে নিজের নাম লিখে সার্চ দিলে এক নম্বরেই যদি ফেসবুক প্রোফাইলের পেজটা চলে আসে , কেমন হবে ব্যাপারটা। মনের গভীর হতে উঠে আসবে ভালো লাগা অনূভূতি , তাই না । গুগল সার্চের ১ নম্বরে আমি , আমার ফেসবুক পেজ ! বন্ধুদের বলা যাবে "যা , গুগলে গিয়ে আমার নাম লিখে সার্চ দিবি , এক নম্বরেই আমাকে পেয়ে যাবি" ।
এবার কাজের কথায় চলে আসি। গুগলের addurl সার্ভিসটির কথা আমরা অনেকেই জানি। এই সার্ভিসটির মাধ্যমেই আমাদের কাজটা করতে হবে। যা যা করতে হবে , তা নিচে সিরিয়াল-ওয়াইজ উল্লেখ করলাম।
১। প্রথমে আপানর জি-মেইল একাউন্ট দিয়ে সাইন ইন করুন। গুগল সার্চের হোম পেজে চলে আসুন।
২। addurl লিখে সার্চ দিন। প্রথম যে লিংকটা পাবেন ,সেটাতে ক্লিক করুন অথবা সরাসরি এই লিংকে ক্লিক করুন.
৩। এবার নতুন একটি ট্যাব খুলে আপনার ফেসবুক একাউন্টে সাইন করে প্রোফাইল পেজে চলে আসুন। এড্রেস বার হতে প্রোফাইল পেজের লিংকটি কপি করুন।
৪। এবার গুগল মামার addurl সার্ভিসটির যে পেজটি প্রথমে ওপেন করেছিলেন , তার url অংশে আপনার ফেসবুকের লিংকটি পেস্ট করুন , কমেন্ট অংশে আপনার নাম/কী-ওয়ার্ডটি দিন (যা দিয়ে/লিখে পরবর্তিতে আপনি সার্চ করবেন), ক্যাপচা দিন, সবশেষে addurl এ ক্লিক করুন (একই ভাবে আপনার টুইটার বা অন্যান্য লিংক গুলো এড করতে পারেন।)।
৫। এরপর গুগল মামা আপনাকে Thank you জানাবে। আপনিও তাকে মনে মনে Thank you জানান।
ব্যস ! আপনার কাজ মোটামুটি শেষ,আর গুগলের কাজ শুরু। গুগল কয়েকদিনের ভেতরে তার সার্চ বট গুলো দিয়ে আপানার দেয়া লিংকটি ক্রল করে যাবে , পেজ ইনডেক্স করবে, এলগরিদম ক্যালকুলেশন করবে।
কয়েকদিন যথারীতি ফেসবুকে ব্রাউজ করুন । এবার কয়েকদিন পর আপনি আপনার নাম লিখে গুগলে সার্চ দিন , দেখবেন সবার আগে আপনার নামের ফেসবুক প্রোফাইল পেজ। আহ ! কি আনন্দ ।
যদি ১ নম্বরে না থাকে , তাহলে দেখে নিন কত নম্বরে আছে । তারপর গুগল সার্চে দেয়া আপনার লিংক থেকেই ফেসবুক একাউন্টে সাইন করুন। পরে ধীরে ধীরে আপনি এক নম্বরে চলে আসবেন। আমার নাম লিখে সার্চ দিলে প্রথম দশটির মাঝে আমার চারটি প্রোফাইল পেজের (ফেসবুক,টুইটার,লিংক্ডইন ও ব্লাড ডোনেটিং গ্রুপের সাইট ) লিংক শো করে।
তবে এখানে কয়েকটি বিষয় জেনে রাখা উচিত। আপনার নাম যদি হয় rakibur rahman আর আপনার ফেসবুক প্রোফাইল পেজ যদি হয় http://www.facebook.com/raki002010 , তাহলে আপনার নাম ১ নম্বরে নাও আসতে পারে। প্রোফাইল পেজ আর আপানার নাম/কমেন্ট অংশে যা লিখেছিলেন , তার মাঝে যত বেশি মিল থাকবে , তত বেশি সম্ভাবনা থাকবে আপনার ১ নম্বরে উঠে আসার । আর যারা ফেসবুকের প্রোফাইলটি পারসনাল হিসাবে রাখতে চান , তারা এ সার্ভিসটি নেয়ার দরকার নেই।
তবে আমি কিন্তু গুগলের উপর ভীষণ ক্ষ্যাপা ! রাবিশ একটা সার্চ ইন্জিন । ভূয়া, বাজে একটা সার্চ ইন্জিন। বিং , ইয়াহু তো আরো ভূয়া। গুগলে সার্চ করলে , অপ্রাসংগিক লিংক, কমার্শিয়াল এডের ছড়াছড়ি , ভুয়া ও মিথ্যা কন্টেন্টের লিংক রেফার করা ......আরো হাজারটা সমস্যা । বিশেষ করে মুসলিমদের জন্যতো আরো সমস্যা।
কী ভাবছেন ? আমার মাথা ঠিক আছে নাকি ?
আসলে ব্যাপারটা হচ্ছে যে , আমি যে রকম সার্ভিস আশা করি , তা গুগল দিতে পারেনা। আপনাদের ক্ষেত্রেও সে পারেনা। অনেক বিষয়েই সে আশানুরুপ সার্ভিস দিতে পারেনা।
কিভাবে পারেনা ?
ধরুন , ১০/১২ বছরের এক বালক গুগলে adult sex লিখে সার্চ দিল , গুগল তাকে এক মিলিয়ন যৌন-কন্টেন্ট সম্বলিত পেজের লিংক দিল। কাজটি কি গুগল ভাল করল ?
অথবা বোমা মেরে মানুষ হত্যা করার উদ্দেশ্যে পথ-ভ্রষ্ট টেরোরিস্ট গ্রুপের চাওয়া বোমা বানানোর সার্চ কোয়েরিতে দিল বোমা বানানোর টেকনিক-সম্বলিত কন্টেন্টের হাজার হাজার লিংক। । হ্যাকারদের দিচ্ছে নানান ধরনের টুলস আর টেকনিক , যা পেয়ে তারা আরো হ্যকিংএ উৎসাহিত হচ্ছে । islam লিখে ইমেজ সার্চ দিলে সে দেখাচ্ছে বানর, জংগী-গোষ্ঠি আর যৌনতা-পূর্ণ ছবি। এ ধরনের আরো অনেক সমস্যা।
এখন আপনারা হয়তো চিন্তা করছেন , এগুলো তো হবেই । তেমন কিছু করার নেই। ভাবছেন "সার্চ ইন্জিন তো আমরা চালাই না। সেটার মালিক অন্য কেউ । আর গুগল নিজেও একটা রোবট।, সে সত্য-মিথ্যা কি , তা ভালো বোঝেনা। আর এখন গুগলের চেয়ে ভালো আর কোনো সার্চ ইন্জিন ও নেই। না চাইলেও আমরা তার কাছে যেতে ও তার তার মন্দ-ভালো , সত্য-মিথ্যা মেশানো সার্ভিস নিতে বাধ্য"।
কিন্তু আমার ইচ্ছা ভিন্ন।
আমি এমন এক সার্চ ইন্জিনের সার্ভিস আশা করি যেখানে একজন ইউজার যখন সার্চ ইন্জিনের ওয়েব সাইটের হোম পেজে আসবে , তাৎক্ষনিকভাবে সার্চ বট ইউজারের মস্তিস্কে ও মনের মাঝে প্রবেশ করে কালেকশন করবে ইউজারের বেসিক ইনফোরমেশন । আর এটা করবে সে মাউস আর কি-বোর্ডে থাকা হাই-সেনসিটিভ টাচ-পেডের মাধ্যমে। সার্চ বটের মাধ্যমে পাওয়া ইউজারের বেসিক ইনফোরমেশন চলে যাবে সার্চ ইন্জিনের সার্ভারে। সেই ইনফরমেশন নিয়ে সার্চ ইন্জিন ডেভেলপ করবে তার নিজস্ব এলগরিদম । তারপর ইউজারের কোয়েরি + তার বেসিক ইনফরমেশন অনুযায়ী সার্চ ইন্জিন তার রেসাল্ট প্রকাশ করবে। যা হবে সম্পুর্ন অরগানিক। বেসিক ইনফরমেশন পাওয়ার কারনে সে ১০-১২ বছরের বালককে যৌনতা-পুর্ণ কোনো কন্টেন্ট/পেজ দেখাবেনা। টেরোরিস্ট যুবককে সে বোমা বানানোর কোনো টেকনিক-সম্বলিত কোনো পেজ শো করবেনা। মাঝে মাঝে সে বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইট ও ব্লগিং কমিউনিটিটে প্রবেশ করবে ,ব্লগারদের মাঝে প্রবেশ করবে, কেউ যদি মিথ্যা , ভূয়া কন্টেন্ট প্রকাশ করার চেস্টা করে , সেটা সে ধরে ফেলবে এবং সেই পেজ কখনোই ,কোনো সার্চ কোয়েরিতে প্রকাশ করবেনা। পাশাপাশি সেই সার্চ ইন্জিন ইউজারের বেসিক ইনফরমেশনের গোপনিয়তাও রক্ষা করবে। ইউজারের মন থেকে যদি দশটি পেজের রেসাল্ট চায় , সে দশটিই দেখাবে। স্বল্প-শিক্ষিত গ্রামের লোকটির কোয়েরিতে সেই সার্চ ইন্জিন শুধু সেই ভাষার পেজ শো করবে , যে ভাষা লোকটি জানে , পাশাপাশি সে বিদেশি ভাষার পেজগুলো কে অনুবাদ করে ও সার্চ রেসাল্টে শো করবে।। মোট কথা , যা ভাল, সে তাই করবে।
সেই সার্চ ইন্জিন হবে Pragmatic। সে সত্যের প্রচার করবে। প্রদান করবে নিরাপত্তা। প্রমোট করবে গবেষণা। রুখবে স্পামিং, হাকিং, ভাইরাস। ভার্চুয়াল বিশ্বকে করবে সবার জন্য উন্মুক্ত। সকল সমস্যার চিরস্থায়ী সমাধানের উপায় জানিয়ে দেবে বিশ্বের সকল মানুষকে।
এখন প্রশ্ন , কে বা কারা সেই সুপার-ইন্জিন বানাবে , যা উপর দল-মত-বর্ণ নির্বিশেষে , বিশ্বের ছয় বিলিয়ন মানুষ নির্ভর করবে ?
এই সুপার-সার্চ ইন্জিন বানাবে মুসলিম তরুণরা। আদর্শবাদী মুসলিম তরুনরা ইসলামকে বিশ্বের দরবারে পৌছে দেবার উদ্দেশ্য , ইসলামকে মানবজাতির সকল সমস্যা সমাধানের পথ হিসাবে প্রমাণ জন্য, একটি টুলস হিসাবে ডেভেলপ করবে সেই সুপার-সার্চ ইন্জিন।
আর সেই সার্চ ইন্জিন বানানোর জন্য প্রয়োজনীয় শিক্ষা ও ইনফ্রাস্ট্রাকচার সরবরাহ করবে খিলাফত রাস্ট্র।
আর ইসলামের জন্য নিবেদিত-প্রাণ সেই মেধাবী মুসলিম তরুণ-গবেষকদের একত্রিত করে মোটিভেশনের কাজ করবে খলিফা। শরীয়ার প্রতি দায়বদ্ধতা হতেই খলিফা সাইন্সের সকল শাখায় গবেষণার প্রতি বিশেষ জোর দিবে , যা মাঝে একটি হবে ওয়েব । এবং তার একটি অংশই হবে ওয়েব-ডমিনেটিং সার্চ-ইন্জিন ডেভেলপ।
নিত্য গবেষণা করা হবে সার্চ-ইন্জিনকে শ্রেস্ঠ হতে শ্রেস্ঠতর বানানোর। কুরানের নিম্নোক্ত আয়াত গবেষকদের সর্বদাই উৎসাহ যোগাবে।
وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُواْ بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُواْ شُهَدَاءكُم مِّن دُونِ اللّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
"If you are in doubt as to whether the revelations which We have sent to Our servant (Muhammad) are from Us or not, then produce one Surah like this; and call your witnesses besides Allah to assist you, if you are right in your claim." [TMQ 2:23]
বিশ্বের পরবর্তি পরাশক্তি, খিলাফত রাস্ট্র ইসলামকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার প্রয়াসে ও গবেষণা করার শরীয়াহ-প্রদত্ত নির্দেশ হতেই ডেভেলপ করবে শ্রেস্ঠ এক সার্চ ইন্জিন , যা হবে মুসলিম সহ বিশ্বের সকল মানুষের জীবন-ঘনিষ্ঠ তথ্যের এক সমাধান-পূর্ণ কেন্দ্রস্থল, এক আশা-ভরসার প্রতিক।
সবাইকে ধন্যবাদ ও সালাম।
আমি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am an Islamic personality. I have completed BBA and MBA from chittagong University. Now in Dhaka. I am employed in an Private University. Islam is only solution for mankind.Islam can only be properly implemented by Khilafah State. I am slave of ALLAH(SWT)
বাহ! আপনিতো অসাধারন লিখেন। আপনার দেয়া তথ্যটাও বেশ কাজের।
হ্যা আমরা সবাই চাই একটা নিরাপদ সার্চ ইঞ্জিন।
তবে সেজন্য মুসলিমদের শুধু কথা নয় কাজে প্রমান করে দেখাতে হবে।
ধন্যবাদ।