অনেকেই চান ফ্রি তে কথা বলতে। সাথে একটা এন্ড্রয়েড আর নেট থাকা সত্ত্বেও যদি টাকা খরচ করে ফোন কল করা লাগে তাহলে আর কিছু করার নাই। এর থেকে মনে হয় মরণও ভালো।
হা,হা। মজা করলাম। যাই হোক। এবার আসল কথাতে আসি। হ্যাঁ, আপনি এখন থেকে ইন্টারনেটের মাধ্যমে রেগুলার ফোন কলিং করতে পারবেন। কোন টাকা লাগবে না। এর জন্য ZOIPER নামের এপ টা ডাউনলোড করতে হবে। এই এপ এন্ড্রয়েড, উইন্ডোজ, সিম্বিয়ান সব প্লাটফর্মে চলবে। সাইজ ২০এম্বি। কিন্তু কথা দিচ্ছি এই ২০ এম্বি হেলায় নষ্ট হবে না।
আর হ্যাঁ, ভাবছেন। না জানি কথা বলতে কত এম্বি নষ্ট হবে। না, ভাই। প্রতি ১০ মিনিটে ৪১২ কেবি এর মত নেট কাটে, যা কিনা না কাটার মতোই।
কিভাবে এপ কনফিগার করবেন এবার সেটা বলে দিচ্ছি।
খুব মনোযোগ দিয়ে কাজগুলা করেন। আশা করি আপনিও ফ্রিতে কল করতে পারবেন।
১। প্রথমে এখান থেকে ইন্সটল করুন।
২। এপে ঢুকেন।
৩. config অপশনে যান।
৪. একাউন্টস এ ক্লিক করেন
৫. এড একাউন্টস
৬. এরপর সিলেক্ট manual config.
৭. সিলেক্ট sip
৮. একাউন্ট নাম ইচ্ছামত দিন
৯. হোস্ট ঃ ১৮২.১৬.১৫৯.৬
১০. ইউজারনেমঃ ০৯৬১৩৮৯০০
১১. পাসওয়ার্ড ঃ জানতে চোখ রাখুন আমার ফেবু পেইজে (কারণ, প্রতিদিন পাসওয়ার্ড আপডেট হয়)
এবার সেভ করুন। কিছুক্ষণ পর নোটিফিকেশন আসবে একাউন্ট রেডি। আপনি এখন কল করার জন্য রেডি।
কোনো সমস্যা হলে ফোন করুনঃ ০১৮৫৬৯৫৮৭২০
আপনাদের কারো আমেরিকা, চীন, ভারত, ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট আনতে হলে আমাকে বলতে পারেন। উল্লেখ্য, আমার থেকে প্রোডাক্ট নিলে কোনো কাস্টম চার্জ বা ট্যাক্স দেয়া লাগবে না। আর প্রতি ডলারে মাত্র ৮১ টাকা করে রাখি।এবং অর্ডার দেয়ার মাত্র ১৫ দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিবো।
আমার ফেসবুক পেইজ
আমি বুলবুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।