কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে

আশা করি সবাই ভাল আছেন। আজ কিছু ছোট খাট কিন্তু কাজের এবং কিছু মজার ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এগুলো হয়ত কেউ কেউ আগেই জানবেন। কাজেই কোন ভুল হলে তারা শুধরে দিবেন দয়া করে।

আপনার windows xp startup ও shutdown এর সাউন্ড পাল্টানোর উপায়ঃ

প্রথমেই এই কাজের limitations গুলি বলে দেই

আপনি একটি সাউন্ড পছন্দ করলেন startup বা shutdown এর জন্যে-

১) আপনার পছন্দের সাউন্ড টি অবশ্যই .WAV format এর হতে হবে। আপনি চাইলে অন্য format থেকে .WAV এ কনভার্ট করে নিন কোন কনভার্টার ব্যবহার করে।

২) আপনার পছন্দের সাউন্ড টি সর্বোচ্চ 1 mb এর মদ্ধে হলে ভাল হয়। নাহলে আপনার windows স্টার্ট নিতে বেসি সময় লাগবে।

এবার আপনার পছন্দের .WAV ফাইল দুইটি  "Windows XP Startup” এবং “Windows XP Shutdown” নামে নামকরন করুন।

এখন যেই ড্রাইভ এ xp install করা আছে সেখানে গিয়ে windows>>media>> তে গিয়ে দেখবেন ঐ নামে দুইটি ফাইল পাবেন। ফাইল দুইটি রিপ্লেস করে দিন। ব্যস এবার আসল চমকের অপেক্ষা।

আপনারা চাইলে একই উপায়ে vista বা 7 এর ও সাউন্ড পালটে দিতে পারবেন।

আর কেউ যদি চান 7 এর windows startup ও shutdown সাউন্ড এক্সপি তে ব্যবহার করতে তাউ পারেন। শুধু এখান থেকে .rar file টি নামিয়ে আনজিপ করুন। Windows XP Startup ও Windows XP Shutdown নামে দুইটি ফাইল পাবেন। ওগুলো আগের উপায়ে  paste করে দিন।

আর একটা কথা আপনি যদি multiple OS ব্যবহার করেন তবে এক অপারেটিং সিস্টেম এ থাকা কালীন অন্য অপারেটিং সিস্টেম এর media ফোল্ডার এ copy-paste করতে পারবেন না। যেই অপারেটিং সিস্টেম এর সাউন্ড পাল্টাতে চান আপনাকে copy-paste এর জন্য অবশ্যই ওই অপারেটিং সিস্টেম টি active থাকতে হবে।

তৈরি করুন নামহীন ফাইল বা ফোল্ডারঃ

এটা করার জন্য আপনাকে প্রথমেই কোন ফাইল বা ফোল্ডার খুলতে হবে। এবার নাম লিখার সময় ALT বাটন টি হোল্ড করে numpad থেকে 0160 লিখুন। দেখবেন নামহিন ফাইল বা ফোল্ডার খুলে গেছে। (খেয়াল রাখবেন অবশ্যই numpad মানে কীবোর্ড এর ডানদিকের নাম্বার চেপে লিখতে হবে ওপরের গুলো দিয়ে না।)

এবার মনে করেন একই জায়গায় আরেকটি নামহীন ফাইল বা ফোল্ডার খুলবেন তবে কি করবেন?? প্রথমে ALT বাটন টি হোল্ড করে numpad থেকে 0160 লিখুন। ALT বাটন টি ছেড়ে দিন। আবার ALT বাটন টি হোল্ড করে numpad থেকে 0160 লিখুন। আরেকটা খুলতে চাইলে সেম কাজ তিন বার করবেন...এভাবে যতবার খুসি যতগুলি নামহীন ফাইল বা ফোল্ডার চান আপনি খুলতে পারবেন। অন্য কোথাউ করতে হলে এটা দুইবার করার দরকার হবে না।

মাউস পয়েন্টার কে নিয়ন্ত্রণ করুন কীবোর্ড এর সাহাজ্যেঃ

আপনাদের যাদের মাউস নস্ট হয়ে গেছে দেখে কীবোর্ড দিয়ে ব্যবহার করতে হচ্ছে কম্পিউটার...এখন কিনতে পারছেন না মাউস আর কীবোর্ড ও শর্টকাট ব্যবহার করতে করতে বিরক্ত লাগছে তাদের বলছি আপনারা চাইলে কীবোর্ড দিয়েই কন্ট্রোল করতে পারবেন আপনার মাউস পয়েন্টার।আমি নিজে কয়েকদিন কাটিয়েছি ভিসন ঝামেলায়...বিশেষ করে কোন application ব্যবহার করা তো অসহনিয় হয়ে ওঠে।

আসুন কিভাবে কি করতে হবে জানা যাক। প্রথমে left ALT+left SHIFT+NUM Lock চাপুন। যে কোন windows version এই নিচের মত কোন মেসেজ আসবে। তখন "go to the ease of access center to disable the keyboard shortcut" এ ক্লিক করুন।

তারপর  সবচে ভাল সার্ভিস পেতে নিচের ছবির মত করে সব ঠিক করে নিন।

ব্যস কাজ শেষ। এবার NUM Lock on করলে মাউস কি ব্যবহার করতে পারবেন। আর NUM Lock off করলে মাউস কী ডিজেবল হয়ে যাবে। নিচের আইকন টি ক্রস দেওয়া থাকবে যদি মাউস কী ডিসেবল থাকে।

মাউস কী গুলি হচ্ছে-

১) 1,2,3,4,6,7,8,9 বাটন গুলি হচ্ছে মাউস পয়েন্টার মুভ করানোর জন্য।

২) 5  লেফট ক্লিক এর কাজ করবে আর "+" করবে ডাবল ক্লিক এর কাজ।

৩) right CTRL এর বামের বাটন টি রাইট ক্লিক হিসেবে কাজ করবে।

ইমেজ থেকে টেক্সট এক্সট্রাক্ট করুন Free- OCR এর সাহাজ্যে

OCR মানে হচ্ছে Optical Character Recognition।  এটি মূলত কোন ইমেজ থেকে টেক্সট বা বিভিন্ন ক্যারেক্টার identify ও আলাদা করার কাজে ব্যবহার করা হয়।

Free- OCR একটি সাইট যা আপনাকে খুব সহজে ফ্রী ইমেজ থেকে ক্যারেক্টার এক্সট্রাক্ট করে দিবে। এই সুবিধা নেবার জন্যে প্রথমেই আপনাকে এই সাইট(http://www.free-ocr.com/) টি তে যেতে হবে। তারপর আপনি যেই ইমেজ টি থেকে এক্সট্রাক্ট করতে চান তা ওখানে আপলোড করে দিন। টেক্সটটি কোন ভাষায় আছে তা সিলেক্ট করুন।

এবার নিচের ছবির মত দেখতে পাবেন। ৫ সেকেন্ড অপেক্ষা করুন।


এবার দেখুন এভাবে টেক্সট টুকু আলাদা হয়ে যাবে।

এখান থেকে যতটুকু দরকার আপনি নিজের পছন্দ মত এডিট করে নিন। ব্যস এভাবে যে কোন ছবি থেকে টেক্সট আলাদা করে নিতে পারবেন।

লক করা PDF file কে PDF unlocker দিয়ে আনলক করুন কোন পাসওয়ার্ড ছাড়াই

অনেক সময় নেট থেকে নামানো PDF file গুলি লক করা থাকে যেন কেউ এটা থেকে ডাটা কপি বা প্রিন্ট করতে না পারে। আপনার ওই ডাটা প্রিন্ট করাটাও দরকার। এখন কি করবেন?? প্রথমেই এখান থেকে PDF unlocker নামিয়ে নিন। ইন্সটল এর পর ডেস্কটপ এ একটা আইকন তৈরি হবে। এবার রেস্ট্রিক্টেড PDF ফাইল টি ড্র্যাগ করে এই আইকন টির ওপর এনে ছেড়ে দিন। দেখবেন PDF ফাইল টির নামেই আরেকটি ফাইল ডেস্কটপ এ তৈরি হয়েছে। মনে করুন পূর্বের ফাইল টির নাম ছিল PDF...তাহলে পরের ফাইল টির নাম হবে PDF_noPW।

এই PDF_noPW ফাইল টি আপনি নরমাল PDF ফাইল এর মতই যে কোন ভাবে ব্যবহার করতে পারবেন।

windows media player এর কিছু শর্টকাট

উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এর শর্টকাট গুলি সবাই জানেন তো?? যেকোন মিডিয়া প্লেয়ার এর ই শর্টকাট গুলি জানা থাকলে ব্যবহার করা অত্যন্ত সহজ হয়। যারা জানেন না এখুনি জেনে নিন এখান থেকে-

ALT+1 - ৫০ পারসেন্ট জুম

ALT+2 - ১০০ পারসেন্ট জুম

ALT+3 - ২০০ পারসেন্ট জুম

ALT+ENTER - ফুল মোড এ ভিডিও ডিসপ্লে

ALT+F - মিডিয়া প্লেয়ার ফাইল মেনু

ALT+T -মিডিয়া প্লেয়ার টুলস মেনু

ALT+V -মিডিয়া প্লেয়ার ভিউ মেনু

ALT+P -মিডিয়া প্লেয়ার প্লে মেনু

ALT+F4 -ক্লোজ মিডিয়া প্লেয়ার

CTRL+1 - মিডিয়া প্লেয়ার ফুল মোড

CTRL+2 -মিডিয়া প্লেয়ার স্কিন মোড

CTRL+B -আগের আইটেম প্লে

CTRL+F -পরের আইটেম প্লে

CTRL+E - সিডি ড্রাইভ থেকে সিডি ইজেক্ট

CTRL+P -প্লে/পজ আইটেম

CTRL+T -রিপিট আইটেম

CTRL+SHIFT+B - rewind ফাইল

CTRL+SHIFT+F - ফাস্ট ফরওয়ার্ড

CTRL+SHIFT+S -প্লে ধিরে হবে

CTRL+SHIFT+ G -প্লে ফাস্ট হবে

CTRL+SHIFT+ N নরমাল স্পিড এ প্লে হবে

F8 - ভলিউম mute

F9 - ভলিউম কমান

F10 -ভলিউম বাড়ান

একটু মজা করি!!

আমার টিউন টা কেমন লাগল?? যদি ভাল না লাগে তাহলে নিচের কোড টা কপি পেস্ট করুন আপনার firefox (অন্য ব্রাউজার এ কিন্তু হবে না!!)এর এড্রেস বারে।

chrome://global/content/alerts/alert.xul

এবার Enter চাপুন।  টিউন ভালো লাগলে দরকার নেই!! 😀

কোন সমস্যা হলে জিজ্ঞেস করবেন। কোন ভুল হলে ধরিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। 🙂

Level 0

আমি শুভ্র হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 112 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয়তে …………

আগের সবগুলাই জানতাম, কিন্তু এখানে লাস্টের ২ টা জানতাম না। একটা হল মিডিয়াপ্লেয়ারের সর্টকার্ট আর ব্রাউজারের দৌড়াদৌড়ি। ব্রাউজারের দৌড়াদৌড়ি অনেক মজা। এর জন্য ধন্যবাদ।

Level 0

অস্তাদ খুব ভাল হয়েছে

chrome://global/content/alerts/alert.xul
দারুন জিনিস…
ধন্যবাদ

প্লাস দিলাম !!!

পিলাস

ভালো হয়েছে ধন্যবাদ।

অনেক ভল হয়েছে……..

কঠিন হয়েছে। ফ্রি ওসিআর টা আমার ভালো লেগেছে।

ব্রাউজারের ব্যাপারটা মজা দিছে… ধন্যবাদ… 🙂

Level 0

raaly…………….onek mojar :p

অনেক সময় নিয়ে টিউনটি করেছেন, অসংখ্য ধন্যবাদ।

    জ্বী ভোট্টু ভাই…চেষ্টা করেছি সময় নিয়ে ভাল কিছু করার। ছোট টিউন যতটা পারি এড়াই চলি। ধন্যবাদ আপনাকে 🙂

মাউস পয়েন্টার কে নিয়ন্ত্রণ করুন কীবোর্ড এর সাহাজ্যে , এটা আমার কাজে আসল,

…………………………………অসংখ্য ধন্যবাদ।

অনেক ভাল টিউন করলেন,
এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ,
চালিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল।

    ধন্যবাদ আতাউর ভাই। আপনাদের শুভ কামনা আর দোয়াই কাম্য 🙂

ভাই আপনার টিউন অনেক সুন্দর হয়েছে।
এই টিউনটি দেখেন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/33969/

ধন্যবাদ মাজহারুল ভাই। আপনার টিউন টাও ভাল হইসে…আমি জানতাম না টিউন টা সম্পর্কে। 🙁 আমি আমার মত করে দিয়ে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিসি।

Level 0

ভালই বেশি বেশি লিখবেন

Level 0

আপনার টিউন থেকে নতুন কিছু শিখতে পারলাম……. সুন্দর ও ভালো টিউন…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

Level 0

I know it has been passed long time since you posted this tune. But I need the PDF Unlocker software. The given download link is not working perfectly. Could you please provide me the software link ? ThnQ

Level 0

This link is working. ThnQ very much for your help…☺☺☺

Level 0

chorom lagche …………….