সুপ্রিয় বন্ধুরা,
আশা করি ভালো আছেন।
আজকে অসাধারন একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সফটওয়্যারটিতে শুধুমাত্র কাঙ্খিত ইমেজের Name, Size, Quantity (নাম, সাইজ, যত গুলো ডাউনলোড করতে চান) দিয়ে Get Button এ ক্লিক করলেই পেয়ে যাবেন HD Wallpaper.
1. প্রথমে ডাউনলোড করে নিন এখান থেকে।
২. তার পর ইনস্টল করুন।
৩. ইনস্টল করার পর ডেস্কটপ সটকাট মেনু থেকে ডাবল ক্লিক করে ওপেন করুন।
৪. ওপেন করার পর নিচের মত একটি Window আসবে।
৫. সাদা অংশে যে ইমেজ ডাউনলোড করতে চান সেটির নাম লিখুন: যেমন Flower
৬. তার পর Sizes Option এ Huge সিলেক্ট করুন:
৭. Images Option এ যত গুলো ইমেড ডাউনলোড করতে চান সেই সংখ্যা গুলো লিখুন। যেমন আমি লিখলাম: ৫
৮. তার যে Folder এর Icon উপর ক্লিক করে সিলেক্ট করুন যে ফো্ল্ডারে আপনি সেভ করতে চান:
৯. সর্বশেষ Get বাটনে ক্লিক করুন:
১০. দেখুন ইমেজ ডাউনলোড হচ্ছে গুগল থেকে:
১১. ডাউনলোড শেষ হলে Folder Icon টির পাশে লেখা গুলোর উপর ক্লিক করুন। তাহলে যে ফো্ল্ডারে সেভ হয়েছে সেটি ওপেন হবে।
১২. দেখুন এবার ইমেজ গুলো কেমন হলো:
আশা করি কেউ টিউনটি কপি পেস্ট করবেন না। যদি করেন। তাহলে উল্লেখ করে দিবেন যে আমার এখান থেকে টিউনটি নেওয়া হয়েছে।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।
আজ আর নয়। ভালো লাগলে ঘুরে আসতে পারেন আমার সফটওয়্যার এর জগত থেকে। আমি আছি ফেবুতেও। দেখা হবে পরবর্তীতে অন্য কোনে ট্রিক নিয়ে। বাই বাই
আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Some persons have some own dreams like me. My dreams to be a good freelancer who earn money from internet throw his activities. I want to show my creativity with this site. That's why I want permission from admin.
চরম জিনিস পেলাম ভাই, অনেক বড় উপকার করলেন। ধন্যবাদ্য এইরকম জিনিস শেয়ার করার জন্য।